• শুন হে সুবল ভাই নিবেদন করি
    শুন হে সুবল ভাই নিবেদন করি। কহিতে বাসিএ লাজ না কহিলে মরি।। গাথিঞা চাঁপার মালা কেনে পরাইলি। চাঁপার বরণ গোরি মনে পড়াইলি।। জাবটে আছ এ ধনি জটিলার ঘরে। বিষম সঙ্কট বড় কি বলিব তোরে।। যদি মিলাইতে পার আনি কোন ছলে। হইব তোমার দাস জনমের তরে।। তুয়া পথ চাহিঞা রহিলাম কুঞ্জবনে। না আইলে রসবতী মরিব জীবনে।। […] keyboard_arrow_right
  • শুন হে সুবল সখা আর কি হইবে দেখা
    শুন হে সুবল সখা আর কি হইবে দেখা পাসরিতে নারি সুধামুখী। এ কথা কহিব কায় কেবা পরতীত যায় মোর প্রাণ আমি তার সাখী।। সখা ভাবিতে ভাবিতে তনু শেষ। না জানি কি করে বিধি যদি কার্য্য নহে সিধি আনলে করিব পরবেশ।।ধ্রু।। শুনিয়া সুবল কয় কিছু না করিহ ভয় অবিলম্বে আনি দিব তারে। পূরিবে তোমার আশ তবে […] keyboard_arrow_right
  • শুন হে সুবল সখা কি করি উপায়
    শুন হে সুবল সখা কি করি উপায়। রাধা বিনে মোর প্রাণ বিদরিয়া যায়।। কত-খনে পাব আমি রাধা দরশন। রাধা-রূপ না হেরিলে না রহে জীবন।। হা রাধা হা রাধা বলি পড়ে ভূমি-তলে। মুখে নাহি বাণী শ্বাস কিছু কিছু চলে।। দেখিয়া অঙ্গের ভাব মনেতে বুঝিল। কৃষ্ণকে তুলিয়া সুবল কোলে বসাইল।। নিজ বাস দিয়া সুবল অঙ্গ মুছাইল।। কান্দিতে […] keyboard_arrow_right
  • শুন, নন্দঘোষ, আমার বচন
    “শুন, নন্দঘোষ, আমার বচন জ্বালহ আনল ভালি। তাহে প্রবেশিব যশোদা রোহিণী দেহ-ত আনল জ্বালি।।” কেহ বলে–“যদি কৃষ্ণ নাহি এলা বিসরি রহল গেহা। কি ছার জীবন কিসের কারণ এখনি তেজিব দেহা।। যাহার লাগিয়া এ ঘর-করণ সেই সে রহল দূরে। নয়নের তারা পরাণ দোসর বাঁচিব কাহার তরে।।” কান্দে নন্দঘোষ যশোদা রোহিণী সঙ্গের বালক যত। পুরবাসিগণ যত গোয়ালিনী […] keyboard_arrow_right
  • শুন, রসমই রাধা
    “শুন, রসমই রাধা। চল সব গোপী বিলম্ব না কর কেন বা করিছ বাধা।। দেখ আগে হৈয়া পশরা লইয়া দানী কি বলে কি চায়। তবে সে সকল যা জানি করিব যে আছে মোর হিয়ায়।।” বড়াই বচনে যত গোপীগণে চলিলা কদম্বতলে। “রহ রহ বলি শুন গোয়ালিনী” দানী সে ডাকিয়ো বলে।। ”বহু দিন রাধে ছলায়াছ সাধে আজু সে […] keyboard_arrow_right
  • শুন, শুন হে রসিক রায়
    “শুন, শুন হে রসিক রায়। তোমারে ছাড়িয়া যে সুখে আছিনু নিবেদি যে তুয়া পায়।। না জানি কি ক্ষেণে কুমতি হইল গৌরবে ভরিয়া গেনু। তোমা হেন বঁধু হেলায় হারায়ে ঝুরিয়া ঝুরিয়া মনু।। জনম অবধি মায়ের সোহাগে সোহাগিনী বড় আমি। প্রিয় সখীগণ দেখে প্রাণ সম পরাণ বঁধুয়া তুমি।। সখীগণ কহে শ্যাম-সোহাগিনী গরবে ভরয়ে দে। হামারি গৌরব তুহু […] keyboard_arrow_right
  • শুনইতে মাধব বিরহ বেয়াকুল
    শুনইতে মাধব বিরহ বেয়াকুল কম্পই ভানু-কিশোরী। লোচন লোরহি ভিগল অম্বর অঙ্গ সম্বরি নাহি পারি।। সুন্দরী চলতই কানুক পাশে। যৈছে চাতকিনী হেরি নবাম্বুদ ধায়ই পরম পিয়াসে ।। চির চিকুর কিছুই নাহি সম্বরু পথ বিপথ নাহি জানে। বিপুল নিতম্ব ভরে গতি অতি মন্থর নিমিখ কোটী যুগ মানে।। যো পদ নব নব কমল সুকোমল ধরণী পরশে ভয় লাগে। […] keyboard_arrow_right
  • শুনইতে উলসিত সব অঙ্গ মোর
    শুনইতে উলসিত সব অঙ্গ মোর। ভেটব সমরে ধীর সখি তোর।। সঙ্গর-রঙ্গ হৃদয়ে মঝু আছ। আগে তুহু সরবি সরব হাম পাছ।। এ সখি এ সখি তুহুঁ নাহি ডরবি। হামারি বীরপণ দেখি কিয়ে মরবি।। সিংহ মতঙ্গ কুরঙ্গ নহ কোই। ত্রিভুবন-শোহন-মোহন হোই।। ঋতুপতি-কোটি ছোটি করি জান। মনমথ-কোটি-মথন হাম কান।। কি করব মধুকর মন্ত্র উচার। শ্যাম-ভ্রমর যাহাঁ কমল বিহার।। […] keyboard_arrow_right
  • শুনইতে ঐছন রাইক বানী
    শুনইতে ঐছন রাইক বানী। নাহ নিকটে সখি করল পয়ানি।। দূর সঞে সো সখি নাগর হেরি। তোড়ই কুসুম নেহারই ফেরি।। হেরইত নাগর আয়ল তাহি। কি করহ এ সখি আওলি কাহি।। হমরি বচন কছু কর অবধান। তুহুঁ জদি কহসি সে মানিনি ঠাম।। সুনি কহে সে সখি নাগর পাস। বিদ্যাপতি কহ পূরল আস।। keyboard_arrow_right
  • শুনইতে কাণহি আনহি শুনত
    শুনইতে কাণহি আনহি শুনত বুঝইতে বুঝই আন। পুছইতে গদ গদ উত্তর না নিকসই কহইতে সজল নয়ান।। সখি হে―কি ভেল এ বর-নারী। করহুঁ কপোল থকিত রহু ঝামরি জনু ধন-হারি জুয়ারি।। বিছুরল হাস রভস রস-চাতুরি বাউরি জনু ভেল গোরি। খনে খনে দীঘ নিশসি তনু মোড়ই সঘন ভরমে ভেলি ভোরি।। কাতর-কাতর নয়নে নেহারই কাতর-কাতর বাণী। না জানিয়ে কোন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ