• যত প্রবোধিয়ে মনে প্রবোধ নাহিক মানে
    যত প্রবোধিয়ে মনে প্রবোধ নাহিক মানে প্রাণ কান্দে অহোনিশি তায়। দিবা নিশি খেনে খেনে সদাই পড়িছে মনে সেই মোর গোপীনাথ রায়।। শ্যাম নাগর বিনে আর জীমু না। কার লাগি থোব আর এরূপ যৌবন ভার প্রবেশিব যাইয়া যমুনা।। অকৈতব প্রেম করি মোরে গেল পরিহরি ধৈরজ ধরিতে নারে দেহা। অসম্ভব রস যত তাহা বা কহিব কত পাসরিতে […] keyboard_arrow_right
  • সই গো আমার মনেতে কিছু ভায় না
    সই গো আমার মনেতে কিছু ভায় না। নন্দ গোপ সুত বিনে আর কিছু চায় না।। শ্যামসুন্দর নবযুবা পীতবাস পরে। নানা আভরণ অঙ্গে ঝলমল করে।। চূড়া শিখীচান্দ গুঞ্জা সুচাঁচর কেশ। ত্রিভঙ্গ মুরলীধর নটবর বেশ।। মুখচান্দ ঝলমল অলক তিলকে। হাসিতে দশনপাঁতি মুকুতা ঝলকে।। শ্রবণে দুলিছে কিবা মকর কুণ্ডল। সঘনে ফিরাইছে দুটি নয়নকমল।। মধুর মধুর কথাগুলি অমৃত বরিষে। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ