শুন শুন ওগো সই দণ্ড দুইচাইর রাইতে। দাদা ঘর নাই—গেলাম বউয়ের কাছে শুইতে।। প্রদীপ লৈয়া ঘর ঢুকিলাম (সুধাইলাম) তোর কোলে কে। ঢাক করিয়া বোলে তোমার দাদা আস্যাছে।। দাদা আমার শুইয়া আছে আমি মরি ডাক্যা। বুকের ভিতর কর্যা রাখ্ছে বসন দিয়া ঢাক্যা।। বসন খুল্যা দেখ্লাম যদি নন্দের ঘরের কানু। ধরব বল্তে দৌড়া পলায় কাড়্যা রাখ্যাছি বেণু।। […]
keyboard_arrow_right