“শুন গো, বড়াই, হেথা। কহ কহ শুনি সে জন কেমন তার পরসঙ্গ-কথা।। কোন নাম তার সে কোন দেবতা সে কেনে ঘাটেতে বসি।” বড়াই কহিছে — “এখনি জানিবে সঙ্গে আছে তার বাঁশী।।” বাঁশীর নিশান জানিয়া তখন হাসি বিনোদিনী রাধা। “তা সনে কিসের পরিচয় মোর, কি আর করহ বাধা।” “সে জন-চাতুরী তাহার মাধুরী, তার নাম কালা কানু। […]
keyboard_arrow_right