ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • মাধল বুঝলি তুঅ গুন আজে
    মাধল বুঝলি তুঅ গুন আজে। পচদুন দসগুন দয়সগুন সেগুন সেহো দেল কোন কাজে।। চালিস কাটি চারি চৌঠাই সে হম সে পহু মোরা। কপটী কাহ্নৈয়া কেলি নহিঁ জানলি কৈলন্হি‌ জন্মক ওরা।। সাঠি কাটি দহ বুন্দ বিবরজিত সে বতকর উপহাসে। পহুক বিষাদ সহৈ নহি পাবী দুই বুন করব গরাসে।। নবো বুনাদয় নবো বামকর সে উর হমর প্রানে। […] keyboard_arrow_right
  • মান-দহনে মোর তনু ভেল জরজর
    মান-দহনে মোর তনু ভেল জরজর শূতলুঁ মন্দির মাঝ। কানু নিয়ড়ে আসি চরণ সম্বাহই ঐছন বিদগধ-রাজ।। সো কর কিশলয় পরশে তনু আকুল সখি বলি করিলুঁ সম্ভাষ। বাহু পসারি আলিঙ্গি মুখ চুম্বই পুন মুখ হেরি লহু হাস।। সজনি কি কহব তাকর কাজ। যে ছিল মনোরথ কয়লহুঁ অভিমত কহইতে নাহি রহে লাজ।।ধ্রু।। ঐছে রসিক সঞে যো ধনি রোখয়ে […] keyboard_arrow_right
  • মাননি অতয়ে করহ সমাধান
    মাননি অতয়ে করহ সমাধান। আওল অব তুয়া অনুচর কান।। অতিশয় ভীতে মিলল ইহ ভবনে। অপরাধ ক্ষেমি তুহুঁ রাখবি চরণে।। যব হরি চরণে পড়ব ধনি তোর। হামারি শপতি যদি কছু বোল থোর।। যব তোহে গদগদ সাধব কান। সজল নয়নে তব হেরবি বয়ান।। কহইতে কহবি সরস-ময় বাত। পরশিতে রোখে না বারবি হাত।। তব পরিপূরব তাকর আশ। সাধয়ে […] keyboard_arrow_right
  • মানিনি কুসুমে রচলি সেজা মান মহঘ তেজ
    মানিনি কুসুমে রচলি সেজা মান মহঘ তেজ জীবন জউবন ধনে। আজু কি রয়নি জদি বিফলে জাইতি পুনু কালি ভেলে কে জান জিবনে।। মানিনি মন্দ পবন বহ ন দীপ থির রহ নখতর মলিন গগন ভরে। তোর বদন দেখি ভান উপজু মোহি কেসু ফুল উপর ভমরে ।। keyboard_arrow_right
  • মানিনি করজোড়ে কহি পুন তোয়
    মানিনি করজোড়ে কহি পুন তোয়। বিনি অপরাধে বাদ দেই ভামিনি কাহে উপেখসি মোয়।। তুয়া লাগি সব নিশি জাগিয়া পোহাইলুঁ একলি নিকুঞ্জক মাহ। তোঁহারি বিয়োগে হাম বন মাহা লুঠলুঁ তুহুঁ রতিচিহ্ন কহ তাহ ।। গোকুল মণ্ডলে কতয়ে কলাবতী হাম নাহি পালটি নেহারি। নিশি দিশি তুয়া গুণ ভাবিয়ে একমন কি কহব কহই না পারি।। কোপে কমলমুখি কছু […] keyboard_arrow_right
  • মানিনি মান আবহু কর ওড়
    মানিনি মান আবহু কর ওড়। রয়নি বহলি হে রহলি অছ থোড়।। গুনমতি ভএ গুন ন ধরিঅ গোএ। সুপুরুস দানে অধিক ফল হোএ।। বেরা এক হেরহ মনতাপ। পেমলতা তোড়লে বড় পাপ।। লোচন ভরম হমরে করু আস। তুঅ মুখ পঙ্কজ করও বিলাস।। ভনই বিদ্যাপতি মনে গুনি ভান। সিবসিংঘ রাএ রসিক রস জান।। keyboard_arrow_right
  • মানিনি মীলল কুঞ্জক মাঝ।
    মানিনি মীলল কুঞ্জক মাঝ। আনন্দে নিমগন নাগর-রাজ।। আগুসরি বিনয় করউ কত ছন্দ। কতবিধ সেবন যাহে নিরবন্ধ।। তবহুঁ বিমুখ ভেল মানিনি রাই। কত পরকারে বুঝায়ল তাই।। সো কিছু বচন করহ অবধান। রাধামোহন পহুঁ যো করু গান।। keyboard_arrow_right
  • মানিনি যামিনি ভেল অবসাদে
    মানিনি যামিনি ভেল অবসাদে। তুয়া পদ-কমল বিমল বরদাতা দেখি কি না হয় পরসাদে।। জনমে জনমে হাম তুয়া আরাধন বিনু আন নাহিক অভিলাষে। তুহু মনে জানহ হাম তুয়া কিঙ্কর তবহু যো মোহে রোষে।। রূপ গুণ রিতি তুয়া নিরমায়োল, আন কি কহব তুয়া আগে। নয়নক ওর থোর নাহি রসিয়ে মোহে করম অভাগে।। অনুনয় বোলইতে শ্রবণে না শুনসি […] keyboard_arrow_right
  • মানিনী মান মৌনে মন সাজি
    মানিনী মান মৌনে মন সাজি মাধব মনসিজ মনমথ ঝাঁঝি। বি….. সে কেলি মেলি রসবাধ তেসরা মাথেঁ সবে অপরাধ। দূতী ভএ জনু জনমএ নারি বিনু ভেলে ভেলিহুঁ গোআরি এত এক কোসলে…মন্দ তরণিক উদঅ লহত কী চন্দ। পর অনুরোধেঁ বোধ দূর জাএ নাথ বরাহ দুঅও হল ঘাএ। বিদ্যাপতি ভন বুঝ রসমন্ত রাএ সিবসিংহ লখিমা দেবিকন্ত। keyboard_arrow_right
  • মানুষ লুকাইল কোন শহরে
    মানুষ লুকাইল কোন শহরে। এবার মানুষ খুঁজে পাইনে গো তারে ।। ব্রজ ছেড়ে নদেয় এলো, তার পূর্বান্তরে খবর ছিল, এবে নদে ছেড়ে কোথা গেল, যে জানো বল মোরে।। স্বরূপে সেই রূপ দেখা যেন চাঁদের আভা এমনি মতো থেকে কোথা প্রভু ক্ষণেক ক্ষণেক বারাম দেয় রে।। কেউ বলে তার নিজ ভজন, করে নিজ দেশে গমন, মনে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ