ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • উঠিতে কিশোরী বসিতে কিশোরী
    উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী হইল সারা। কিশোরী ভজন কিশোরী পূজন কিশোরী নয়ানতারা।। গৃহমাঝে রাধা কাননেতে রাধা রাধাময় সব দেখি। শয়নেতে রাধা গমনেতে রাধা রাধাময় হল আঁখি।। স্নেহেতে রাধিকা প্রেমেতে রাধিকা রাধিকা আরতি পাশে। রাধারে ভজিয়া রাধাবল্লভ নাম পেয়েছি অনেক আশে।। শ্যামের বচন মাধুরী শুনিয়া প্রেমানন্দে ভাসে রাধা। চণ্ডীদাস কহে দোঁহার পীরিতি পরাণে পরাণে বাঁধা।। keyboard_arrow_right
  • উঠিতে কিশোরী বসিতে কিশোরী
    উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী গলার হার। কিশোরী ভজন কিশোরী পূজন কিশোরী-চরণ সার।। শয়নে স্বপনে গমনে কিশোরী ভোজনে কিশোরী আগে। করে করে বাঁশী ফিরি দিবানিশি কিশোরীর অনুরাগে।। কিশোরী-চরণে পরাণ সঁপেছি ভাবেতে হৃদয় ভরা। দেখো হে কিশোরি অনুগত জনে করো না চরণ-ছাড়া।। কিশোরীর দাস আমি পীতবাস ইহাতে সন্দেহ যার। কোটি যুগ যদি আমারে ভজয়ে বিফল ভজন […] keyboard_arrow_right
  • উঠিতে কিশোরী বসিতে কিশোরী
    উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী নয়ান-তারা। কিশোরী ভজন কিশোরী পূজন কিশোরী গলার হারা।। রাধে, ভিন না ভাবিহ তুমি। সব তেয়াগিয়া ও রাঙ্গা চরণে শরণ লইনু আমি।। শয়নে স্বপনে ঘুমে জাগরণে কভু না পাসরি তোমা। তুয়া পদাশ্রিত করিয়ে মিনতি সকলি করিবা ক্ষমা।। গলায় বসন আর নিবেদন বলি যে তুহারি ঠাঁই। চণ্ডীদাস ভণে ও রাঙ্গা চরণে দয়া […] keyboard_arrow_right
  • উড় পিক আপনার মনে
    * * * * * * “উড় পিক আপনার মনে। যাহ উড়ি মাথুর গমনে।। জোথা বসি চতুর মুরারি। * * * * * ।। তোথা কুহু রব করি বল। ; পঞ্চস্বরে করে উত্তরোল।।” অতি মতি শুনিঞা রসাল । পিক পানে চাহে নন্দলাল।। “আজু দেখি পঞ্চস্বরে গান। হেতু কিছু জানি অনুমান।। কহ কহ পিকবর বানি। কি […] keyboard_arrow_right
  • উদ ভাদর দিন নিরখিতে তনু খিণ
    উদ ভাদর দিন নিরখিতে তনু খিণ দারুণ দুরদিন মান। বিরহ-হিলোলহি দর দর অন্তর দোলত চপল পরাণ।। তুয়া বিনু দিগুণ শূন সব মন্দির মনমথ-তূণ সমান। একল বিকল সকল নিশি বিলপই অবিরত ঝরয়ে নয়ান।। keyboard_arrow_right
  • উহাঁর নাম করো না, নামে মোর নাহি কাজ
    উহাঁর নাম করো না, নামে মোর নাহি কাজ। উনি করেছেন ধর্ম্ম নষ্ট,ভুবন ভরি লাজ।। উনি নাটের গুরু,সই,উনি নাটের গুরু। উনি করেছেন কুলের বাহির নাচাইয়া ভুরু।। এনে চন্দ্র হাতে দিলে যখন ছিল উহাঁর কাজ। এখন উহাঁর অনেক হল,আমরা পেলাম লাজ।। কহে বড়ু চণ্ডীদাস বাশুলী আদেশে। উহাঁর সনে লেহ করে তনু হৈল শেষে।। keyboard_arrow_right
  • উহাঁর নাম করো না নামে মোর নাহি কাজ
    উহাঁর নাম করো না নামে মোর নাহি কাজ। উনি করেছেন ধর্ম্ম নষ্ট ভুবন ভরি লাজ।। উনি নাটের গুরু সই উনি নাটের গুরু। উনি করেছেন কুলের বাহির নাচাইয়া ভুরু।। এনে চন্দ্র হাতে দিলে যখন ছিল উঁহার কাজ। এখন উহাঁর অনেক হল আমরা পেলাম লাজ।। কহে বড়ু চণ্ডীদাস বাশুলী আদেশে। উহাঁর সনে লেহ করে তনু হৈল শেষে।। keyboard_arrow_right
  • ঋতুপতি যামিনি কালিন্দি তীর
    ঋতুপতি যামিনি কালিন্দি তীর। বিকসিত ফুলচয় কুঞ্জ কুটীর।। কোকিল কুল করু পঞ্চম গান। গুঞ্জরি চঞ্চরি করু মধুপান।। চান্দনি রজনি উজোরল তায়। সুমলয় পবন বহই মৃদু বায়।। ঐছন সময়ে বিহরে মঝু নাহ। কি করব অব হাম মন্দির মাহ।। সো মুখ যব মঝু উপজয়ে চীত। অতি উতকণ্ঠিত না মানয়ে ভীত।। কতয়ে মনোরথ মন মাহা হোয়। কৈছন রভসে […] keyboard_arrow_right
  • ঋতুপতি রয়নি বিলাসিনি কামিনি
    ঋতুপতি রয়নি বিলাসিনি কামিনি আলসে ঢুলু ঢুলু আঁখি। কাঞ্চন বরণ হরণ তনু অরুণিত মধুর মধুর মৃদু ভাখি।। সব সহচরিগণ আওল তৈখন এক জন করয়ে পুছারি। কহ ধনি কৈছনে গিরিবরধর সনে কালি খেললি পিচকারি।। পদ্মা সহচরি কৈছনে বাঁচলি বাঁচলি তুমুল সংগ্রামে। গৃহপতি সেবন কাজে রহলুঁ তব যাই না পেখলুঁ হামে।। শুনি তব রসবতি হরিষে ভরল মতি […] keyboard_arrow_right
  • ঋতুরাজ ব্রজসমাজ হোরি রঙ্গে রঙ্গিয়া
    ঋতুরাজ ব্রজসমাজ হোরি রঙ্গে রঙ্গিয়া ।।ধ্রু।। নাগরিবর হোরিরঙ্গ- উনমতচিত শ্যামসঙ্গ নাচত কত ভঙ্গিয়া।।ধ্রু।। গাওত কত রসপ্রসঙ্গ বাওত কত বিণ মোচঙ্গ থৈয়া থৈ মৃদঙ্গিয়া।। চঞ্চল গতি অতি সুরঙ্গ নিরখি ভূলে কত অনঙ্গ সঙ্গতি সব সুরঙ্গিয়া। সরমণ্ডল স্বর অভঙ্গ বিবিধ যন্ত্র জলতরঙ্গ মধুর সর উপাঙ্গিয়া।। খেলি গুলাল অঙ্গ লাল সুন্দর বর দ্যুতি রসাল রঙ্গিণিগণ সঙ্গিয়া। ব্রজবধূগণ ধরত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ