”শুন হে রসিক, নাগর বন্ধুয়া, চরণে ধরিয়া বলি। কেনে বা করিলে, চরণ পরশ, অপরাধ ক্ষম তুমি।। মনেতে যে কর, নানা বেশ ধর, কেহো সে লখিতে নারি।” ”তুয়া অনুরাগে, রহিতে না পারি, তেই নানা বেশ ধরি।।” ”তেঞি সে তোমারে, কহে সবজন, রসিক মুরারি বলি। এতেক শুনিঞা, কহয়ে হাসিঞা, ”শুন শুন রাধা বলি।। তুমার চরণ, বিনে মোর […]
keyboard_arrow_right