• শুন শুন এ সখি কর অবধান
    শুন শুন এ সখি কর অবধান। সে যে রমণী নিল হামারি পরাণ।। যবধরি না দেখিয়ে সো চাঁদ মুখ। তবধরি মদন দ্বিগুণ দেই দুখ।। ঝর ঝর অনুখন এ দুই নয়ান। জরজর অন্তর না যায়ে পরাণ।। তা সঞে রভস-রস যদি নাহি হোয়। নিচয়ে না জীয়ব কহলম তোয়।। দুই এক পলকে মিলব বরনারী। যদুনন্দন তব যাঙ বলিহারি।। keyboard_arrow_right
  • শুন শুন এ সখি নিবেদন তোয়
    শুন শুন এ সখি নিবেদন তোয়। মরমক বেদন জানসি মোর।। বৈঠয়ে নাহ চতুরগণ মাঝ। ঐছে করবি যৈছে না হোয় লাজ।। সখিগণ মাঝে চতুরী তোহে জানি। আদর রাখি মিলায়বি আনি।। অব বিরচহ তহুঁ সো পরবন্ধ। কানুক যৈছে হোয়ে নিরবন্ধ।। জীবন রহিতে নাহ যদি পাব। গোবিন্দদাসিয়া তব তুয়া যশ গাব।। keyboard_arrow_right
  • শুন শুন ওগো পরাণ সজনি
    শুন শুন ওগো পরাণ সজনি বলিয়ে মরম বেথা। রাখিবে গোপনে না কহিবে আনে এ অতি লাজের কথা।। অলপ রজনী কি জানি কি খেণে শুতিলু অলস দে। কিবা অপরূপ স্বপনে দেখিলুঁ না জানি নাগর কে।। কিশোর বয়েস রসময় বপু জলদ জিনিয়া রূপ। চাঁদমুখে হাসি খসয়ে অমিয়া কি নব মদন ভূপ।। বরিষয়ে খর- তর শর অতি চঞ্চল […] keyboard_arrow_right
  • শুন শুন ওগো সই
    শুন শুন ওগো সই দণ্ড দুইচাইর রাইতে। দাদা ঘর নাই—গেলাম বউয়ের কাছে শুইতে।। প্রদীপ লৈয়া ঘর ঢুকিলাম (সুধাইলাম) তোর কোলে কে। ঢাক করিয়া বোলে তোমার দাদা আস্যাছে।। দাদা আমার শুইয়া আছে আমি মরি ডাক্যা। বুকের ভিতর কর‍্যা রাখ্ছে‌ বসন দিয়া ঢাক্যা।। বসন খুল্যা দেখ্‌লাম যদি নন্দের ঘরের কানু। ধরব বল্‌তে দৌড়া পলায় কাড়্যা রাখ্যাছি বেণু।। […] keyboard_arrow_right
  • শুন শুন কহি পরাণ সজনি
    শুন শুন কহি পরাণ সজনি আজুক স্বপনরীত। পিয়া আসি মোরে আলিঙ্গন করে আনন্দে আকুল চীত।। বদনে বদন করয়ে চুম্বন অধরে অধর দিয়া। ভুজে ভুজে বান্ধি উরে উরে ছান্দি হিয়ার উপরে হিয়া।। হেনই সময়ে চেতন হইল বুঝিতে নারিলুঁ কাজ। কিয়ে হয়ে নহে এমত করয়ে নিচয়ে নাগররাজ।। বিধির বিধান কি জানি কেমন সেহ কি এমন হবে। এ […] keyboard_arrow_right
  • শুন শুন গুণবতি রঙ্গিণি রাই
    শুন শুন গুণবতি রঙ্গিণি রাই। তোহে হেরি হিয় বিকল মাধাই।। তুহুঁ কি কহলি দিঠি অঞ্চলে তায়। তবধরি আন স্বপনে নাহি ভায়।। তুয়া তনু অনুখণ করই ধিয়ান। সো সুপুরুষবর হরল গেয়ান।। কহইতে উনমত তুয়া পরসঙ্গ। কাঁপই ঘনঘন ঘন যিনি অঙ্গ।। তেজই নিশাস না নিসরই বাত। লোচন ছলছল জল বহি যাত।। নরহরি নিছনি ঐছে অনুরাগি। পেখহ যাই […] keyboard_arrow_right
  • শুন শুন গুণবতি রাই
    শুন শুন গুণবতি রাই। তো বিনু আকুল মাধাই।। কিশলয় শয়ন উপেখি। ভূমি উপর নখ লেখি।। তেজ ধনি অসময় মান। কানুক তুহুঁ সে নিদান।। তুয়া মুখ হৃদি অবগাই। বিলপয়ে অবধি না পাই।। যো জগজীবন মান। তাকর জ্বলত পরাণ।। ভূপতি কি কহব তোয়। তোহে সে পুরুখবধ হোয়।। keyboard_arrow_right
  • শুন শুন গুণবতী রসময়ি রাধা
    শুন শুন গুণবতী রসময়ি রাধা। কৈছে তেজলি গৃহ বহুবিধ বাধা।। গগনে সঘনে ঘন গরজন জারি। কুলিশ পতন ভেল মরম বিদরি।। দশ দিশ দামিনী দহন তরঙ্গ। ন চলহি কোই উঠ কাঁপই অঙ্গ।। তিমির ছাপই রহু কতহু ভুজঙ্গ। কৈছে বাঢ়াওলি পদ আওলি কুঞ্জ।। পঙ্কহি বাট ভেল কণ্টক মেলি। কোমল চরণ বহি আয়লি চলি।। কত দুখ পায়লি নাহি […] keyboard_arrow_right
  • শুন শুন গুণবতী রাই
    শুন শুন গুণবতী রাই। তো বিনু আকুল কানাই।।ধ্রু।। সো তুয়া পরশক লাগি। ছটফটি যামিনি জাগি। খিনতনু মদন-হুতাশে। তেজই উতপত শাসে।। চীত-পুতলী সম দেহ। মরম না বুঝয়ে কেহ।। পুছিতে কহয়ে আধ ভাখি। নিঝরে ঝরয়ে দুটি আঁখি।। জ্ঞান কহয়ে তোহে সার। করহ গমন-উপাচার।। keyboard_arrow_right
  • শুন শুন দিদি প্রেম সুধানিধি
    শুন শুন দিদি প্রেম সুধানিধি কেমন তাহার জল। কেমন তাহার গভীর গম্ভীর উপরে শেহালা দল।। কেমন ডুবারু ডুবেছে তাহাতে না জানি কি লাগি ডুবে। ডুবিয়া রতন চিনিতে নারিলাম পড়িয়া রহিলাম ভবে।। আমি মনে করি আছে কত ভারি না জানি কি ধন আছে। নন্দের নন্দন কিশোরা কিশোরী চমকি চমকি হাসে।। সখীগণ মেলি দেয় করতালি স্বরূপে মিশায়ে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ