ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • উঠ উঠ প্রাণ-নাথ মুঞি বড় অভাগী
    উঠ উঠ প্রাণ-নাথ মুঞি বড় অভাগী। চরণে রাখহ নাথ এই বর মাগি।। তোমা বিনে অনাথিনীর আর কেহ নাই। অবশেষে পদ-তলে মোরে দিও ঠাঁই।। তোমার চরণে থাকি হইয়া নূপুর। চরণ তুলিতে বাদ্য কর সুমধুর।। যোগী মুনি আদি যত চরণ ধেয়ায়। ব্রহ্মাদি দেবতা যার অস্ত নাহি পায়।। হেন চরণারবিন্দে রাখ প্রাণনাথ। কোন কালে না ছাড়িহ অনাথিনীর সাথ।। […] keyboard_arrow_right
  • উঠু উঠু সুন্দরি জাইছি বিদেস
    উঠু উঠু সুন্দরি জাইছি বিদেস। সপনহুঁ রূপ নহি মিলত উদেস।। সে সুনি সুন্দরি উঠলি চেহায়। পহুক বচন সুনি বৈসলি ঝমায়।। উঠইত উঠলি বৈসলি মনমারি। বিরহক মাতলি খসলি হিয়হারি।। এক হাথ উবটন এক হাথ তেল। পিয়কে নমানও সুন্দরি চলিভেলি।। ভনহিঁ বিদ্যাপতি সুনু ব্রজনারি। ধৈরজ ধয় রহু মিলত মুরারি।। keyboard_arrow_right
  • উথলই কালিন্দী নীর
    উথলই কালিন্দী নীর। তাহে অতি সুখময় ধীর সমীর।। শ্রীবৃন্দাবন মাঝ। তরুণ কলপতরু তরুণ সমাজ।। তাহে বনি রতন হিঁডোর। পরিমলে ভ্রমর ভ্রমরিগণ ভোর।। বিবিধ কুসুম শোহে তায়। মৃদু মৃদু মলয় পবন করু যায়। ঝুলে বিনোদিনী বিনোদিয়া। ঝুলায়ত সখি দুহুঁ বদন চাহিয়া। চান্দনি রজনি উজোর। পিবত অমিয়ারস ভুখিল চকোর।। কোই নাচই মনোরঙ্গে। বীণা রবাব কোই বাজায়ে মৃদঙ্গ।। […] keyboard_arrow_right
  • উদসল কুন্তল ভারা
    উদসল কুন্তল ভারা। মূরতি শিঙ্গার লখিমি অবতারা।। অতিশয় প্রেম বিকারা। কামিনি করত পুরুখ বিহারা। ডোলত মোতিম হারা। যামুন জলে যৈছে দূধক ধারা।। কুচকুম্ভ পালটল বয়না। রস অমিয়া জনু ঢারল ময়না।। প্রিয়তম কর তহিঁ দেবা। সরসিজ মাঝে জনু রহল চকেবা।। ক্বন ক্বন কিঙ্কিণি বাজে। জয় জয় ডিণ্ডিম মদন সমাজে।। রসিক শিরোমণি কান। কবিরঞ্জন রস ভাণ।। keyboard_arrow_right
  • উদিত পূরণ নিশি নিশাকর
    উদিত পূরণ নিশি নিশাকর কিরণ করু তম দূরি। ভানুনন্দিনী পুলিন পরিসর শুভ্র শোভিত ভূরি।। মন্দ মন্দ সুগন্ধ শীতল চলত মলয় সমীর। ভ্রমর গণ ঘন ঝঙ্করু কত কুহরে কোকিল কীর।। বিহরে বরজ কিশোর। মধুর বৃন্দা বিপিন মাধুরী পেখি পরম বিভোর।। দেব দুলহ সুরাস মণ্ডলে বিপুল কৌতুক আজ। বংশীকর গহি অধর পরশত মোদ ভরু হিয় মাঝ।। রাধিকা […] keyboard_arrow_right
  • উমতা ন তেজএ আপনি বানি
    উমতা ন তেজএ আপনি বানি। বস সসুরা কত কর উবানি।। গঙ্গাজলে সিচু রঙ্গভূমি। পিছরি খসল হর ঘূমি ঘূমি।। অবলম্বনে গোরী তোরএ জাএ করকঙ্কন ফনি উঠ ফাঁফএ।। সবে সবতহু বোল গিরিজমাএ। বসহ চঢ়ল হর রূসল জাএ।। জমাইক পরিহন বাঘছাল। চরন ঘাঘর বাজএ মুণ্ডমাল।। ভনই বিদ্যাপতি সিব-বিলাস। গোরি সহিত হর পুরথু আস।। keyboard_arrow_right
  • ঋতু-রাজার্পিত-তোষ-তরঙ্গম্
    ঋতু-রাজার্পিত-তোষ-তরঙ্গম্। রাধে ভজ বৃন্দাবন-রঙ্গম্।। মলয়ানিল-গুরু-শিক্ষিত-লাস্যা। নটতি লতাবলিরুজ্জ্বল-হাস্যা।। পিক-ততিরিহ বাদয়তি মৃদঙ্গম্। পশ্যতি তরুকুলমঙ্কুরদঙ্গম্।। গায়তি ভৃঙ্গ-ঘটাদ্ভুত-শীলা। মম বংশীব সনাতন লীলা।। keyboard_arrow_right
  • ঋতুপতি রাতি রসিকবর রাজ
    ঋতুপতি রাতি রসিকবর রাজ। রসময় রস রভসরস মাঝ।। রসবতি রমনীরতন ধনি রাহি। রাস রসিক সহ রস অবগাহি।। রঙ্গিনি গন রস রঙ্গহি নটঈ। রনরনি কঙ্কন কিঙ্কিনি রটঈ।। রহি রহি রাগ রচয়ে রসবন্ত। রতিরত রাগিনি রমন বসন্ত।। রটতি রবাব মহতি কপিনাস। রাধারমন করু মুরলি বিলাস।। রসময় বিদ্যাপতি কবি ভান। রূপনরায়ন ভূপতি জান।। keyboard_arrow_right
  • ঋতুপতি-রাতি রসিক-বররাজ
    ঋতুপতি-রাতি রসিক-বররাজ। রসময় রাস রভস-রসমাঝ।। রসবতি রমনীরতন ধনি রাহি। রাস-রসিক সহ রস অবগাহি।। রঙ্গিনিগন রস রঙ্গহি নটঈ। রনরনি কঙ্কন কিঙ্কিনি রটঈ।। রহি রহি রাগ রচয়ে রসবন্ত। রতিরত-রাগিনি-রমন বসন্ত।। রটতি রবার মহতি কপিনাশ। রাধারমন করু মুরলি-বিলাস।। রসময় বিদ্যাপতি কবি ভান। রূপনরায়ন ভূপতি জান।। keyboard_arrow_right
  • এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি
    এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি। কারো কথা কেউ বলে না আমি একা হই কলঙ্কী।। অনেকেতে প্রেম করে এমন দসা ঘটে কারে গঞ্জনা দেয় ঘরে পরে শ্যামের পদে দিয়ে আঁখি।। তলে তলে তল গোজা যায় লোকের কাছে সতী বলায়, এমন সৎ অনেক পাওয়া যায় সদর যে হয় সেই পাতকী।। অনুরাগী রসিক হ’লে সে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ