সই গো আমার মনেতে কিছু ভায় না।
নন্দ গোপ সুত বিনে আর কিছু চায় না।।
শ্যামসুন্দর নবযুবা পীতবাস পরে।
নানা আভরণ অঙ্গে ঝলমল করে।।
চূড়া শিখীচান্দ গুঞ্জা সুচাঁচর কেশ।
ত্রিভঙ্গ মুরলীধর নটবর বেশ।।
মুখচান্দ ঝলমল অলক তিলকে।
হাসিতে দশনপাঁতি মুকুতা ঝলকে।।
শ্রবণে দুলিছে কিবা মকর কুণ্ডল।
সঘনে ফিরাইছে দুটি নয়নকমল।।
মধুর মধুর কথাগুলি অমৃত বরিষে।
সদাই বাঞ্ছিয়ে তার পরশ পরশে।।
অঙ্গ ভঙ্গ মধুরিমা লাবণ্য সুলীলা।
হিয়ার মাঝারে দোলে বনফুলের মালা।।
আরতি পিরীতি ভজি তাহারে দেখিয়া।
এ গোপীচরণ দাসে রইল বিকাইয়া।।