হেনক সময় অক্রূর দেখল
আয়ল অক্রূরপতি।
চরণ-কমলে পড়ল তৈখনে
করেন আরতি রীতি।।
কৃষ্ণ বলরাম ধরি দুই জন
করিল তাহারে কোড়।
আলিঙ্গন দিয়া বচন মধুর
সুখের নাহিক ওর।।
কহ কহ দেখি কিসের কারণে
আইলে গোকুল পুরে।
তোমা লইবারে আমার গমন
শুনহ বচন ধীরে।।
বলরাম আর দেব দামোদর
কহিল নৃপতি মোরে।
ধনুর্ম্ময় যজ্ঞ করে নরপতি
আয়ল গোকুল পুরে।।
কৃষ্ণ বলরাম আনহ দুজনে
তুরিত গমনে গিয়া।
রথ আরোহণে করহ গমনে
তুরিতে আসিবে লয়া।।
এ কথা শুনিয়া অক্রূর তুষিয়া
কৃষ্ণ বলরাম দুই।
কৃষ্ণ-মুখ চেয়ে গদগদ হয়ে
চণ্ডীদাস গুণ গাই।।