• শুনহুঁ সুন্দরি মঝু অভিলাষ
    শুনহুঁ সুন্দরি মঝু অভিলাষ। ব্রজপুর প্রেম করব পরকাশ।। গোপ গোপাল সব জন মেলি। নদীয়া নগর পর করবহুঁ কেলি।। তনু তনু মেলি হোই এক ঠাম। অবিরত বদনে বলব তুয়া নাম।। ব্রজপুর পরিহরি কবহুঁ না যাব। ব্রজ বিনু প্রেম না হোয়ব লাভ।। ব্রজপুর ভাবে পূরব মনকাম। অনুভবি জানল দাস বলরাম।। keyboard_arrow_right
  • শুনহে বলাই দাদা
    “শুনহে বলাই দাদা। আজি বন-ভোজনে কি হইল কাননে সকল হইল বাধা।। এমন কে জানে না শুনি শ্রবণে শাঙলী ধবলী হারা !” এ বোল বলিতে হেদে আচম্বিতে যুগল নয়নে ধারা।। “কি বলিব কায় যশোমতী মায় হারাল শাঙলী গাই। মোরে কি বলিবে এ মন্দ কহিবে সেই যশোমতী মাই।।” বলিছে রাখাল– “শুনহে গোপাল, আমরা কহিব গিয়া। আচম্বিতে গাই […] keyboard_arrow_right
  • শুনহে নাগর গুণমণি
    “শুনহে নাগর গুণমণি। এক রন্ধ্রে দুজনাতে বাজাহ ভালই মতে যেমন মধুর উঠে ধ্বনি।।” শুনিয়া রাধার বাণী হাসিল সে গুণমণি মধুর বাঁশীতে দিল ফুঁক । “রাধা-কৃষ্ণ”–দুটি নাম ধ্বনি উঠে অনুপাম শুনিতে মধুর অতি সুখ।। এক রন্ধ্রে দুই জনে বায়ে বাঁশী ঘনে ঘনে মৃত তরু মুঞ্জরিতে চাহে। যমুনার যত নীর কূলে পড়ে সু-ধীর গান শুনি পরাণ মিলায়ে।। […] keyboard_arrow_right
  • শুনহে নাগর রায়
    “শুনহে নাগর রায়। কি বলিব রাঙ্গা পায়।। আমরা কুলের ঝি। তোমারে বলিব কি।। যে ভজে তোমার পায়। সে জন তোমারে ধ্যায়।। আন কি জানিএ মোরা। তুমি নয়নের তারা।। যে বল সে বল মোরে। ছাড়িতে নারিব তোরে।। তোমার মুরলী শুনি। ধাইয়া আইলুঁ আমি।। শুন হে পুরুষ-ভূষণ। তুয়া মুখে এমন বচন।। কি বলিব আমরা অবলা। আমি হই […] keyboard_arrow_right
  • শুনহে নাগর শরণ যে লয়
    শুনহে নাগর শরণ যে লয় তারে সে এমন কর। সরল হৃদয় সরল স্বভাবে সবারে করিয়া জর।। “শ্যাম শ্যাম”–বলি শ্যামরী সকল শ্যামল হইয়া গেল। সঘনে সঘনে সে গুণ ভাবিতে কূলে তিলাঞ্জলি দিল।। সুজন পীরিতি সুখের আরতি সে ভেল গরলময়। সুখ দূরে গেল। দুখ অবশেষ মরণ হইল ভয়।। সময় হইল দশমী দশার এই সে সকল মোয়। শরণ […] keyboard_arrow_right
  • শুনহে রসিক নাতি
    ”শুনহে রসিক নাতি। জাতি মিলায়ব ধন বিলায়ব নেহত আঁচল পাতি।।” হাসিয়া হাসিয়া রসিয়া বড়াই কহিছে রাধার ঠাঁই। ”কি শুন নাতিয়া বচন সচন কেমনে শুনহ রাই।। কুলশীল পনা শুনহ নাতিনা নিতে চাহে ও না দানী। তার কিবা ভয় কিসের সংশয় এই কর বিকি কিনি।। অমূল্য রতন যাহার বচন কিবা সে লোকের ভয়। যে চাহে তা দিয়ে […] keyboard_arrow_right
  • শুনি কাকবানি কহে বিনোদিনি
    শুনি কাকবানি কহে বিনোদিনি– “হরি কি আঅব ঘরে। এ ঘর হইতে ওঘর বৈঠল বুঝিনু কাজের ছলে।। মাথুর তেজিয়া সে বিনোদিয়া আসিব বলিতে উড়ে । কাক-কলরব আহার বাটিল ওষ্ঠ হৈতে খসি পড়ে।। সুভাসুভ দেখি শুনহ যুবতি মাধব আয়ব গেহা। পুন সুভদিন দেখি তার চিন আজু সে বুঝল নেহা।।” দেখিয়া আনন্দ হইল রাধার কানাই আসিব ঘর। তুরিতে […] keyboard_arrow_right
  • শুনি শ্যামনাম মুরলি এক মুরতিক
    শুনি শ্যামনাম মুরলি এক মুরতিক হিয়া মাহা হোয়ল আশ। কাতর অন্তরে প্রিয়সখী মুখ হেরি গদগদ কহতহি ভাষ।। সজনি ! কি কহব কহন না যায়। অপরূপ শ্যাম নাম দুই আখর তিলে তিলে আরতি বাঢ়য়।। মুনি-মনোমোহন মুরলি খুরলি শুনি ধৈরয ধরণ ন যাতি। মনোরম গুণগণ গুণিজন গানে শুনি চিত রহল তাঁহি মাতি।। বিদগধ সুন্দর কহত দূতীবর ভট্ট […] keyboard_arrow_right
  • শুনি হংস রাধার কাহিণী
    শুনি হংস রাধার কাহিণী। পড়িঞা কান্দয়ে ধরণি।। “কাহে ধনি তেজব পরাণ। মিলব নবিন ঘনস্যাম।। তুরিতে গমন হেন মানি।। গোকুলে আসিব গুণমণি।। মো সনে হইল বাক্যভাসা। কাহে ……………।।” keyboard_arrow_right
  • শুনি গারি ভরি ভরি করি সাজ নন্দকুমার
    শুনি গারি ভরি ভরি করি সাজ নন্দকুমার। সখাগণ সঙ্গে, যৈছন রঙ্গে, তৈছন সাজ বিহার।। সাজল শ্যাম, সুরতরণ পণ্ডিত, করে করি কুসুম কামান। সৌরভে ভ্রময়ে, কতহুঁ কত মধুকর, জিতল মনমথ বাণ। ধনি ধনি অপরূপ ছান্দে। বেশ-বিলাস, রসময় মাধুরি, কামিনী লোচন ফান্দে। চুয়া চন্দন, অগুরু বিলেপন, সংযোগ বিবিধ বিচিত্রে। সমর শমিত কেল, বেশ করি বান্ধল, বড়িহা চারু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ