তড়িৎ বরণী হরিণী নয়নী দেখিনু আঙ্গিনা মাঝে। কিবা সে দিয়া অমিয়া ছানিয়া গড়িল কোন বা রাজে।। সই, কিবা সে সুন্দর রূপ। চাহিতে চাহিতে পশি গেল চিতে বড়ই রসের কূপ।। সোনার কটোরি কুচযুগ গিরি কনক-মন্দির লাগে। তাহার উপর চূড়াটি বনালে সে আর অধিক ভাগে।। কে এমন কারিগর বনাইলে ঘর দেখিতে না পানু তারে। দেখিতে পাইথু শিরোপা […]
keyboard_arrow_right