ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • গুরু বলে ধরো পাড়ি মন হুঁস থাইকো
    গুরু বলে ধরো পাড়ি মন হুঁস থাইকো ও নদীর উজান বাঁকে। ও নদীর মাঝখানে বসি আছে এক মেয়ে রাক্ষসী ও তার সুখসন্তান বেশী, ও মালের জাহাজ পাইলে পরে রে ও সে যে মাল লুটে নেয় চুমকে ও নদীর উজান বাঁকে। ও নদীর তিন ধারে তিনজন ব্রহ্মা বিষ্ণু তিলোচন পাহারা দিচ্ছে সর্বক্ষণ। ও নদীর বান ডাকিলে […] keyboard_arrow_right
  • গুরু কোন্‌ রূপে কর দয়া ভুবনে
    গুরু, কোন্‌ রূপে কর দয়া ভুবনে। অনন্ত অপার লীলা তোমার, মহিমা কে জানে।। তুমি রাধা, তুমি কৃষ্ণ, মন্ত্রদাতা তুমি ইষ্ট, মন্ত্র জানতে সঁপে দিলে সাধু-বৈষ্ণব চরণে।। নবদ্বীপে গোরাচাঁদ, শ্রীক্ষেত্রে হও জগন্নাথ, সাধুবাক্য যাহাই হ’লো দয়া হবে না স্বরূপ বিনে।। বৃন্দাবন আর গয়া-কাশী, সীতাকুণ্ড বারাণসী, মক্কা মদিনে, তীর্থে যদি গউর পেত, ভজনে সাধন করে জীব কেনে।। […] keyboard_arrow_right
  • গুরু দোহাই তোমার মনকে আমার লও গো সুপথে
    গুরু, দোহাই তোমার, মনকে আমার লও গো সুপথে। তোমার দয়া বিনে তোমায় সাধবো কি মতে।। তুমি যারে হও গো সদয়, সে তোমারে সাধনে পায় ; বিবাদী তার স্ববশে রয় তোমার কৃপাতে।। যন্ত্রেতে যন্ত্রী যেমন যেমন বাজায় বাজে তেমন। তেমনি যন্ত্র আমার মন, বোল তোমার হাতে।। জগাই মাধাই দস্যু ছিল, তারে গুরুর কৃপা হ’ল। অধীন লালন […] keyboard_arrow_right
  • গুরুজন কহি দুরজন সয়ঁ বারি
    গুরুজন কহি দুরজন সয়ঁ বারি। কৌতুকে কুন্দ করসি ফুল ধারি।। কৈতব বারি সখীজন সঙ্গ। তাহ অভিসার দূর রতি রঙ্গ।। এ সখি বচন করহি অবধান। রাত কি করতি আরতি সমধান।। অন্ধ কূপ সম রয়নি বিলাস। চোরক মন জনি বসএ তরাস।। হরসিত হোএ লঙ্কাকে রাএ। নাগর কী করতি নাগরি পাএ।। keyboard_arrow_right
  • গুরুজন দুরজন পরিজন বারি
    গুরুজন দুরজন পরিজন বারি ন গুণল লাঘব কুলকে গারি। জীব কুসুম কএ পূজল নেহ ভরি উমকল অবে তোহর সিনেহ। …….. বাস সখি জানব জঞো বড় উপহাস। পুনু জনু আবহ হমর সমাজ মঞে নহি রখবে আখিক লাজ। মুনিহুক কাজ পলএ পরমাদ হমরাহুঁ জনু সে পল অপবাদ। সুন্দরি বচনে হলল সির ঝালি, নাগর ন সহ কুগইআ গারি। […] keyboard_arrow_right
  • গুরুজন নয়ন পগার পবন জঞাে
    গুরুজন নয়ন পগার পবন জঞাে সুন্দরি সতরি চললি। জনি অনুরাগে পাছু ধরি পেললি কর ধরি কাম তিড়লী।। কি আরে নবি অভিসারক রীতী। কে জান কওন বিধি কাম পঢ়াউলি কামিনি তিহুয়ন জীতী।। অম্বর সকল বিভূসন সুন্দর ঘনতর তিমির সামরী। কেহু কতহু পথ লখহি ন পারলি জনি মসি বুড়লি ভমরী।। চেতন আগু চতুরপন কইসন বিদ্যাপতি কবি ভানে। […] keyboard_arrow_right
  • গুরুজন মোহে কবহু নহু বাম
    গুরুজন মোহে কবহু নহু বাম। শুনইতে উলসিত পিয়া মঝু নাম।। সখীগণ পিরীতি সে কহই না জান। পরিজন মোহে লাগি নিছয়ে পরাণ।। এ সখি অকুশল কছু নাহি হেরি। চমকি উঠয়ে কাহে হিয়া বেরি বেরি।।ধ্রু।। সহচরি এক দৈবগতি জান। মোহে হেরি সো কাহে সজল নয়ান।। পুছইতে মৌনে রহল মঝু পাশ। কি কহব অব ঘনশ্যামর দাস।। keyboard_arrow_right
  • গুরুজন সবহিঁ মন্দির তেজি
    গুরুজন সবহিঁ মন্দির তেজি চললহিঁ চান্দ গহন দিন লাগি। একলি নারী কৈছে হাম বঞ্চব এ ঘোর যামিনি জাগি।। মাধব তুহুঁ জনি করসি অকাজ। চঞ্চলচরিত তোহাঁরি হাম জানিয়ে পৈঠহ জনি পুরমাঝ। পহলি যৌবনকাল মুঝে লাগল নাহ রহত দূরদেশ। হেরইতে রূপ মদন মুরছায়ই কো বুঝে বচন বিশেষ।। ইথে লাগি তোহে নিষেধি হাম পুনপুন অনত করহ পয়ান। শুনইতে […] keyboard_arrow_right
  • গুরুপদে নিষ্ঠারতি হয় না মতি
    গুরুপদে নিষ্ঠারতি হয় না মতি, আমার গতি হবে কিসে। মন আমার মুঢ়মতি, সাধন ভক্তি হ’ল না মোর মনের দোষে।। মন আমার গুরু প্রতি দিবারাতি থাকত যদি চরণ-আশে। তবে চরণ-দাসী হ’তাম, ব্রজে যেতাম, থাকতাম ঐ চরণে মিশে।। পা’তাম যদি এমন বৈদ্য মনের বেয়াধ্য সেরে দিত সেই মানুষে। লেগে চরণের জ্যোতি জ্ঞানের মতি সদায় হ’য়ে উঠত ভেসে।। […] keyboard_arrow_right
  • গৃহ ছাড়ি গেল গোরা সন্ন্যাসী হইয়া
    গৃহ ছাড়ি গেল গোরা সন্ন্যাসী হইয়া। না দেখিলাঙ চাঁদমুখ নয়ান ভরিয়া।। কান্দে শচী ঠাকুরাণী কাঁদে বিষ্ণুপ্রিয়া। হিয়ার মাঝারে শেল রহিল পশিয়া।। টানিয়া খসাইতে চাহি বাহির না হয়। তুষের আনল যেন সদাই জ্বলয়।। কঠিন হৃদয় মোর না যায় ফাটিয়া। শূন্য গৃহে কেমনে রহিবে বিষ্ণুপ্রিয়া।। দাস হরেকৃষ্ণ মন পাষাণ জিনিয়া। কেমনে ধরিব প্রাণ গোরা না দেখিয়া।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ