menu
কীর্তন
তথ্য
সন্ধিনী
আমরা
কীর্তন
তথ্য
সন্ধিনী
আমরা
সুজাহাঁ দাস
ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
কত ন দিবস লএ অছল মনোরথ
কত ন দিবস লএ অছল মনোরথ হরি সয়ঁ বঢ়াওল নেহা। সে সব সফল ভেল বিহি অভিমত দেল সহজে আএল মঝু গেহা।। মাই হে জনম কৃতারথ ভেলা। বদন নিহারি অধর মধু পিবিকহু হরি পরিরম্ভন দেলা।। পীন পওধর হরখি পরসি করু নিবিবন্ধ খোএলহ্নি পানী। পুলকেঁ পুরল তনু মুদিত কুসুমধনু গাবএ সুললিত বানী।। তোয়ঁ ধনী পুনমতি সব গুন […]
keyboard_arrow_right
কত নলিনী দল সেজ সোআউবি
কত নলিনী দল সেজ সোআউবি কত দেব মলঅজ পঙ্কা। জলজ দল ন কত দেহ দেআওব তথুহু হুতাসন সঙ্কা।। কহ কইসে রাখবি তরুনী তরুন মদন পরতাপে।। চিন্তাএ করতল লীন বদন তসু দেখি উপজু মোহি ভানে। দর লোভে বিহি অপুরুব জনি সিরিজল চান্দ কমল সন্ধানে।। দারুন পচসর মুরছি ধরনি পল সুমরি সুমরি তুঅ নেহে। তোহেঁ পুরুসোতম ত্রিভুবন […]
keyboard_arrow_right
কত পন্থ কুল অন্ত নাই
কত পন্থ কুল অন্ত নাই। চৌদিকে করিল ঘোর, পন্থের না পাইলাম ওর, ওরে বিবাদে লাগিল কাল দেবা রে।। কহে সয়ৈদ সুলতানে, নৌকাকানি আনিলাম পানে, না করিলাম কোন ব্যবহার। আগেপাছে না শুনিলাম, মায়াজলে বন্দী হৈলাম, ওরে জিজ্ঞাসিলে কিদিব উত্তর ।।
keyboard_arrow_right
কত পরকার কহল যব সহচরি
কত পরকার কহল যব সহচরি তব ধনি অনুমতি দেল। নিকটহি নাহ বৈঠি যাহাঁ ভাবয়ে তুরিতে সখী তাহাঁ ভাবয়ে সবহুঁ কহল হরি পাশ। শুনইতে হরষে চলল বরনাগর পূরব সব অভিলাষ।।ধ্রু।। রাইক সমুখে রহল হরি কর জোড়ি বদনে না নিকসই বাণি। ভীতহি সঘনে সকল তনু কাঁপয়ে কত সাধস অনুমানি।। তবহুঁ সুধামুখি বয়ন না হেরয়ে মনহি বিচারল কান। […]
keyboard_arrow_right
কত ভাবে ডাকি গো প্রভু শুনেও কি শোন না
কত ভাবে ডাকি গো প্রভু শুনেও কি শোন না। দিবানিশি কাঁদি বসি দেখে ও কি দেখ না।। দয়া যারে কর তারে কর আমারে কাঁদায়ে মার। আমি আকুলে ডুবিয়া মরি কই করলেরে করুণা অকুলে ডুবিয়া মরি ডাকি এগো দয়াল হরি। দীন দুঃখীর দুঃখ তুমি বুঝে ও কি বুঝ না।। কত জনে করলে দয়া আমায় না দিলে […]
keyboard_arrow_right
কতদিন মাধব রহব মথুরাপুর
কতদিন মাধব রহব মথুরাপুর কবে ঘুচব বিহি বাম। দিবস লিখি লিখি নখর খোয়ায়লুঁ বিছুরল গোকুল নাম।। হরি হরি কাহে কহব এ সম্বাদ। সোঙরি সোঙরি নেহ খিন ভেল মঝু দেহ জীবনে আছয়ে কিবা সাধ।। পুরুব পিয়ারি নারি হাম আছিলুঁ অব দরসনহুঁ সন্দেহ। ভমর ভমএ ভমি সবহুঁ কুসুমে রমি ন তেজঅ কমলিনি নেহ।। আশ-নিগড় করি জিউ কত […]
keyboard_arrow_right
কতদিনে ঘুচব ইহ হাহাকার
কতদিনে ঘুচব ইহ হাহাকার। কতদিনে ঘুচব গুরুআ দুখভার।। কত দিনে চাঁদ কুমুদে হব মেলি। কতদিনে ভ্রমরা কমলে করু কেলি।। কতদিনে পিয়া মোরে পুছব বাত। কবহুঁ পয়োধরে দেওব হাত।। কতদিনে করে ধরি বৈসাওব কোর। কতদিনে মনোরথ পূরব মোর।। বিদ্যাপতি কহ সুন বরনারি। ভাগউ সকল দুখ মিলত মুরারি।।
keyboard_arrow_right
কতদিনে ঘুচব ইহ হাহাকার
কতদিনে ঘুচব ইহ হাহাকার। কতদিনে ঘুচব গুরুআ দুখভার।। কত দিনে চাঁদ কুমুদে হব মেলি। কতদিনে ভ্রমরা কমলে করু কেলি।। কতদিনে পিয়া মোরে পুছব বাত। কবহুঁ পয়োধরে দেওব হাত।। কতদিনে করে ধরি বৈসাওব কোর। করদিনে মনোরথ পূরব মোর।। বিদ্যাপতি কহ সুন বরনারি। ভাগউ সকল দুখ মিলত মুরারি।।
keyboard_arrow_right
কতহুঁ যতন করি সাধল দোতি
কতহুঁ যতন করি সাধল দোতি। যৈছনে ধনি চিত দরবিত হোতি।। যোই নিকুঞ্জে বিষাদই কান। তহিঁ ধনি ভামিনি কয়ল পরান।। পদ দুই চারি চলই পুন থারি। ধৈরজ চীত ধরই নাহি পারি।। মানিনি গরগর অন্তর থোর। ঐছন পাওল কুঞ্জকি ওর।। যতনহি কানুসমূখ নাহি গেল। যৈছন পুরুব মূগধি সম ভেল।। সহচরিগণ তব করই বিষাদ। কো বিহি ঘটায়স ইহ […]
keyboard_arrow_right
কতহুঁ যতনে দুহুঁ নিজ নিজ মন্দিরে
কতহুঁ যতনে দুহুঁ নিজ নিজ মন্দিরে বিমনহি করত পয়ান। দুহুঁক নয়ন গল প্রেম-বিচ্ছেদ-জল দারুণ দৈব বিহান।। দেহ রাধামাধব প্রেম। ঐছন ঘটন কতহিঁ নাহি হেরিয়ে যৈছন লাখবাণ হেম।।ধ্রু।। পদ আধ চলত খলত পুন ফীরত কাতরে নেহারই মুখ। একহি পরাণ দেহ পুন ভিন ভিন অতয়ে সে মানয়ে দুখ।। তিল এক বিরহ কলপ করি মানই গায়ই দুহুঁ পরসঙ্গ। […]
keyboard_arrow_right
<
1
…
73
…
363
>
search
অভিসার
আক্ষেপানুরাগ
কুঞ্জভঙ্গ
খণ্ডিতা
গীতগোবিন্দ
গোষ্ঠলীলা
দানলীলা
দূতী
ধেনুবৎস শিশুহরণ
নৌকাখন্ড
পূর্বরাগ
বংশীখণ্ড
বিপরীত বিলাস
বিরহ
বৃন্দাবনখন্ড
ব্রজবুলি
বড়াই
বড়াই-বচন--শ্রীরাধার প্রতি
মাথুর
মাধবের প্রতি দূতী
মান
মানভঞ্জন
মিলন
রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ
রাধা বিরহ
রাধিকার মান
লখিমাদেবি
শিবসিংহ
শ্রীকৃষ্ণকীর্তন
শ্রীকৃষ্ণের উক্তি
শ্রীকৃষ্ণের পূর্বরাগ
শ্রীকৃষ্ণের মান
শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য
শ্রীগুরু-কৃপার দান
শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি
শ্রীরাধার উক্তি
শ্রীরাধার প্রতি
শ্রীরাধার প্রতি দূতী
শ্রীরাধার রূপবর্ণনা
শ্রীরাধিকার পূর্বরাগ
শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস
সখীতত্ত্ব
সখীর উক্তি
সামোদ-দামোদরঃ
হর-গৌরী বিষয়ক পদ