হেরিয়ে হরি মুররী ধারী, গৃহে রইতে নারি রে।
ভুলি ভুলি করি মনে, ভুলিতে না পারি রে।।
ময় যো গেয়া কদমতলা, দেখা বাঁকা চিকণকালা।
গলেতে ফুলের মালা, মুখে মধূর হাসি রে।।
কপালে চন্দন মাখা, আর শ্যামের নয়ন বাঁকা।
হেরিয়ে প্রাণ না যায় রাখা, প্রাণ নিল হরি রে।।
হাতে বংশী, মাখে পাখা, জুলফওছে কান আছে ঢাকা।
মম প্রাণ নিয়ে সখা, কৈল উদাসিনী রে।।
আরে রে রঙ্গিলা শ্যাম, শ্রীকৃষ্ণ যে ধর নাম।
হাছন রাজা রূপে তোর, হইল পাগলিনী রে।।