• শুন শুন পরাণের সই।
    শুন শুন পরাণের সই। তুমি সে দুখের দুখি তেঞি তোরে কই।। সদা চিত উচাটন বন্ধুর লাগিয়া। সদাই সোঙরে প্রাণ গর গর হিয়া।। সদাই পুলক গায়ে আঁখে ঝরে জল। আধ তিল না দেখিলে পরাণ বিকল।। কি করিব কোথা যাব থির নহে মন। তাহে আর ননদী বলয়ে কুবচন।। তাহে ধিক দুখ দেয় এ পাড়াপড়সী। বন্ধুর লাগিয়া মুঞি […] keyboard_arrow_right
  • শুন শুন প্রেমবিনোদিনী সাই।
    শুন শুন প্রেমবিনোদিনী সাই। কানু রসিক যৈছে কি কহব তুয়া আগে ঐছন দেখি শুনি নাই।।ধ্রু।। কপূর বাসিত তাম্বুল লেই নিজ করে যতনে দেই মঝু বয়ানে। সো শেষ লেই শির হৃদয়ে বুলাওই পানি ভরল দুহুঁ নয়ানে।। গদগদ বচন পুলক ভেল সব তনু যুগল চরণমম পরশে। খণে কম্পই খণে ঝম্পই পুনপুন কি কহব আরতি বিশেষে।। খণে কহে […] keyboard_arrow_right
  • শুন শুন বিনোদিনী রাই
    শুন শুন বিনোদিনী রাই। তোহে পুন কহিয়ে বুঝাই।। কানুক ভাব যব হোই। হিয়া মাহা রাখবি গোই।। কোই জনু লখই না পার। বেকত করবি কুলাচার।। কানু উয়ব হিয় মাহা। আন ছলে বিছুরবি তাহা।। গুরু দুরুজন তুয়া পাপ। দেখিলে দেওব বহু তাপ।। থীব করবি সদা চীত। ঐছন কুলবতি-রীত।। পুন জনি ভাবহ আন। ইহ কবিশেখর ভাণ।। keyboard_arrow_right
  • শুন শুন মাধব বিদগধ রাজ
    শুন শুন মাধব বিদগধ রাজ। ধনি যদি দেখবি না সহে বেয়াজ।। নব কিশলয় দলে সুতলি বর নারি। বিষম কুসুম শর সহই না পারি।। হিম কর চন্দন পবন ভেল আগি। জীউ ধরয়ে তুয়া দরশন লাগি।। কতহু যতনে কহে আখর আধ। না জানিয়ে আজু কি ভেল পরমাদ।। নরোত্তম দাস-পহুঁ নাগর কান। রসিক কলাগুরু তুহুঁ সব জান।। keyboard_arrow_right
  • শুন শুন শুন আমার বচন
    “শুন শুন শুন আমার বচন”– কহিছে মরম সখী। “আঁখি আড় কভু না কর তাহারে শুনহ, কমলমুখি।।” রাই বলে –“বড় আছে ওই ভয় পরাণ না হয় স্থির। মনের বেদনা বুঝে কোন জনা এ বুক মেলেয়ে চির।। স্বতস্তরা নই গুরু পরিজনা তাহার আছয়ে ডর। যেন বেড়াজালে সফরি সলিলে, তেমতি আমার ঘর।। নহিলে শ্যামেরে লয়া কুতূহলে হেরি ও […] keyboard_arrow_right
  • শুন শুন শুন সুজন কানাই
    শুন শুন শুন সুজন কানাই তুমি সে নূতন দানী। বিকি কিনির দাম গোরস মানিয়ে বেশের দান নাহি শুনি।। সিঁথায় সিন্দুর নয়ানে কাজর রঙ্গন আলতা পায়। (ই কি) বিকিকিনির ধন নারীর যৌবন ইথে কার কিবা দায়।। মণিআভরণ সুরঙ্গ শাড়ী জাদ কেবা নাহি পরে। যদি দানের এ গতি তুমি গোকুলপতি দান সাধ ঘরে ঘরে।। চলিতে না জানি, […] keyboard_arrow_right
  • শুন শুন সই কহি তোরে
    শুন শুন সই কহি তোরে। পীরিতি করিয়া কি হৈল মোরে।। পীরিতি-পাবক কে জানে এত। সদাই পুড়িছে সহিব কত।। পীরিতি দুরন্ত কে জানে ভাল। ভাবিতে পাঁজর হইল কাল।। অবিরত বহে নয়ানে নীর। নিলাজ পরাণে না বাঁধে থির।। দোসর ধাতা পীরিতি হইল। সেই বিধি মোরে এতেক কৈল।। চণ্ডীদাস কহে সে ভাল বিধি । এই অনুরাগ সকল সিধি।। keyboard_arrow_right
  • শুন শুন আজুক কৌতুক কাজ
    শুন শুন আজুক কৌতুক কাজ। মীলল যব হাম নাগর রাজ।। চন্দ্রাবলী নিজ সহচরি মেলি। আওল কানু সঞে করইতে কেলি।। তৈখনে দুর সঞে হেরলুঁ হাম। যূথহি যূথ কয়ল এক ঠাম।। ভদ্রাদিক আসি মীলল মোয়। বহুতর ফাগু উড়ায়ল সোয়।। ফাগু রজে সকল করলুঁ আন্ধিয়ার। নারি পুরুষ কোই লখই না পার।। ঐছনে কানুক মাঝহি ঘেরি। আনলুঁ নিধুবনে সো […] keyboard_arrow_right
  • শুন শুন আরে সখি আজুক রঙ্গ
    শুন শুন আরে সখি আজুক রঙ্গ। রজনি গোঙায়লু সুপরুখ সঙ্গ।। মদনমনোহর সুন্দর বেশ। মন্দিরে মোর কয়ল পরবেশ।। পাণি পাণি গহি বসাওল পাশ। শশি কুমুদিনি জনু উপজল হাস।। কাঁচুলি ফাড়ি কুচকুম্ভ বিদার। নিবিবন্ধ ফুগইতে টূটল হার।। করে কর জোড়ি আলিঙ্গন দেল। জ্ঞান কহে দারিদদুখ দূরে গেল।। keyboard_arrow_right
  • শুন শুন এ মনোমোহন কান
    শুন শুন এ মনোমোহন কান সো বিধুবদনী চকিতে তুয় মাধুরি হেরইতে হরল গেয়ান।। বিগলিত বেশ বসন নাহি সম্বরু পুলকবলিত প্রতি অঙ্গ। সখী সহ আন বচন নাহি অনুখণ কহই তুয়া পরসঙ্গ।। ধরই ধিয়ানে প্রাণ নিরমঞ্ছই বিঘটল কুলভয় লাজ। খণে কত বেরি করই ঘর বাহির বিসরিত গুরজন কাজ।। খঞ্জন নয়ন ঝরই দিন যামিনী উপজল নিরুপম নেহ। নরহরি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ