শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে।
তোমা বিনে কেহ নাঞি এ ভব সংসারে।।
অধম তারণ হেতু তোমার অবতার।
মো হেন অধমে দয়া নহিল তোমার।।
তব কৃপাবলে পাই চৈতন্য নিতাই।
দয়া কর সীতানাথ অদ্বৈত গোসাঞি।।
হাহা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ।
ভট্ট যুগ শ্রীজীব প্রভু মোর লোকনাথ।।
দয়া কর শ্রীআচার্য্য প্রভু শ্রীনিবাস।
রামচন্দ্র সঙ্গে কহে নরোত্তম দাস।।