রতি-রঙ্গ উচিত শয়নহি নাগর
যাচত বিপরিত কেলি।
অনুনয় কতহুঁ করয়ে জনি হসি হসি
মুখহি মুখহি করি মেলি।।
শুন হসি শশি-মুখি লাজহি কুঞ্চিত
অবনত করত বয়ান।
জিয়ইতে উপবাসি দারিদ যৈজন
মাগয়ে ভোজন পান।।
দেখ দেখ বৈদগধি-রঙ্গ।
কামকলা-গুরু রসিক-শিরোমণি
না ছোড়ই সো রস ঢঙ্গ।।
পাদ পরশি পুন রাই মানায়ল
নিজ সুখ বহুত জানাই।
ভণ রাধামোহন তছু সুখে সুখি উহ
অতয়ে সো হোত রাধাই।।