হেন যে চৈতন্যের গুণে না কান্দিল মন।
হইল পাপিষ্ঠ জন্ম গেল অকারণ।।
অধনে যতন করি ধন তেয়াগিলাম।
আপনার কর্মদোষে আপনি ডুবিলাম।।
সাধুসঙ্গ ছাড়ি কৈলাম অসৎ প্রত্যাশ।
তে কারণে মোর গলে লাগি গেল ফাঁস।।
বিষম বিষয় রসে সদাই ডুবিলাম।
হরিনাম সংকীর্তনে মগন না হইলাম।।
কেন বা আছয়ে প্রাণ কি সুখ লাগিয়া।
মনুষ্য দুর্ল্লভ জন্ম যায়রে বহিয়া।।
নরোত্তম দাস বলে কি হইল কি হইল।
রাধাকৃষ্ণ না ভজিঞা বৃথা জন্ম গেল।।