• কর মন ভারি ভুরি যত কিছু চাতুরী
    কর মন ভারি ভুরি যত কিছু চাতুরী কিছুতেই না হবে সুসার। বড়াই করিবে যত সকলি হইবে হত কিছুতেই নাহিক নিস্তার।। ধনজন যৌবন সব হবে অকারণ বিদ্যাবুদ্ধি যাবে রসাতল। যদ্যপি মঙ্গল চাও শুন মোর মাথা খাও ভজ হরি চরণ কমল।। হরির চরণ বিনে নাহি গতি দীনহীনে হরিপদ দীনের সম্পদ। বদনে বল রে হরি অনায়াসে যাবে তরি […] keyboard_arrow_right
  • ছিলা জীব বাল্যকালে আচ্ছন্ন অজ্ঞানজালে
    ছিলা জীব বাল্যকালে আচ্ছন্ন অজ্ঞানজালে না জানিতা উত্তর দক্ষিণ। পৌগণ্ডেতে হাতে খড়ি বিদ্যা লাগি দৌড়াদড়ি হরি না ভজিলা একদিন।। কিশোর বয়সকালে বিদ্যামদে মত্ত ছিলে তর্কশাস্ত্রে হইলা পণ্ডিত। তর্করূপ মায়াজালে বাঁধা পৈলা হাতে গলে চরম না ভাবিলা কিঞ্চিত।। যৌবনে কামের বশে মজিলা কামিনী-রসে নষ্ট কৈল কামিনী কাঞ্চনে। উপজিল দুরমতি কামে ধনে গেল মতি সুমতি না লভিলা […] keyboard_arrow_right
  • জান্যা শুন্যা কৃষ্ণপদ না করে ভাবনা
    জান্যা শুন্যা কৃষ্ণপদ না করে ভাবনা। পুনঃ পুন পায় সেই গর্ভের যন্ত্রণা।। একবার জনময়ে আর বার মরে। তথাপিও হরিপদ ভজন না করে।। থাকিয়া মায়ের গর্ভে পায় নানা বেথা। তখন পড়য়ে মনে শত জন্মের কথা।। ঊর্ধ্বপদে হেট-মাথে রহয়ে বন্ধনে। বিপদ সময়ে তখন কৃষ্ণ পড়ে মনে।। জন্মমাত্র পড়ে মহামায়ার বন্ধনে। ভজিতে কৃষ্ণের পদ না পড়য়ে মনে।। শতেক […] keyboard_arrow_right
  • প্রথমে জননীকোলে স্তনপান কুতূহলে
    প্রথমে জননীকোলে স্তনপান কুতূহলে অজ্ঞান আছিলুঁ মতিহীন। তবে ত বালক সঙ্গে খেলাইলুঁ নানা রঙ্গে এমতি গোঙাইলুঁ কত দিন।। দ্বিতীয় সময় কাল বিকার ইন্দ্রিয়জাল পাপ পুণ্য কিছুই না ভায়। ভোগবিলাস নারী এ সব কৌতুক করি তাহা দেখি হাসে যমরায়।। তৃতীয় সময় কালে বন্ধন সে হাতে গলে পুত্র কলত্রে গৃহবাস। আশা বাঢ়ে দিনে দিনে ত্যাগ নাহি হয় […] keyboard_arrow_right
  • বুঢ়া তুমি কি আর গরব ধর
    বুঢ়া তুমি কি আর গরব ধর। এ ভব সংসার- সাগর তরিতে হরিনাম সার কর।। পাকিল কুন্তল গায়ে নাহি বল কাঁকালি হইল বঙ্কা। হাতে নড়ি করি যাও গুড়ি গুড়ি হুড়ি পড়িবারে শঙ্কা।। সন্ধ্যায় শয়ন কাস ঘন ঘন সঘনে ডাকিছে গলা। আবৃত বসন ঘুচাইয়া দেখ উদিত হৈয়াছে বেলা।। শ্বাস যে রোদন লঘ্বি ঘনে ঘন সঘনে পিবহ পানী। […] keyboard_arrow_right
  • ভাই রে সাধুসঙ্গ কর ভাল হৈয়া
    ভাই রে সাধুসঙ্গ কর ভাল হৈয়া। এ ভব তরিয়া যাবা মহানন্দ সুখ পাবা নিতাই চৈতন্য গুণ গাইয়া।। চৌরাশি লক্ষ জনম ভ্রমণ করিয়া শ্রম ভালই দুর্ল্লভ দেহ পাইয়া। মহতের দায় দিয়া ভক্তিপথে না চলিয়া জন্ম যায় অকারণে বৈয়া।। মালা মুদ্রা করি বেশ ভজনের নাহি লেশ ফিরি আমি লোক দেখাইয়া। মহাকালের ফল লাল দেখিতে সুরঙ্গ ভাল মরি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ