নিজ-প্রতিবিম্ব হরিক উরে হেরইতে তব উপজায়ল মান। শ্যামের-দরশে হরষ তুয়া অন্তর কাহে দুহুঁ বিরস-বয়ান।। দেখ দেখ আজু অপরূপ। কাহে বিমনা ভই উলটই বৈঠলি হেরইতে স্বপন স্বরূপ।।ধ্রু।। তুহারি অন্তর-কথা মরম না বূঝত শুন শুন সুন্দরি রাধে। তুহুঁ বর-নাগরি রসিক-শিরোমণি কাহে করহ রস-বাদে।। তুহুঁকর রীতহি ভীত অব পায়ল হেরি লাগয়ে মঝু ধন্দ। রসময় নাগর কাহে নিরস করু […]
keyboard_arrow_right