(১লা মাঘ) ‘‘শ্রীগুরু-প্রেমাবন্দে নিতাই-গৌর-হরিবোল।।’’ ‘‘ভজ নিতাই গৌর রাধ শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম।’’ জপ,–হরে কৃষ্ণ হরে রাম ভাই রে এই ত,–কলিযুগের মহামন্ত্র-জপ,–হরে কৃষ্ণ হরে রাম গৌর-কলিযুগের,–পরিত্রাণের মূলমন্ত্র—জপ,–হরে কৃষ্ণ হরে রাম কলি,–যুগোচিত এই নাম ধর্ম্ম হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য …..-ব্রহ্ম-নন্দনন্দন—হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ বিলাসের তনু—বলরাম নিত্যানন্দ মহাবিষ্ণু শ্রীঅদ্বৈত পরতত্ত্ব-নির্দ্দেশক-স্বরূপ—মহাবিষ্ণু শ্রীঅদ্বৈত সাঙ্গোপাঙ্গে অবতীর্ণ প্রচারিতে নিজ-নামধর্ম্ম—সঙ্গোপাঙ্গে অবতীর্ণ […]
keyboard_arrow_right