“শুন শুন শুন আমার বচন”– কহিছে মরম সখী। “আঁখি আড় কভু না কর তাহারে শুনহ, কমলমুখি।।” রাই বলে –“বড় আছে ওই ভয় পরাণ না হয় স্থির। মনের বেদনা বুঝে কোন জনা এ বুক মেলেয়ে চির।। স্বতস্তরা নই গুরু পরিজনা তাহার আছয়ে ডর। যেন বেড়াজালে সফরি সলিলে, তেমতি আমার ঘর।। নহিলে শ্যামেরে লয়া কুতূহলে হেরি ও […]
keyboard_arrow_right