সন্ন্যাসী হইয়া গেলা পুন যদি বাহুরিলা
আইলা নাথ নদীয়া নগরে।
আমারে না দিল দেখা কি মোর করমের লেখা
প্রাণ কাঁদে দেখিবার তরে।।
হরি হরি গৌরাঙ্গ এমন কেনে হৈলা।
সবারে সদয় হৈয়া মুই নারীরে বঞ্চিয়া
এ শোকসাগরে ভাসাইলা।।ধ্রু।।
এ নবযৌবন কালে মুড়াইলা চাঁচর চুলে
কি জানি সাধিলা কোন সিধি।
কি জানি ভারতী কে পশুবৎ পণ্ডিত সে
গৌরাঙ্গে সন্ন্যাসে দিলা বিধি।।
অক্রূর আছিল ভাল রাজ বোলে লৈয়া গেল
থুইল লৈয়া মথুরা নগরী।
নিতি লোক আইসে যায় তাহাতে সংবাদ পায়
ভারতী করিল দেশান্তরী।।
এত বলি বিষ্ণুপ্রিয়া মরমে বেদনা পাঞা
ধরণীরে মাগয়ে বিদার।
বাসু বলে শুন মাই মো সম পামর নাই
তবু হিয়া বিদরে আমার।।