ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • পাইমুনি শ্যাম কালা গো সই
    পাইমুনি শ্যাম কালা গো সই, পাইমুনি শ্যাম কালা। ধু এগো যারে ভাবি রাত্রদিনে মন হইছে বাহুলা গো।। থাকে যদি বন্ধের মনে কহি গো সরলা, কহি গো সরলা। এগো ভোর নিশিতে দিত দেখা আসিয়া একেলা।। পায়ে ধরি গো সহচরী বন্ধু আনি মিলা, বন্ধু আনি মিলা। এগো তুমরারে করিমু দান বিনা সূতের মালা।। পাগল মিয়াধনে বলে প্রেম […] keyboard_arrow_right
  • পাইলাম না তোর মন জুগাইতে
    পাইলাম না তোর মন জুগাইতে ও চান্দ ঠগাইলায় আমারে রে। বিরহের আনলে জ্বলি আমি কুলনাশী না জানি কি মন্ত্র দিয়া করিয়াছে উদাসী। আগলা থাকি ঠাকুর চান্দে করইন ঠারাঠারি, ইসারার কথা আমি বুঝিতে না পারি। যুগল চরণে তোমার করি নিবেদন, ভক্তি চিতে ডাকি তোরে রে ও নদিয়ার চান্দ ও চান্দ দেও দরশন। উন্মর পাগলে বলইন বিষম […] keyboard_arrow_right
  • পাও যদি শ্যাম বন্ধের লাগাল বাঁশী আনো কাড়ি’
    পাও যদি শ্যাম বন্ধের লাগাল বাঁশী আনো কাড়ি’। ওরে ধরি’ আনো প্রাণবন্ধুরে পাও যার বাড়ী।। বাঁশী বাজাইয়া বন্ধে ফিরইন বাড়ী বাড়ী। হয় রে তোমারে ধরিবার লাগি’ হইলাম উদাসিনী গো।। আর যথায়-তথায় যাওরে বন্ধু আমায় রাখিয়ো মনে। হয় রে দুখিনী ভিখারীর নাম লেখিয়ো চরণো গো।। আর রাধার নাম লেখ্‌তে বুঝি কিছুই দুঃখ পাইন। ওয় রে ধূলায় […] keyboard_arrow_right
  • পাগল কানাই বলে শোন ভাইসকল
    পাগল কানাই বলে, শোন ভাইসকল, এক গাড়ী দেখে হলেম পাগল, আরও গাড়ীর মধ্যে আছে বিষম গণ্ডগোল; এক গাড়ীতে ছত্রিশ জাতি করতেছে সুমঙ্গল, কেউ কয় আল্লার ধ্বনি, কেউ কয় হরিবোল, আবার আল্লা-হরি কিছুই বলে না–ওরা আবার কোন্‌ দেশের পাগল। আবার গাড়ীর মধ্যে ব্যক্তি কয়েকজন কত হয় সাধু মহন্ত, কতই চোরের লছ্‌ছন, তারা এক ঘাটেতে টিকিট কাটে […] keyboard_arrow_right
  • পাগল কানাই বলে প্রেম বিচ্ছেদে প্রেমের জ্বালায়
    পাগল কানাই বলে প্রেম বিচ্ছেদে প্রেমের জ্বালায় সখীরে আমার প্রাণও বাঁচে না। আসি বলে গেল মথুরায় আরতো ফিরে আলো না আমার প্রাণে প্রবোধ মানে না। আর কতকাল সব জ্বালা সখিরে, ঘরে আর রইতে পারি না। অস্‌ত যদি চেকুণ কালা সখিরে যাইত এ ভাব যন্ত্রণা। বন্ধুর সঙ্গে প্রেমরসে খেলিতাম প্রেমের খেলা আমি বলি এল না কালা। […] keyboard_arrow_right
  • পাগল কানাই বলে ও মন রসনা গুরুর চরণ করো সাধনা
    পাগল কানাই বলে, ও মন রসনা, গুরুর চরণ করো সাধনা — জ্বালার ভয় রবে না –ভয় রবে না। আপ্ত তত্ত্ব পরমতত্ত্ব–গুরুজনে জানে অর্থ, অজ্ঞানে তা জানে না। সেই গুরুর চরণ নিষঠুর অতি — তারে কেও চিনলো না। চণ্ডীদাস ও ধনজায় ঠাকুর রে –কারে কেও ছাড়তে পারল না। নবরসে নব কীর্তি –করতে পারলে আদত ভক্তি নয়ন […] keyboard_arrow_right
  • পাগল পাগল বলে সবে শোন ন বলি পাগলের কথা
    পাগল পাগল বলে সবে শোন বলি পাগলের কথা পাগল বিনে এ ভবেতে ভাল আছে কেবা এক পাগল শিব সন্ন্যাসী ত্যাজ্য করে কৈলাশ কাশী ভাঙ্গ ধূতরা সিন্ধের গোটা কায়, এক পাগল নারদ নিশি নিমাশয় বাজায় ল্যাঠা হরিলুটে পোলাপান পাগল সন্ধ্যাতে তুলসীতলা যায় একা।। দোম পত্র লইয়া পাগল গর্ভে পাগল গর্ভাকার প্রসব বেদনায় মাতা পাগল প্রসব করিবার […] keyboard_arrow_right
  • পাগলা কানাই বলে ও মন রসনা বুঝাইলে বুঝ্‌ মানে না
    পাগলা কানাই বলে ও মন রসনা বুঝাইলে বুঝ্‌ মানে না। ভবে আসা যাওয়া যে যন্ত্রণা জান্‌লে আর ভবে আস্‌ তাম না। আসি বইলে আইছো ভবে ভাব্‌ছ যাওয়া হবে না। আশায় আশায় দিন ফুরালো কাল শমন নিকটে আইলো সরকারী শমন আইসে যে সময় বাঁধবে কষে, কাঁদবি তুই একা বইসে, তোর কাঁদন কেউ তো শুনবে না। তাই […] keyboard_arrow_right
  • পাগলা কানাই বলে সুতারের কি গুণপনা
    পাগলা কানাই বলে সুতারের কি গুণপনা এক রথ গড়েছে দিনকানা। আর একজন চড়েছে সে তো শুনে না আর একজন তার কয়না কথা রথ ঠেতা নেয় যথা তথা ষোলজন গোপী ঠাকুর একজনা। ঠাকুর পূজাদেয় ঘন্টা বাজায় তিনজনা। ও চূড়ার পরে বসেছে ত্রৈলোক্যনাথ ও যে আট গলি আর নয় গাছ পথ ষোলজন গোপী সাথ। নব দলে নব […] keyboard_arrow_right
  • পাগলা কানাই বলে ভাই সকলরে প্রেম কেউ ছা’ড়ো না
    পাগলা কানাই বলে ভাই সকলরে প্রেম কেউ ছা’ড়ো না কৃষ্ণপ্রেমের পদ বিনে কিছু হবে না এই সংসার থাকতে মর্ম এই সংসার থাকতে ধর্ম প্রেম ছাড়া সাধন ভজন কিছুই হবে না। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ