ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • চউদিস জলদেঁ জামিনি ভরি গেলি
    চউদিস জলদেঁ জামিনি ভরি গেলি। ধারাঞে ধরনি বেআপিতি ভেলি।। গগন গরজেঁ জাগল পঞ্চবান। এহনা সুমুখি উচিত নহি মান।। নাগরি পিসুন বচনে করু রোস। পয় পরলহু নহি কর পরিতোস।। বিহি সমুচিত ধরু বামা নাম। হমে অনুমাপি হলল ফল ঠাম।। নাগরি বচন অমিঅ পরতীতি। হৃদয় গঢ়ল হে পথানহু জীতি।। keyboard_arrow_right
  • চঞ্চল মন স্থকিত নয়ান
    চঞ্চল মন স্থকিত নয়ান আবেশে অঙ্গ এল্যালি। ঘরের বাহির তিলে শতবার কোন বা দেবা পায়লি।। জটিলা শুনিতে অবে পরমাদ আমাদিগে বুঝি বহালি। রাজ নন্দিনী কূলের কামিনী সবকূল বুঝি মজালি।। ই কি বিপরীত চিত চমকিত লোকজন সব হাসালি। এই পথে নিতি করে আনাগোনা আজি গুরুজনা (বুঝি) জানালি।। গোকুল নগরে প্রতি ঘরে ঘরে তোরে বলে রাজ দুলালি। […] keyboard_arrow_right
  • চন্দন গরল সমান
    চন্দন গরল সমান। সীতল পবন হুতাসন জান।। হেরই সুধানিধি সূর । নিসি বৈঠলি সুবদনি ঝূর।। হরি হরি দারুন তোহারি সিনেহ। তাহেরি জীবন পড়ল সন্দেহ।। গুরুজন লোচন বারি। ধনি বাটিয়া হেরই তোহারি।। তেজই নয়ন ঘন নীর। কত বেদন সহত সরীর।। সুকবি বিদ্যাপতি ভান। দূতীক বচন লজাএল কান।। keyboard_arrow_right
  • চন্দন গরল সমান
    চন্দন গরল সমান। সীতল পবন হুতাসন জান।। হেরই সুধানিধি সূর। নিসি বৈঠলি সুবদনি ঝুর।। হরি হরি দারুন তোহারি সিনেহ। তাহেরি জীবন পড়ল সন্দেহ। গুরুজন লোচন বারি। ধনি বাট হেরই তোহারি।। তেজই নয়ন ঘন নীর। কত বেদন সহত সরীর।। সুকবি বিদ্যাপতি ভান। দূতীক বচন লজাএল কান।। keyboard_arrow_right
  • চন্দ্রবদনি ধনি মৃগ নয়নী
    চন্দ্রবদনি ধনি মৃগ নয়নী। রূপে গুণে অনুপমা রমণি-মণি।। মধুরিম হাসিনি কমল বিকাশিনি মোতিম হারিণি কম্বু-কষ্ঠিনী। থির সৌদামিনী গলিত কাঞ্চন জিনি তনুরুচি ধারিণি পিকবচনী।। উরে লম্বিতবেণি মেরুপর যেন ফণি আভরণ বহু মণি গজগমনী। বীণা পরিবাদিনি চরণে নূপুরধ্বনি রতি রসে পুলকিনি জগমোহিনী।। সিংহ জিনি মাঝ খিনি তাহে মণি-কিঙ্কিণি ঝাঁপি ওঢ়নি তনু পদ অবনী। বৃষভানু-নন্দিনি জগ জন বন্দিনি […] keyboard_arrow_right
  • চন্দ্রাবলি সঞে বিলসই মাধব
    চন্দ্রাবলি সঞে বিলসই মাধব হেরি চলু রাই পাশ। মলিন বয়ান নয়নযুগ ছল-ছল তেজই দীঘ নিশ্বাস।। সুন্দরি কি কহব কপটক নেহ। যাকর নাম তুহুঁ শুনই না পারসি তা সঞে বিলসয়ে সেহ।। অতিরসে মগন সঘন তাহে চুম্বই চৌদিশে সহচরিবৃন্দ। সুখময় যামিনি তুহুঁ ভেলি তাপিনি বিগলিত লোচন-নিন্দ।। কি কহব তাক চরিত অতি শঠপন কামী সে কামিনি পাশ। কহলুঁ […] keyboard_arrow_right
  • চম্পক হেম দলিতনব কুঙ্কুম
    চম্পক হেম দলিত নব কুঙ্কুম দামিনী দাম দমন তনুকাঁতি। চাঁচর চিকুর চারু কুসুমাঞ্চিত চঞ্চল অলকভৃঙ্গকুল ভাঁতি।। পেখলুঁ অপরূপ গৌরকিশোর। চন্দন তিলক ভাল ভুরুভঙ্গিম হেরইতে জগত যুবতি মতি ভোর।।ধ্রু।। ঝলকত বদন মদন মদ মরদন মধুরিম অধরে মধুর মৃদুহাস। নিন্দি কমলদল অমল বিলোচন কোণে করই কত রস পরকাশ।। নিরুপম ভুজযুগ জানুবিলম্বিত সুবলিত কণ্ঠ কলিত বনমাল। নরহরি নিছনি […] keyboard_arrow_right
  • চরণ নূপুর উপর সারী
    চরণ নূপুর উপর সারী। মুখর মেখল করে নিবারী।। অম্বরে সামর দেহ ঝপাঈ। সমুদ কুসুম রভস বসী। অবহি উগত কুগত সসী।। আএল চাহিঅ সুমুখি তোরা। পিসুন-লোচন ভম চকোরা।। অলক তিলক ন কর রাধে। অঙ্গে-বিলেপন করহি বাধে।। তয়ঁ অনুরাগিনি ও অনুরাগী। দূষণ লাগত ভূষণ লাগী।। ভনে বিদ্যাপতি সরস কবি। নৃপতিকুল-সরোরুহ রবি।। keyboard_arrow_right
  • চরণ তলেতে, শ্যামনাম দেখি, তাহার পানেতে চায়
    চরণ তলেতে, শ্যামনাম দেখি, তাহার পানেতে চায়। মুখেতে বসন, দিয়া যে তখন, আধ আধ হাসি তায়।। হাসি বিনোদিনী, কহে নাপিতানি, ভাল সে কামাহ তুমি। বয়সে অধিক, তুমি সে আমার, পরণাম করি আমি।। ইঙ্গিতে কহিল, সূর্য্যপূজা ছলে, এখনি যাইব আমি। রাধাকুণ্ডতীরে, নিভৃত কুঞ্জেতে, বসিয়া রহ গা তুমি।। এতেক বলিয়া, বিদায় করিল, বাহির হইঞা জায়। হেনই সময়ে, […] keyboard_arrow_right
  • চরণ নখ রমণিরঞ্জন ছান্দ
    চরণ নখ রমণিরঞ্জন ছান্দ। ধরণী লোটাওল গোকুলচান্দ।। রোখ তিমির এত বৈরি কে জান। রতনক ভৈগেল গৈরিক ভান।। ঢরকি ঢরকি পড়ু লোচনলোর। কত রূপে বিনতি কয়ল পহুঁ মোর।। নারিজনমে হাম না কয়লুঁ ভাগি। মরণ শরণ ভেল মানকি লাগি।। লাগল কুদিন কয়লুঁ হাম মান। অব নাহিঁ নিকশয়ে কঠিন পরাণ।। কহে কবিরঞ্জন শুন বরনারি। প্রেম অমিয়ারসে লুবধ মুরারী।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ