হেদে রে নদীয়ার চাঁদ বাছারে নিমাই।
অভাগিনী তোর মায়ের আর কেহ নাই।।
এত বলি ধরি শচী গৌরাঙ্গের গলে।
স্নেহভরে চুম্ব দেয় বদন কমলে।।
মুই বৃদ্ধা মাতা তোর মোরে ফেলাইয়া।
বিষ্ণুপ্রিয়া বধূ দিলি গলায় গাঁথিয়া।।
তোর লাগি কাঁদে সব নদীয়ার লোক।
ঘরেরে চল রে বাছা দূরে যাকু শোক।।
শ্রীবাসাদি নিত্যানন্দ যত ভক্তগণ।
তা সবারে লৈয়া বাছা করহ কীর্ত্তন।।
মুরারি মুকুন্দ বাসু আর হরিদাস।
এ সবে ছাড়িয়া কেন করিলা সন্ন্যাস।।
যে করিলা সে করিলা চল রে ফিরিয়া।
পুন যজ্ঞসূত্র দিব ব্রাহ্মণে ডাকিয়া।।
বাসুদেব ঘোষে কয় শুন মোর বাণী।
পুনরায় নৈদ্যা চল গৌর গুণমণি।।