কানু সে জীবন ধন মোর। তোমরা যতেক সখী, ঘরে যাই কুল রাখি, শ্যাম রসে হয়্যাছি বিভোর।। গুরু গরবিত ঘরে, যে বলু সে বলু মোরে, ছাড়ে ছাড়ুক গৃহপতি। সকল ছাড়িয়া মুঞি, শরণ লইনু গো, কি করিব ঘরের বসতি।। যত ছিল অভিমান, সতী কুলবতী নাম, সব হরি নিল শ্যাম রায়। কহত পরাণ সখি, অঙ্গেতে অঞ্জন মাখি, আন […]
keyboard_arrow_right