• শরমে শরম পেলায়ে গেল
    শরমে শরম পেলায়ে গেল। রাই কানু দুটি তনু য্যামন দুধে জলে ম্যালায়ে গেল।। চাঁদের কোলে চকোরী না সুধায় ডুব্যা অবশ হল। সে সুধার পাথারে পথ না হেরিয়ে জনম-ভর ডুব্যা রহিল।। গরীব তাই দ্যাখার লাগি’ মনের দুখে মন গুমরি’ পাগল হ’ল। সে রসের পাথার পেল না কোথায়, শেষে আচোটভূঁয়ে পড়িয়ে ম’ল।। জানি কার রূপ-পাথারে ডুব্যা চাঁদ […] keyboard_arrow_right
  • শর্ব্বরী উজোরল চান্দে
    শর্ব্বরী উজোরল চান্দে। হেরি ধনি ফুকুরিঞা কান্দে।। পরভূত কুহু কুহু নাদ। শুনইতে বড় পরমাদ।। বিদগধ রসিক মুরারি। আশোয়াসি কাহে বর নারী।। ছটফট ধরণী শয়নে কত সহে অবলা-পরাণে।। নিমিখে কলপ করি মান। গোবিন্দদাস ইহ জান।। keyboard_arrow_right
  • শশিমুখি হেরলুঁ অপরুপ মেহ
    শশিমুখি হেরলুঁ অপরুপ মেহ। শ্যামর সুন্দর রসময়-দেহ।। শুনি তছু কাহিনি করুণ নেহারি। ঘন ঘন চমকি রহলি সিতকারি।। কি কহব মাধব তুয়া পুণ ভাগি। জানলুঁ রাই তোহে অনুরাগি।। পুন হাম কহলুঁ তড়িত তহি হেরি। পীতাম্বর জনু পহিরলি ঘেরি।। পুন ধনি ঝাঁপই পুলকিত গাত। ছল বল লোরে রহলি নত-মাথ।। সলিল-ধার জনু মোতিম-পাঁতি। শুনি ধনি দীঘ নিশসি তনু-ভাঁতি।। […] keyboard_arrow_right
  • শশিমুখী তেজি সরল দিঠি ভঙ্গিম
    শশিমুখী তেজি সরল দিঠি ভঙ্গিম ইবে ভেল বঙ্কিম দীঠ। মতি গতি চঞ্চল হসই মনোহর বচন সুধা সম মীঠ।। সজনি কাহা ধনি শীখল রঙ্গ। কুচযুগ দরশি হরষি পুন আদরে ঘন ঘন ঝাঁপই অঙ্গ।। সহচরি করে ধরি কৈতবে ছল করি পূছই রতিরস ভাতি। মনসিজ সাধে আধে পুন হাসই মদন মদালসে মাতি।। তিলে কত বেরি খসই নিবিবন্ধন বিগলিত […] keyboard_arrow_right
  • শাঙলী ধবলী বনে না পাইয়া
    শাঙলী ধবলী বনে না পাইয়া আকুল হইলা কানু। বেণু বাঁশী পূরি সঘনে সঘনে তবু না মিলিল ধেনু।। আকুল হইল নন্দের নন্দন ধেনু হারাইয়া বনে । আন নাহি চিতে চাহি চারি ভিতে আন সে নাহিক মনে।। “কি বোল বলিবে যশোদা মায়েরে বনে ধেনু হল হারা !” এ বোল বলিতে ফুকরি ফুকরি নয়নে গলয়ে ধারা।। “হায় হায় […] keyboard_arrow_right
  • শাঙলী-ধাবলী বনে না পাইয়া
    শাঙলী-ধাবলী বনে না পাইয়া আকুল হইলা কানু। বেণু বাঁশী পূরি সঘনে সঘনে তবু না মিলিল ধেনু।। আকুল হইল নন্দের নন্দন ধেনু হারাইয়া বনে। আন নাহি চিতে চাহি চারিভিতে আন সে নাহিক মনে।। কি বোল বলিব যশোদা মায়েরে বনে ধেনু হল হারা। এ বোল বলিতে ফুকরি ফুকরি নয়নে গলয়ে ধারা।। হায় হায় আজি বনের ভোজনে বড়ই […] keyboard_arrow_right
  • শারদ নির্ম্মল চাঁদ ঝলমল
    শারদ নির্ম্মল চাঁদ ঝলমল উজোর রুচির শশী। মালতী মল্লিকা বিকচ কলিকা ভ্রমর ঝঙ্করে বসি ।। কানু রাধার বদন চান্দে। চাহি চান্দ পানে বেড়িল মদনে পড়িল বিরহ ফান্দে।। শারী শুক জোড়ে বসিয়া রা কাড়ে কপোত কুহরে ডালে। কোকিলের নাদে বাড়য়ে বিষাদে মৃগ জোড়ে জোড়ে খেলে।। পবন সুগন্ধ বহে মন্দ মন্দ শীতল সলিল সনে। কহে রাধাদাসে নাগরী […] keyboard_arrow_right
  • শারদ পূর্ণিমা ইন্দু মুখমণ্ডল
    শারদ পূর্ণিমা ইন্দু মুখমণ্ডল তনু ঘনশ্যামরকাঁতি। নয়ন কমল অলি ভুরুযুগ ভঙ্গিম লাগি রহল মধু মাতি।। সজনি হেরলুঁ নাগর নন্দকিশোর। ভঙ্গিম আলসে অলপ অবলোকন তরলিত চিত ভেল মোর।।ধ্রু।। চন্দ্রক চারু চূড়ে বনি বনমাল মণ্ডিত মধুকরপাঁতি। চন্দন তিলক অলকা আধ ঝাঁপল হেরি নব ইন্দুক ভাঁতি।। হিয়ে মণিহার শ্রবণে মণিকুণ্ডল সহজই সুমুরতি সেহ। জ্ঞানদাস কহ ও রূপ হেরইতে […] keyboard_arrow_right
  • শারদ পূর্ণিমা নিরমল রাতি
    শারদ পূর্ণিমা নিরমল রাতি উজর সকল বন। মল্লিকা মালতী বিকশিত তথি মাতল ভ্রমরাগণ।। তরুকুল-ডাল ফুল ভরি ভাল সৌরভে পূরিল তায়। দেখিয়া সে শোভা জগমনোলোভা ভুলিল নাগর রায়।। নিধুবনে আছে রতন-বেদিকা মণিমাণিক্যেতে বাঁধা। ফটিকের তরু শোভিয়াছে চারু তাহাতে হীরার ছাদা।। চারি পাশে সাজে প্রবাল মুকুতা গাঁথনি আটনি কত। তাহাতে বেড়িয়া কুঞ্জ-কুটীর নিরমাণ শত শত।। নেতের পতাকা […] keyboard_arrow_right
  • শারদ পূর্ণিমা নিরমল রাতি
    শারদ পূর্ণিমা নিরমল রাতি উজর সকল বন। মল্লিকা মালতী বিকসিত তথি মাতল ভ্রমরাগণ।। তরুকুল -ডাল ফুল ভরি ভাল সৌরভে পূরিল তায়। দেখিয়া সে শোভা জগমনোলোভা ভুলিলা নাগর রায়।। নিধুবনে আছে রতন-বেদিকা মণিমাণিকেতে বাঁধা। ফটিকের তরু শোভিয়াছে চারু তাহাতে হীরা ছাঁদা।। চারিপাশে সাজে প্রবাল মুকুতা গাঁথনি আঁটনি কত। নেতের পতাকা উড়িছে উপরে কি তার কহিব শোভা। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ