শ্রীবিদ্যাপতি কবি-বর-শেখর কয়লহি বহুবিধ গীত। শ্রীগোবিন্দ- কবীন্দ্র-শিরোমণি জগ ভরি যাহাক চরীত।। শ্রীজয়দেব বিবিধ রস-বর্ণন কবিশেখর চণ্ডীদাস। রামানন্দ রায় কবি সাগর নাটক করল প্রকাশ।। শ্রীল রূপ সুললিত-বর্ণন গীতবলি রস-পূর। বলরাম দাস কয়ল বহু বর্ণন প্রেম-বিলাস প্রচূর।। নরহরি দাস সুঘড় কবি-ভূপতি গোবিন্দ ঘোষ কবি-সিন্ধু। দাস বৃন্দাবন বাসুদেব কবি সকল-কবীশ্বর ইন্দু।। জ্ঞানদাস কবি রচিত পদাবলী কোমল পরম উদার। […]
keyboard_arrow_right