ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • দু-জনার পদ-অনুসারে
    দু-জনার পদ-অনুসারে। খুঁজি বুলে কানন-ভিতরে।। এক পদচিহ্ন পড়ি পথে। আর চিহ্ন নাহি তার সাথে।। সঙ্গে করি যারে লয়্যা আল্য। সেই জন কোথাকারে গেল।। কেহ তবে অনুমানে বোলে। হরি বুঝি করি নিল কোলে।। এই দেখ দুহাকার ভরে। পশিয়াছে ধরণী উপরে।। তারে যায়্যা দেখে গোপ-নারী। পড়ি আছে হয়্যা একেশ্বরী।। শুন শুন ওগো রসবতি। তোমার এমন কেন গতি।। […] keyboard_arrow_right
  • দুঃখ আর সহেনা আমার প্রাণের বন্ধুরে
    দুঃখ আর সহেনা আমার প্রাণের বন্ধুরে, দুঃখ আর সহেনা আমার।। বিরহ বেদনা চিতে, নাহি মজে অন্য ভিতে, পলে পলে প্রাণ তোমায় চায়।। নিদারুণ প্রেমেরজ্বালা, জ্বলিহইল শরীরকালা রে, দিনেদিনে অঙ্গ সুখায় জায়।। কুকিলের কুহ রবে, ভমরা গুঞ্জরে যবে, চিত্ত মোর বিকল সদায়।। গেলে যমুনার তীরে, বাঁশী স্বরে ডাকে মোরে, আরত প্রাণ ধরা না যায়।। কারে কব […] keyboard_arrow_right
  • দুখ তো ঠাঁই বিনে কা ঠাঁই
    দুখ তো ঠাঁই বিনে কা ঠাঁই কই শ্যামকে লাগাল পাইলাম না গো সই।। শ্যাম যদি হইত মাথার চুল উচ্চা করি বান্ধতু খোঁপা বেড়াইতাম গোকুল।। এগো কাঙ্খের কলস ভূমিত থইয়া তোমার বানে চাইয়া রই।। কালা তোমার বানে চাইয়া রই।। আর মুরশিদ মজাইদ চান্দে বলইন সই শ্যাম বান্ধা রাই-প্রেমের মাঝে আর যাইবায় কই।। এগো এক সঙ্গে দুই […] keyboard_arrow_right
  • দুঃখ বিনে আর সুখ হইল না
    দুঃখ বিনে আর সুখ হইল না। দুঃখের কপাল, গেল না চিরকাল, ঘটিল জঞ্জাল আমার কি যন্ত্রণা । জ্বলে প্রেমাগুণে, দুঃখ উঠে মনে, এ ত্রিভুবনে ঔষধ মিলে না। ঔষধ জানিলে, দেও তোরা বলে, কোথায় গেল ঐ কেলো সোনা। ওই কালার কারণে, নিশি জাগরণে, আকুল প্রাণে করি ভাবনা। তারে পাব কোথা, বলিব ব্যথা, ঠুকিয়ে মাথা করি কাঁদনা। […] keyboard_arrow_right
  • দুঃখ সহিতে নারি অবলা পিরীতি করলাম কদমতলায়
    দুঃখ সহিতে নারি অবলা পিরীতি করলাম কদমতলায়। ধু বন্ধুর লাগি ভাবিতে ভাবিতে চিত্ত মোর হৈল কালা। উদাসিনী কৈলা মোরে দিয়া তুমি প্রেম-জ্বালা। প্রেম জ্বালা সহিতে নারি আমি অবলা। ঝাঁপ দিয়া মরিমু জলে না পাইলে চিকণ কালা। ভণে বহরাম হীনে বুঝ প্রেম-খেলা অল্প ব’সে কৈলে পিরীত সেই পিরীতের প্রেম ভালা। keyboard_arrow_right
  • দুখময় কাল কাল করি মানিয়ে
    দুখময় কাল কাল করি মানিয়ে আওল পাপ বৈশাখ। দিনকর-কিরণ দহন সম দারুণ ইহ অতি কঠিন বিপাক।। খরতর পবন বহই সব নিশি দিন উমরি গুমরি গৃহ মাঝ। গোরা বিনু জিবন রহয়ে তছু অন্তরে তাহে দুখ সমূহ বিরাজ।। মন্দ তরঙ্গিত গন্ধ সুগন্ধিত আওত মারুত মন্দ। গৌর-সুসঙ্গ-বিভঙ্গ যদঙ্গহি লাগয়ে আগি-প্রবন্ধ।। কো করু বারণ বিরহি-নিদারুণ পর কারণ দুখ-ভাগী। করুণাবরুণালয় […] keyboard_arrow_right
  • দুরজন বচন ন লহ সব ঠাম
    দুরজন বচন ন লহ সব ঠাম। বুঝএ ন রহএ জাবে পরিনাম।। ততহি দূর জা জতহি বিচার। দীপ দেলে ঘর ন রহ অঁধার।। হমরি বিনতি সখি কহবি মুরারি। সুপহু রোস কর দোস বিচারি।। সে নাগরি তোহে গুনক নিধান। অলপহি মানে বহুত অভিমান। ককে বিসরলহি হে পুরুব পরিপাটি। লাড়লি লতিকা কী ফল কাটি।। ভনই বিদ্যাপতি এহ রস […] keyboard_arrow_right
  • দুল্লহি তোহরি কতএ ছথি মায়
    দুল্লহি তোহরি কতএ ছথি মায়।। কহু ন ও আবথু এখন নহায়।। বৃথা বুঝথু সংসার বিলাস। পল পল নানা তরহক ত্রাস।। মায় বাপ জোঁ সদগতি পাব। সন্ততি কোঁ অনুপম সুখ আব।। বিদ্যাপতি আয়ু অবসান। কাতিক ধবল ত্রয়োদসি জান।। keyboard_arrow_right
  • দুসহ বিয়োগ দিবস গেল বীতি
    দুসহ বিয়োগ দিবস গেল বীতি। প্রিয়তম দরসন অনুপম প্রীতি।। আব লগইছতি বিধু অনুকূল। নয়ন কপূর আঁজন সমতুল।। গাবথু পঞ্চম কোকিল আবি। গুঞ্জথু মধুকর লতিকা পাবি।। বহুথু নিরন্তর ত্রিবিধ সমীর। ভন বিদ্যাপতি কবিবর ধীর।। keyboard_arrow_right
  • দুহুঁ দোঁহা দরশনে ভাবে বিভোর
    দুহুঁ দোঁহা দরশনে ভাবে বিভোর। দুহুঁক নয়নে ঘন ঢরকত লোর।। দুহুঁ তনু পুলকিত গদগদ বোল। ঘরমহি ভীগত দুহুঁক নিচোল।। অপরূপ দুহুঁজন ভাবতরঙ্গ। খেনে ঘন কম্পন খেনে থির অঙ্গ।। চলইতে চাহে দুহুঁ চলই না পারি। কহে মাধব দুহুঁ যাঙ বলিহারি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ