তপত কাঞ্চন জিনি গোপ বসুদাম। অরুণ বসন পরে গলে ফুলদাম।। ডাহিনে টালনী বাঁধে লটপট পাগ। চম্পকের মালা তাহে নানা ফুলরাগ।। উপরে দুলিছে ফুল অঙ্গে ফুলডাল। মৃগমদ চন্দনেতে রঞ্জিত কপাল।। নানা আভরণ অঙ্গে মাণিক্য রতন। সর্বাঙ্গ ভূষিয়া শোভে অগুরু চন্দন।। সুধাময় তনুখানি নাটুয়ার ছান্দ। অঙ্গ নিরখিয়ে মুগ্ধ পূর্ণিমার চান্দ।। ঘন ঘন মুরলী বাজায় মনোহর। হাসির হিলোলে […]
keyboard_arrow_right