“শুন শুন শুন আমার বচন”–
কহিছে মরম সখী।
“আঁখি আড় কভু না কর তাহারে
শুনহ, কমলমুখি।।”
রাই বলে –“বড় আছে ওই ভয়
পরাণ না হয় স্থির।
মনের বেদনা বুঝে কোন জনা
এ বুক মেলেয়ে চির।।
স্বতস্তরা নই গুরু পরিজনা
তাহার আছয়ে ডর।
যেন বেড়াজালে সফরি সলিলে,
তেমতি আমার ঘর।।
নহিলে শ্যামেরে লয়া কুতূহলে
হেরি ও বদন সদা।
সবার মাঝারে কুল-কলীঙ্কিণী
সব জন বলে রাধা।।
সে সব কলঙ্ক পরিবাদ যত
অভরণ করি নিলু।
এতদিনে যত পাড়ার পরশী
তাতে তিলাঞ্জলি দিলু।।”
চণ্ডীদাসে কহে — “সে শ্যাম তোমার
তুমি সে তাহার প্রিয়া।
মিছাই রচন লোকের বচন
আমি ভাল জানি ইহা।।”