• শ্রীরূপ মঞ্জুরী দয়া করহ আমারে
    শ্রীরূপ মঞ্জুরী দয়া করহ আমারে। মিছা মায়াজালে পড়ি গেনু ছারে খারে।। কবে হেন দশা হবে সখী সঙ্গ পাব। বৃন্দাবনের ফুল গাঁথি দোঁহারে পরাব।। সম্মুখে রহিয়া কবে চামর ঢুলাব। অগুরু চন্দন গন্ধ দুহুঁ অঙ্গে দিব।। সিন্দূর তিলক কবে দোঁহাকে পরাব। সখীর আজ্ঞায় কবে তাম্বূল যোগাব।। বিলাস কৌতুক কেলি দেখিব নয়নে। চন্দ্রমুখ নিরখিব বসায়ে সিংহাসনে।। সদা সে […] keyboard_arrow_right
  • শ্রীরূপ সাধন বিনে অন্য নাহি জানি
    শ্রীরূপ সাধন বিনে অন্য নাহি জানি। শ্রীরূপের করুণা হইলে জুড়াবে পরাণি।। শ্রীরূপ রঘুনাথ কৃপা কর মোরে। দয়া করি দেহ মোরে যুগল চরণে ।। দেহ মোরে নন্দসুত শ্রীরূপ গোসাঞি। তোমা বিনে পদ দিতে আর কেহ নাঞি।। বড় আশে তুয়া পদে লৈঞাছি শরণ। অধম জনার কর বাঞ্ছিত পূরণ।। নরোত্তম দাসে কহে মনেতে ভাবিঞা। পঞাছি রূপের পদ না […] keyboard_arrow_right
  • শ্রীরূপ-পশ্চাতে আমি রব ভীত হৈঞা
    শ্রীরূপ-পশ্চাতে আমি রব ভীত হৈঞা। দোঁহে পুনঃ কহিবেন আমা পানে চাঞা।। সদয়-হৃদয় দোঁহে কহিবেন হাসি। কোথায় পাইলে রূপ এই নব দাসী।। শ্রীরূপমঞ্জরী তবে দোঁহা বাক্য শুনি। মঞ্জুলালী দিল মোরে এই দাসী আনি।। অতি নম্রচিত্ত আমি ইহারে জানিল। সেবা-কার্য দিয়া তবে হেথায় রাখিল।। হেন তত্ত্ব দোঁহাকার সাক্ষাতে কহিয়া। নরোত্তমে সেবায় দিবে নিযুক্ত করিয়া।। keyboard_arrow_right
  • শ্রীরূপমঞ্জরী পদ সেই মোর সম্পদ
    শ্রীরূপমঞ্জরী পদ সেই মোর সম্পদ সেই মোর ভজন পূজন। সেই মোর প্রাণধন সেই মোর অভরণ সেই মোর জীবনের জীবন।। সেই মোর রসনিধি সেই মোর বাঞ্ছা সিদ্ধি নিরবধি এ দুই নয়ানে । সেরূপ মাধুরী দেখি প্রাণ কি করয়ে সখি প্রফুল্লিত হব নিশিদিনে।। তুয়া দরশন বহি গরলে জারল দেহি চিরদিনে তাপিত জীবন। স্বরূপ রূপ কর দয়া দেহ […] keyboard_arrow_right
  • শ্রীরূপের বড় ভাই সনাতন গোসাঞি
    শ্রীরূপের বড় ভাই সনাতন গোসাঞি পাতশার উজীর হৈয়াছিলা। শ্রীরূপের পত্রী পাইয়া বন্দী হইতে পলাইয়া কাশীপুরে গৌরাঙ্গে ভেটিলা।। ছিঁড়া বস্ত্র অঙ্গ মলি হাতে নখ মাথে চুলি নিকটে যাইতে অঙ্গ হালে। দুই গুচ্ছ তৃণ করে এক গুচ্ছ দন্তে ধরে পড়িলা গৌরাঙ্গ পদতলে।। দরবেশ রূপ দেখি প্রভুর সজল আঁখি বাহু পসারিয়া আইসে ধাঞা। সনাতনে করি কোলে কাতরে গোসাঞি […] keyboard_arrow_right
  • শ্রীল নরোত্তম আরে মোর প্রভুরে
    শ্রীল নরোত্তম আরে মোর প্রভুরে বারেক তোমারে পাঙ। সে গুণ গাইয়া মুঞি মরিয়া না যাঙ।। তিলকে ঝলকে মুখ দশনের ভাতি। ইষত মধুর হাসি বিজুরীর কাঁতি।। ফুটিয়া রহিল শেল সহি হেন বেথা। মরমে মরমদুখ কি কহিব কথা।। মো মরোঁ মরিয়া যাঙ সে গুণ ঝুরিয়া। বল্লভদাসেরে লেহ আপন করিয়া ।। keyboard_arrow_right
  • শ্রীল শ্রীমদ্ রাধারমণ চরণদাস দেবের সূচক-কীর্ত্তন
    (ফাল্গুনী শুক্লা-দ্বিতীয়া) ‘‘শ্রীগুরু-প্রেমানন্দে নিতাই গৌর হরিবোল’’ ‘‘ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম।। ‘‘জয় রে জয় রে জয়,শ্রীগুরু,–শ্রীরাধারমণ জয়’’ প্রাণভরে জয় দাও ভাই শ্রীগুরু-শ্রীরাধারমণের—প্রাণভরে জয় দাও ভাই [মাতন] আজ,–মিলেছি সব ভাই ভাই—প্রাণভরে জয় দাও ভাই ‘আজ,–মিলেছি সব ভাই ভাই— যাঁর কৃপায় এই ঠাঁই—আজ,–মিলেছি সব ভাই ভাই তাঁর—প্রাণভরে জয় দাও ভাই নিতাই-গৌর-প্রেমে পাগলা-প্রভুর—প্রাণভরে […] keyboard_arrow_right
  • শ্রীশচীনন্দন প্রভু কর অবধান
    শ্রীশচীনন্দন প্রভু কর অবধান। ভোজন মন্দিরে পহুঁ করহ পয়ান।। বসিতে আসন দিল রত্ন সিংহাসন। সুবাসিত জল দিয়া ধোয়ায় চরণ।। বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। মধ্য আসনে বসেন চৈতন্য গোসাঞী।। চৌষট্টি মোহান্ত আর দ্বাদশ গোপাল। ছয় চক্রবর্তী বৈসে অষ্ট কবিরাজ।। শাক সুকুতা অন্ন লাফড়া ব্যঞ্জন । আনন্দে ভোজন করে শ্রীশচীনন্দন ।। দধি দুগ্ধ ঘৃতমধু নানা উপহার। […] keyboard_arrow_right
  • শ্রীশশিশেখর জয় জয়
    শ্রীশশিশেখর জয় জয়। চন্দ্রশেখর অনুজ জয় পরম করুণাময়।। রসময় সঙ্গীত মনোহর সুরচন অনুপম ভাব নিধান। সুকবি সুগায়ক কোকিল সুস্বর মধুর বিনোদ তালমান।। কতেক যতনে মঝু শিক্ষা সমাধিলা হাম অধম বোধহীন। কহ বিশ্বম্ভর প্রণতি পুরঃসর চরণে শরণাগত দীন।। keyboard_arrow_right
  • শ্রীশ্রী অক্রুর-ঘাটে কীর্ত্তন
    শ্রীধাম-বৃন্দাবনস্থ-অক্রুরঘাটে শ্রীমন্মহাপ্রভুর শুভাগমন-স্মরণ কীর্ত্তন (কার্ত্তিক-শুক্লা-চতুর্দ্দশী) ‘‘শ্রীগুরু-প্রেমানন্দে-নিতাই-গৌর-হরিবোল।।’’ ‘‘ভজ নিতাই গৌর রাধ্যে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম।।’’ ‘‘জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ।’’ প্রাণভরে জয় দাও ভাই ওরে ভাইরে আমার,–প্রেমাবতার গৌরহরির—প্রাণভরে জয় দাও ভাই ‘প্রেমোবতার গৌরহরি’— স্থাবর-জঙ্গম-উন্মত্তকার—প্রেমাবতার গৌরহরি (মাতন) প্রাণভরে জয় দাও ভাই আমার,–ব্রজবিহারী গৌরহরির—প্রাণভরে জয় দাও ভাই আমার,–শচীদুলাল গৌরহরির—প্রাণভরে জয় দাও ভাই মহা,–ভাব ভোরা ব্রজবিহারীর—প্রাণভরে জয় […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ