ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • সজনী হরি যদি মীলল গেহ
    সজনী হরি যদি মীলল গেহ। যত যত বিপদ সকল ভেল সম্পদ জীবন পাওল দেহ।। দারুণ কোকিল যত দুখ দেওল কলরব-বজর-নিনাদে। সো অব কুহু কুহু কুরু পুনু মুহু মুহু শুনইতে লাগই সাধে।। কুসুমিত কুঞ্জে ভ্রমরগণ গুঞ্জরু মদন কদন করু রঙ্গে । মনসিজ-ভয় যত ভাগল দুর পথ শ্যামের রস পরসঙ্গে।। বৃন্দাবন বন গিরি গোবর্দ্ধন সুখময় সাগর ভেল। […] keyboard_arrow_right
  • সজনী-কো কহ আওব মাধাই
    সজনী-কো কহ আওব মাধাই। বিরহ-পয়োধি পার কিয়ে পাওব মঝু মনে নহি পাতিয়াই।। এখন তখন করি দিবস গোঙায়লুঁ দিবস দিবস করি মাসা। মাস মাস করি বরিখ গোঙায়লুঁ ছোড়লু জিবনক আশা।। বরিখ বরিখ করি সময় গোঙায়লু খোয়লুঁ এ তনু আশে। হিমকর কিরণে নলিনি যদি জারব কি করব মাধবি মাসে।। অঙ্কুর তপন তাপে যদি জারব কি করব বারিদ […] keyboard_arrow_right
  • সতত বধূর লাগি জ্বলে অবলার চিত
    সতত বধূর লাগি জ্বলে অবলার চিত। ধু দূরদেশী সনে প্রেম বাড়াইনু অতি। সেই ধরি হৈল মোর অনলে বসতি।। প্রেমের ঔষধ খাই হইলুম উদাস। জগলোকে কলঙ্কিণী বোলে বারমাস।। শাশুড়ী ননদী বৈরী স্বামী হৈল ভিন্‌ । আর জ্বালা কালার সহিমু কত দিন।। গুরুপদে আলি রাজা গাহিল কানড়া। চিত্ত হন্তে প্রেমানল না হউক ছাড়া।। keyboard_arrow_right
  • সতেক মো জীব থিব যিবি বৃন্দাবন
    সতেক মো জীব থিব যিবি বৃন্দাবন দর্শন করিবি যাই নন্দের নন্দন। ধু যিবি চাণ্ডে শ্যামকুণ্ডে করিবি স্নাহান রাধাকুণ্ডূ পঙ্ক লাগি মথারে চন্দন। রাসস্থলী নিকটে করিবি শয়ন তুণ্ডে হরি ন বোইলে শুনুথিব কর্ণ। মাধুকরি ভিক্ষা মাগি বঞ্চুথিবি দিন পরিক্রমা করুথিবি গিরি গোবর্দ্ধন। কহে সালবেগ হীন জাতিরে যবন শ্রীরাঙ্গা চরণ তলে কহ মোর মন। keyboard_arrow_right
  • সদা মন, থাক বা-হোঁশ মানুষ রূপ নিহারে
    সদা মন, থাক বা-হোঁশ মানুষ রূপ নিহারে। আয়না আঁটা রূপের ছটা চিলেকোঠায় ঝলক মারে।। স্বরূপে যার রূপটি জানা সেই তো বটে উপাসনা। গাঁজায় দম চড়িয়ে মনা ব্যোমকালী আর বলো না রে।। বর্তমানে দেখ ধরি নর-দেহ অটল বিহারী। পড় কেন হরি বড়ি কাঠের মালা টিপে হারে।। দিল ঢুঁড়ে দরবীশ যারা রূপ নিহারে সিদ্ধ তারা। লালন কয়, […] keyboard_arrow_right
  • সদায় রাধার মনে জ্বালা শুন লো সই
    সদায় রাধার মনে জ্বালা শুন লো সই। ধু কি দিয়া বান্ধিমু হিয়া, মাধবেরে না দেখিয়া, প্রাণি মোর গেল যার সনে। না দেখিলে চক্রপাণি, নিরোধ না মানে প্রাণি, দহে তনু কালা কাম বাণে।। না দেখি হরির মুখ, বিদরে দারুণি বুক, সহিতে না পারি প্রেমানল। হই লাজ নাম ছাড়া, কাঁখেত কলসী রাধা নিঃসরিল ভরিবারে জল।। হীন আলি […] keyboard_arrow_right
  • সন্ন্যাস করিয়া প্রভু গুরু নমস্করি
    সন্ন্যাস করিয়া প্রভু গুরু নমস্করি। প্রেমাবেশে বিদায় হইলা গৌরহরি।। তিন দিন রাঢ় দেশে করিলা ভ্রমণ। কৃষ্ণ নাম না শুনিয়া করয়ে রোদন।। গোপবালকের মুখে শুনি হরিনাম। প্রেমানন্দে তাহাঁ প্রভু করিলা বিশ্রাম।। শ্রীচন্দ্রশেখরে পাঠাইয়া নবদ্বীপে। নিত্যানন্দ আইলা সঙ্গে গঙ্গার সমীপে।। গঙ্গাস্নান করিয়া চলিলা শান্তিপুরে। শ্রীচন্দ্রশেখর আইলা নদীয়া নগরে।। সভাকারে কহিলেন প্রভুর সন্ন্যাস। কান্দয়ে নদীয়ার লোক কান্দে প্রেমদাস।। keyboard_arrow_right
  • সন্ন্যাসী হইয়া গেলা পুন যদি বাহুরিলা
    সন্ন্যাসী হইয়া গেলা পুন যদি বাহুরিলা আইলা নাথ নদীয়া নগরে। আমারে না দিল দেখা কি মোর করমের লেখা প্রাণ কাঁদে দেখিবার তরে।। হরি হরি গৌরাঙ্গ এমন কেনে হৈলা। সবারে সদয় হৈয়া মুই নারীরে বঞ্চিয়া এ শোকসাগরে ভাসাইলা।।ধ্রু।। এ নবযৌবন কালে মুড়াইলা চাঁচর চুলে কি জানি সাধিলা কোন সিধি। কি জানি ভারতী কে পশুবৎ পণ্ডিত সে […] keyboard_arrow_right
  • সপন দেখল হম সিবসিংঘ ভূপ
    সপন দেখল হম সিবসিংঘ ভূপ। বতিস বরস পর সামর রূপ।। বহুত দেখল গুরুজন প্রাচীন। অব ভেলহু হম আয়ু বিহীন।। সমটু সমটু নিঅ লোচন নীর। ককরহু কাল ন রাখথি থীর।। বিদ্যাপতি সুগতিক প্রস্তাব। ত্যাগ কে করুনা রসক স্বভাব।। keyboard_arrow_right
  • সপন দেখল পিয় মুখ অরবিন্দ
    সপন দেখল পিয় মুখ অরবিন্দ । তেহি খন হে সখি টুটলি নিন্দ।। আজ সগুন ফল সম্ভব সাঁচ। বেরি বেরি বাম নয়ন মোর নাচ।। আঙ্গন বইসি সগুন কহ কাক। বিরহ বিভঞ্জন দিনপরিপার।। আজ দেখব পিয় অলখক চান। বিদ্যাপতি কবিবর এহ ভান।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ