রাই কানু মেলি প্রহেলি আলাপন রাগ-তাল-যুত গান। বহুবিধ সুনটন রাস-লাস্য অরু করি কত বিবিধ-বিধান।। দেখ দেখ অদভুত সখিগণ-ভাব। দুহুঁক উলাসহি উলসিত অন্তর মানই কত কত লাভ।।ধ্রু।। দুহুঁকর মানস রতি-গত হোয়ল অনুমানি পরম আনন্দ। যৈছন উহ রস হোয়ত সমাপন ঐছন করু পরবন্ধ।। রতি-সুখ-শেজ- আদি সমাপন আনছলে কয়ল পয়ান। অদভুত বৈদগধি অদভুত গুণগান করু রাধামোহন গান।।
keyboard_arrow_right