ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • শ্যামের আরতি দেখি রসবতী
    শ্যামের আরতি দেখি রসবতী মনে অনুমান করে। বন্ধু তিলে তিলে আমা না দেখিলে পরাণ ধরিতে নারে।। আহা মরি মরি নিছনি লইঞা এমন পিরীতি কার। আমরা অবলা কুলবতী বালা কি দিঞা শোধিব ধার।। এমতি জানিঞা শ্যামেরে আনিঞা হিয়ার উপরে ধরি। ও চান্দ-বদন করিতে চুম্বন চেতন পাইল হরি।। অধনের ধন হারাইঞা যেন পাইল পুণ্যের ফলে। দীনবন্ধু ভণ […] keyboard_arrow_right
  • শ্যামের চরণে দিব কুলমান সপিয়া গো
    শ্যামের চরণে দিব কুলমান সপিয়া গো। ধু দেখিতে শ্যাম কালাসোনা কুলমানের ভয় রাখে না। সুভাগ্যে দেখিলাম আমি প্রাণবন্ধু কালিয়া গো।। শুন বন্ধু দয়াময় যদি তোমার মনে লয়। শ্রীচরণে রাখ মোরে দুঃখিনী জানিয়া গো।। গেলে বন্ধু আর পাব না, মনে রইব প্রেম যাতনা। বুরহানী কয় শ্যাম বন্ধুরে যৌবন দেও যাচিয়া গো।। keyboard_arrow_right
  • শ্যামের মুরলী শুনিতে পাই
    শ্যামের মুরলী শুনিতে পাই। পিছু না গণয়ে ধাইয়া যাই।। কারু পতি দেখি রাখিল বান্ধি। যাইতে না পারে মরয়ে কান্দি।। সোঙরি শ্যামের পিরীতি লেহ। তখনি ছাড়িল আপন দেহ।। গুণময় দেহ তেজিয়া তবে। শ্যামচাঁদ আগে পাইল সভে।। সকল গোপিনী হইয়া সুখী। এ বড় কৌশল দেখ না সখি।। ইহাদের পতি বান্ধিয়া থুইল। কেমন করিয়া গোবিন্দ পাইল।। নিমানন্দ দাস […] keyboard_arrow_right
  • শ্যামের মুরলী হৃদয় খুরলি
    শ্যামের মুরলী হৃদয় খুরলি করিলি সকলি নাশ। মোহর মিনতি না শুনি আরতি করহ বাজিতে আশ।। শুন শুন রে ধরমনাশা। দেব আরাধিয়া ও মুখ বান্ধিব ঘুচাব তোমার আশা ।।ধ্রু।। আমরা অবলা সহজে অখলা হৃদয়ে জাগায়া ক্ষোভ। অলপে অলপে সকলি খাইয়া জীবনে করহ লোভ।। এখনে আমরা সতর হইলুঁ তেজহ এসব আশ। যাহার যেমন না ছাড়ে করণ কহে […] keyboard_arrow_right
  • শ্রাবণে গলিত ধারা ঘন বিদ্যুল্লতা
    শ্রাবণে গলিত ধারা ঘন বিদ্যুল্লতা। কেমনি বঞ্চিব প্রভু কারে কব কথা।। লক্ষ্মীর বিলাসঘরে পালঙ্কে শয়ন। সে সব চিন্তিয়া মোর না রহে জীবন।। ও গৌরাঙ্গ প্রভু হে তুমি বড় দয়াবান। বিষ্ণুপ্রিয়া প্রতি কিছু কর অবধান।। keyboard_arrow_right
  • শ্রীঅদ্বৈতচন্দ্র পঁহু মোর
    শ্রীঅদ্বৈতচন্দ্র পঁহু মোর। গৌর প্রেমভরে গরগর অন্তর অবিরত অরুণ নয়নে ঝরু লোর।।ধ্রু।। পুলকিত লোলিত অঙ্গ ঝল ঝলকত দিনকর নিকর নিন্দি বর জোতি। কুঞ্জরদমন গমন মনোরঞ্জন হসত সুলসত দশন জনু মোতি।। সিংহ গরব হর গরজত ঘন ঘন কম্পিত কলি দূরে দুরজন গেল। প্রবল প্রতাপে তাপত্রয় কুণ্ঠিত জগজন পরম হরষ হিয় ভেল।। করুণা জলধি উমড়ি চলু চহুঁ […] keyboard_arrow_right
  • শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে
    শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। তোমা বিনে কেহ নাঞি এ ভব সংসারে।। অধম তারণ হেতু তোমার অবতার। মো হেন অধমে দয়া নহিল তোমার।। তব কৃপাবলে পাই চৈতন্য নিতাই। দয়া কর সীতানাথ অদ্বৈত গোসাঞি।। হাহা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ। ভট্ট যুগ শ্রীজীব প্রভু মোর লোকনাথ।। দয়া কর শ্রীআচার্য্য প্রভু শ্রীনিবাস। রামচন্দ্র সঙ্গে কহে নরোত্তম দাস।। keyboard_arrow_right
  • শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু দয়া কর মোরে
    শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু দয়া কর মোরে। মো সম পতিত নাই ভুবন ভিতরে।। যদি বল নাম ভেলা দিঞাছি সভারে। দুর্দৈব তরঙ্গে পড়ি না পাই সাঁতারে।। লোভ রূপ কচ্ছপ তাহে বড়ই প্রবল। … … … মদন মকর তাহে বড় ভয়ংকর। ক্রোধ রিপু দাবাগ্নিতে দগ্ধ কলেবর।। মদ রিপু বন্ধনেতে বাঁধিঞাছে মোরে। মাৎসর্য্য ঘূর্ণিপাকে ঘুরাইল মোরে।। নরোত্তম দাস বলে মোর […] keyboard_arrow_right
  • শ্রীকৃষ্ণভজন লাগি সংসারে আইলুঁ
    শ্রীকৃষ্ণভজন লাগি সংসারে আইলুঁ। মায়াজালে বন্দী হৈয়া বৃক্ষসম হৈলুঁ ।। স্নেহলতা বেঢ়ি বেঢ়ি তনু কৈল শেষ। কিড়ারূপে নারী তাহে হৃদয়ে প্রবেশ।। ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে। মাতাপিতাবিহঙ্গ উপরে বাসা করে।। বাড়িতে না পাইল গাছ শুকাইয়া গেল। সংসার দাবানল তাহাতে লাগিল।। এগুয়াও এগুয়াও মোর বৈষ্ণব গোসাঞি। করুণার জলে সিঞ্চ তবে রক্ষা পাই।। দুরাশা দুর্ব্বাসনা দুই […] keyboard_arrow_right
  • শ্রীগুরুচরণ দুটি জিনি কল্পতরু কোটি
    শ্রীগুরুচরণ দুটি জিনি কল্পতরু কোটি সে চরণ হৃদয়ে ধরিঞা। আপনার তনু মন তাহে করি সমর্পণ ভজ ভাই একমন হঞা।। পীতাম্বর পরাইঞা ভক্ষ্য উপহার দিঞা সেবা করি মনের হরিষে। গুরুরূপা সখী সঙ্গে সখীরূপ ধরি রঙ্গে ডগমগ রসের আবেশে।। শ্রীগুরুচরণ আগে যাব তথি মহাভাগে প্রবেশ করিব বৃন্দাবনে। কালিন্দনন্দিনীকূলে কল্পতরুর মূলে রত্নবেদী পরমমোহনে।। তাহে রত্নসিংহাসনে বসিয়াছে দুই জনে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ