কুঞ্জ মন্দির মাহা, বৈঠলি সুন্দরী দিনকর দু’পহর ঠানে। যব হাম পুছলু পিরীতি সম্ভাষণ প্রেমজল ভরল নয়ানে।। মাধব ! তুয় অনুরাগিনী রাধা। তুয়া পরসঙ্গে, অঙ্গ সব পুলকিত, না মানয়ে গুরুজন-বাধা।। ভাবে ভরল তনু, পুন পুন কাঁপই, পুন পুন শ্যামর গোরী। পুন পুছত পুন, দিগ নেহারত, ভূমে শুতই পুন বেরি।। ফুয়ল কবরী, উরহি লোটায়ত, কোরে করত তুয় […]
keyboard_arrow_right