ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • শুন হে নাগর গুণমণি
    শুন হে নাগর গুণমণি। সায়রে ফেলিব বিনোদিনী।। এ কুল ও কুল নাহি তাথে। ভাসাইলা মাঝ দরিয়াতে।। এত যদি ছিল তোর মনে। তবে প্রেম বাচাইলা কেনে।। পরিহর কি দোষ দেখিয়া। তবে তুমি যাইবে ছাড়িয়া।। কে তোমা লইয়া যেতে পারে। স্ত্রীবধ পাতকী দিব তারে।। সেই জন দেখিব কেমন। পরবধ করিতে যতন।। দোষ গুণ আগেতে বিচারি। তবহু যাইবে […] keyboard_arrow_right
  • শুন হে নাগর রায়
    শুন হে নাগর রায়। কি বলিব রাঙ্গা পায়।। আমরা কুলের ঝি। তোমারে বলিব কি।। যে ভজে তোমার পায়। যে জন তোমারে ধ্যায়।। আন কি জানিয়ে মোরা। তুমি নয়নের তারা।। যে বল সে বল মোরে। ছাড়িতে নারিব তোরে।। তোমার মুরলী শুনি। ধাইয়ে আইনু আমি।। শুন হে পুরুষ ভূষণ। তুয়া মুখে এমন বচন।। কি বলিব আমরা অবলা। […] keyboard_arrow_right
  • শুন হে নাগর রায়
    শুন হে নাগর রায়। তোমার উচিত এই নহে চিত এক কথা কহিব কায়।। তোমার কারণ সব তেয়াগিনু কুলেতে দিয়াছি ডোর। অবলা অখলে হেন করিবারে এ নহে উচিত তোর।। আমরা স্বপনে আন নাহি জানি কেবল দুখানি পায়। এতেক বেদন তোমার কারণ শুন হে নাগর রায়।। সকল তেজিনু তবু না পাইনু হৃদয় কঠিন বড়ি। হাসিয়া হাসিয়া বঙ্কিমে […] keyboard_arrow_right
  • শুন হে নাগর শরণ যে লয়
    শুন হে নাগর শরণ যে লয় তারে সে এমন কর। সরল হৃদয় সরল স্বভাবে সবারে করিয়া জর।। শ্যাম শ্যাম বলি শ্যামরী সকল শ্যামল হইয়া গেল। সঘনে সঘনে সে গুণ ভাবিতে কুলে তিলাঞ্জলি দিল।। সুজন পীরিতি সুখের আরতি সে ভেল গরলময়। সুখ দূরে গেল দুখ অবশেষ মরণ হইল ভয়।। সময় হইল দশমী দশার এই সে সকল […] keyboard_arrow_right
  • শুন হে ভ্রমর কেন বা ঝঙ্কারো
    শুন হে ভ্রমর কেন বা ঝঙ্কারো তোমার কালিয়া তনু। তোমারে দেখিয়ে বাঢ়ল বিষাদ বিয়োগ উঠিল দুনু।। ঝাট চলি যাও কেন দুখ দাও চমকে আমার হিয়া। যাহ বৃন্দাবনে নিকুঞ্জ-ভবনে যথায় রসের প্রিয়া।। সেইখানে গিয়া ফুলে মধু খেয়া থাকহ যেখানে কানু। হেথা কেন তুমি মধুর লালসে তোমার কালিয়া তনু।। কালিয়া বরণ দেখি মোর মন দ্বিগুণ জ্বলিয়া যায়। […] keyboard_arrow_right
  • শুন হে সুবল সখা আর কি হইবে দেখা
    শুন হে সুবল সখা আর কি হইবে দেখা পাসরিতে নারি সুধামুখী। এ কথা কহিব কায় কেবা পরতীত যায় মোর প্রাণ আমি তার সাখী।। সখা ভাবিতে ভাবিতে তনু শেষ। না জানি কি করে বিধি যদি কার্য্য নহে সিধি আনলে করিব পরবেশ।।ধ্রু।। শুনিয়া সুবল কয় কিছু না করিহ ভয় অবিলম্বে আনি দিব তারে। পূরিবে তোমার আশ তবে […] keyboard_arrow_right
  • শুন, নন্দঘোষ, আমার বচন
    “শুন, নন্দঘোষ, আমার বচন জ্বালহ আনল ভালি। তাহে প্রবেশিব যশোদা রোহিণী দেহ-ত আনল জ্বালি।।” কেহ বলে–“যদি কৃষ্ণ নাহি এলা বিসরি রহল গেহা। কি ছার জীবন কিসের কারণ এখনি তেজিব দেহা।। যাহার লাগিয়া এ ঘর-করণ সেই সে রহল দূরে। নয়নের তারা পরাণ দোসর বাঁচিব কাহার তরে।।” কান্দে নন্দঘোষ যশোদা রোহিণী সঙ্গের বালক যত। পুরবাসিগণ যত গোয়ালিনী […] keyboard_arrow_right
  • শুন, রসমই রাধা
    “শুন, রসমই রাধা। চল সব গোপী বিলম্ব না কর কেন বা করিছ বাধা।। দেখ আগে হৈয়া পশরা লইয়া দানী কি বলে কি চায়। তবে সে সকল যা জানি করিব যে আছে মোর হিয়ায়।।” বড়াই বচনে যত গোপীগণে চলিলা কদম্বতলে। “রহ রহ বলি শুন গোয়ালিনী” দানী সে ডাকিয়ো বলে।। ”বহু দিন রাধে ছলায়াছ সাধে আজু সে […] keyboard_arrow_right
  • শুন, শুন হে রসিক রায়
    “শুন, শুন হে রসিক রায়। তোমারে ছাড়িয়া যে সুখে আছিনু নিবেদি যে তুয়া পায়।। না জানি কি ক্ষেণে কুমতি হইল গৌরবে ভরিয়া গেনু। তোমা হেন বঁধু হেলায় হারায়ে ঝুরিয়া ঝুরিয়া মনু।। জনম অবধি মায়ের সোহাগে সোহাগিনী বড় আমি। প্রিয় সখীগণ দেখে প্রাণ সম পরাণ বঁধুয়া তুমি।। সখীগণ কহে শ্যাম-সোহাগিনী গরবে ভরয়ে দে। হামারি গৌরব তুহু […] keyboard_arrow_right
  • শুনইতে উলসিত সব অঙ্গ মোর
    শুনইতে উলসিত সব অঙ্গ মোর। ভেটব সমরে ধীর সখি তোর।। সঙ্গর-রঙ্গ হৃদয়ে মঝু আছ। আগে তুহু সরবি সরব হাম পাছ।। এ সখি এ সখি তুহুঁ নাহি ডরবি। হামারি বীরপণ দেখি কিয়ে মরবি।। সিংহ মতঙ্গ কুরঙ্গ নহ কোই। ত্রিভুবন-শোহন-মোহন হোই।। ঋতুপতি-কোটি ছোটি করি জান। মনমথ-কোটি-মথন হাম কান।। কি করব মধুকর মন্ত্র উচার। শ্যাম-ভ্রমর যাহাঁ কমল বিহার।। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ