• শুন হে গোপের ঝি কাল নিন্দা কর কি
    শুন হে গোপের ঝি কাল নিন্দা কর কি কালরূপ সবার মাধুরী। জানিয়া শুনিয়া মনে যতেক রমণীগণে কালরূপ আগে কৈল চুরি।। ভুবনে যতেক নারী কালরূপ করে চুরি কামিনী মোহন নাম ধরে। হয় নয় কর সোর একে একে ধরি চোর কাল দোষী না রহে সংসারে।। দেখ আগে কাল ভাল দুই আঁখি তারা কাল তার মাঝে কাল যে […] keyboard_arrow_right
  • শুন হে চিকণ কালা
    শুন হে চিকণ কালা। বলিব কি আর চরণে তোমার অবলার যত জ্বালা।। চরণ থাকিতে না পারি চলিতে সদাই পরের বশ। যদি কোন ছলে তব কাছে এলে লোকে করে অপযশ।। বদন থাকিতে না পারি বলিতে তেঁই সে অবলা নাম। নয়ন থাকিতে সদা দরশন না পেলাম নবীন শ্যাম।। অবলার যত দুখ প্রাণনাথ সব থাকে মনে মনে। চণ্ডীদাস […] keyboard_arrow_right
  • শুন হে নাগর গুণমণি
    শুন হে নাগর গুণমণি। এক রন্ধ্রে দুজনাতে বাজাহ ভালই মতে যেমন মধুর উঠে ধ্বনি।। শুনিয়া রাধার বাণী হাসিল সে গুণমণি মধুর বাঁশীতে দিল ফুঁক। রাধা কৃষ্ণ দুটি নাম ধ্বনি উঠে অনুপাম শুনিতে মধুর অতি সুখ।। এক রন্ধ্রে দুই জনে বাজে বাঁশী ঘনে ঘনে মৃত তরু মুঞ্জরিতে চাহে। যমুনার যত নীর কূলে পড়ে সুধীর গান শুনি […] keyboard_arrow_right
  • শুন হে নাগর গুণমণি
    শুন হে নাগর গুণমণি। সায়রে ফেলিব বিনোদিনী।। এ কুল ও কুল নাহি তাথে। ভাসাইলা মাঝ দরিয়াতে।। এত যদি ছিল তোর মনে। তবে প্রেম বাচাইলা কেনে।। পরিহর কি দোষ দেখিয়া। তবে তুমি যাইবে ছাড়িয়া।। কে তোমা লইয়া যেতে পারে। স্ত্রীবধ পাতকী দিব তারে।। সেই জন দেখিব কেমন। পরবধ করিতে যতন।। দোষ গুণ আগেতে বিচারি। তবহু যাইবে […] keyboard_arrow_right
  • শুন হে নাগর রায়
    শুন হে নাগর রায়। কি বলিব রাঙ্গা পায়।। আমরা কুলের ঝি। তোমারে বলিব কি।। যে ভজে তোমার পায়। যে জন তোমারে ধ্যায়।। আন কি জানিয়ে মোরা। তুমি নয়নের তারা।। যে বল সে বল মোরে। ছাড়িতে নারিব তোরে।। তোমার মুরলী শুনি। ধাইয়ে আইনু আমি।। শুন হে পুরুষ ভূষণ। তুয়া মুখে এমন বচন।। কি বলিব আমরা অবলা। […] keyboard_arrow_right
  • শুন হে নাগর রায়
    শুন হে নাগর রায়। তোমার উচিত এই নহে চিত এক কথা কহিব কায়।। তোমার কারণ সব তেয়াগিনু কুলেতে দিয়াছি ডোর। অবলা অখলে হেন করিবারে এ নহে উচিত তোর।। আমরা স্বপনে আন নাহি জানি কেবল দুখানি পায়। এতেক বেদন তোমার কারণ শুন হে নাগর রায়।। সকল তেজিনু তবু না পাইনু হৃদয় কঠিন বড়ি। হাসিয়া হাসিয়া বঙ্কিমে […] keyboard_arrow_right
  • শুন হে নাগর শরণ যে লয়
    শুন হে নাগর শরণ যে লয় তারে সে এমন কর। সরল হৃদয় সরল স্বভাবে সবারে করিয়া জর।। শ্যাম শ্যাম বলি শ্যামরী সকল শ্যামল হইয়া গেল। সঘনে সঘনে সে গুণ ভাবিতে কুলে তিলাঞ্জলি দিল।। সুজন পীরিতি সুখের আরতি সে ভেল গরলময়। সুখ দূরে গেল দুখ অবশেষ মরণ হইল ভয়।। সময় হইল দশমী দশার এই সে সকল […] keyboard_arrow_right
  • শুন হে নূতন নায়্যা
    শুন হে নূতন নায়্যা। নাহি জান তুমি রাজার যোগানি আমরা গোপের মায়্যা।। অঙ্গ মোড়াইঞা আঁখি ঢুলাইঞা হাসিঞা কহিছ কথা। হেন শঠপনা করে কোন জনা শুনিঞা লাগএ বেথা।। ইহা শুনে যদি মধুপুর-পতি পাইবে উচিত ফল। পার কর‍্যা দিঞা ভরম লইঞা যাও আপনার ঘর।। পণের লাঘব করি অনুভব আইলাম তোমার পাশে। এ কি বিপরীত তোমার চরিত শুনি […] keyboard_arrow_right
  • শুন হে ভ্রমর কেন বা ঝঙ্কারো
    শুন হে ভ্রমর কেন বা ঝঙ্কারো তোমার কালিয়া তনু। তোমারে দেখিয়ে বাঢ়ল বিষাদ বিয়োগ উঠিল দুনু।। ঝাট চলি যাও কেন দুখ দাও চমকে আমার হিয়া। যাহ বৃন্দাবনে নিকুঞ্জ-ভবনে যথায় রসের প্রিয়া।। সেইখানে গিয়া ফুলে মধু খেয়া থাকহ যেখানে কানু। হেথা কেন তুমি মধুর লালসে তোমার কালিয়া তনু।। কালিয়া বরণ দেখি মোর মন দ্বিগুণ জ্বলিয়া যায়। […] keyboard_arrow_right
  • শুন হে রসিক, নাগর বন্ধুয়া, চরণে ধরিয়া বলি
    ”শুন হে রসিক, নাগর বন্ধুয়া, চরণে ধরিয়া বলি। কেনে বা করিলে, চরণ পরশ, অপরাধ ক্ষম তুমি।। মনেতে যে কর, নানা বেশ ধর, কেহো সে লখিতে নারি।” ”তুয়া অনুরাগে, রহিতে না পারি, তেই নানা বেশ ধরি।।” ”তেঞি সে তোমারে, কহে সবজন, রসিক মুরারি বলি। এতেক শুনিঞা, কহয়ে হাসিঞা, ”শুন শুন রাধা বলি।। তুমার চরণ, বিনে মোর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ