• বাজে দিগ দিগ থৈ থৈয়া হোরি রঙ্গে
    বাজে দিগ দিগ থৈ থৈয়া হোরি রঙ্গে।।ধ্রু।। কিশোর কিশোরি সখিনি মেলি তপনতনয়া তীরে কেলি সুখময় অতি মধু ঋতুপতি রতিপতি তথি সঙ্গে।। মসৃণ ঘুসৃণ চুবক চন্দন যন্ত্ররন্ধ্রে বরিখে সঘন অরুণ বসন লুলিত রসন শ্রমজল গল অঙ্গে। বীণ মুরজ সর উপাঙ্গ দ্রিমিকি দ্রিমিকি দ্রিমি মৃদঙ্গ চঞ্চল গতি খঞ্জন জিতি নৃত্যতি অতি ভঙ্গে।। গাওয়ে গমকে গোপি মেলি গৌর […] keyboard_arrow_right
  • বিহরে শ্যাম নবিন কাম
    বিহরে শ্যাম নবিন কাম নবিন বৃন্দা বিপিন ধাম সঙ্গে নবিন নাগরিগণ নব ঋতুপতি রাতিয়া। নবিন গান নবিন তান নবিন নবিন ধরই মান নোতুন গতি নৃত্যতি অতি নবিন নবিন ভাতিয়া।। ইষত সরস মধুর ভাষ সরসে পরশে করু বিলাস রসবতি ধনি রস শিরোমণি সরস রভসে মাতিয়া। সরস কুসুম সরস সুষম সরস কাননে ভেলি ভূষণ রসে উনমত ঝঙ্কৃতি […] keyboard_arrow_right
  • মধুর শ্রীবৃন্দাবনে ঋতুপতি বিহরণে
    মধুর শ্রীবৃন্দাবনে ঋতুপতি বিহরণে তরুলতা প্রফুল্লিত সব। ফল ফুলে নম্র ডাল পুষ্পোদ্যান-শোভা ভাল কোকিল ভ্রমর শিখি রব।। হোরি রঙ্গে উনমত নানা যন্ত্র চমৎকৃত গায় বায় বিলসয়ে শ্যাম। রাই নিজ গৃহে থাকি অনুরাগে ডগমগি গমন ইচ্ছুক সোই ঠাম।। সখী সঙ্গে বিনোদিনী কান্তি জিনি সৌদামিনী তাহে চিত্র অরুণ বসন। যৈছে চলে পূর্ণচন্দ্র সঙ্গে লৈয়া তারাবৃ্ন্দ তৈছে ধনী […] keyboard_arrow_right
  • যূথহি যূথ রমণিগণ মাঝ
    যূথহি যূথ রমণিগণ মাঝ। বিহরই নাগরি নাগর-রাজ।। বরিখত চন্দন কুঙ্কুম পঙ্ক। নাচত গাওত পরম নিশঙ্ক।। ঋতুপতি রয়নি উজোরল চন্দ। পরিমল ভরি বহ মারুত মন্দ।। বাওত কত কত যন্ত্র রসাল। কত কত ভাতি ধরই করে তাল।। সারি শুক শিখিকুল কোকিল রাব। সৌরভে মধুকর মধুকরি ধাব।। অপরূপ দুহুঁ জন অতনুবিলাস। গোবর্দ্ধন হেরি বাঢ়য়ে উলাস।। keyboard_arrow_right
  • শুন শুন আজুক কৌতুক কাজ
    শুন শুন আজুক কৌতুক কাজ। মীলল যব হাম নাগর রাজ।। চন্দ্রাবলী নিজ সহচরি মেলি। আওল কানু সঞে করইতে কেলি।। তৈখনে দুর সঞে হেরলুঁ হাম। যূথহি যূথ কয়ল এক ঠাম।। ভদ্রাদিক আসি মীলল মোয়। বহুতর ফাগু উড়ায়ল সোয়।। ফাগু রজে সকল করলুঁ আন্ধিয়ার। নারি পুরুষ কোই লখই না পার।। ঐছনে কানুক মাঝহি ঘেরি। আনলুঁ নিধুবনে সো […] keyboard_arrow_right
  • শ্রমজলে ঢর ঢর দুহুঁক কলেবর
    শ্রমজলে ঢর ঢর দুহুঁক কলেবর ভীগল অরুণিম বাস। রতন বেদী পর বৈঠল দুহুঁ জন খরতর বহই নিশ্বাস।। আনন্দ কহই না যায়। চামর করে কোই বীজন বীজই কোই বারি লেই যায়।।ধ্রু।। চরণ পাখালই তাম্বুল যোগায়ই কোই মোছায়ই ঘাম। ঐছন দুহুঁ তনু শিতল কয়ল জনু কুবলয় চম্পক দাম।। আর সহচরিগণে বহুবিধ সেবনে শ্রমজল কয়লহিঁ দূর। আনন্দ সায়রে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ