পাগলা কানাই বলে সুতারের কি গুণপনা এক রথ গড়েছে দিনকানা।
আর একজন চড়েছে সে তো শুনে না
আর একজন তার কয়না কথা রথ ঠেতা নেয় যথা তথা
ষোলজন গোপী ঠাকুর একজনা।
ঠাকুর পূজাদেয় ঘন্টা বাজায় তিনজনা।
ও চূড়ার পরে বসেছে ত্রৈলোক্যনাথ
ও যে আট গলি আর নয় গাছ পথ ষোলজন গোপী সাথ।
নব দলে নব গোত্র করে সাথ ওরে প্রাপ্ত বস্তু বসে থাকি
ব্রহ্মাণ্ডে কে বুঝতে পারে বাহবা কি আজব নীলে গড়ে রথ
কত পূরুৎ পীরিত করে ঘটাঘট।
আট মুগুর বার কামান চোদ্দ তালের পর
শূন্যের পর রথ গড়েছে এছাই কামিলকার,
পাগলা কানাই চড়েছে দেখ সেই রথে
ও চার যুগ উঠেছে পাছে ষোলজন গোপিনী সাথে নব দলে যাত্রা পেয়েছে।
ওরে গোপীগণে নেও সাথে করে আপনি রথের চাকা ঘোরে
মহেশ্বর কিঞ্চিৎ ধিয়েন পেয়েছে উর্দ নয়ন পক্ষে মিশেছে।