• নাচে গোরা প্রেমে ভোরা
    নাচে গোরা প্রেমে ভোরা ঘন ঘন বলে হরি। খেণে বৃন্দাবন করয়ে স্মরণ খেণে খেণে প্রাণেশ্বরী।। যাবক বরণ কটির বসন শোভা করে গোরা গায়। কখন কখন যমুনা বলিয়া সুরধুনীতীরে ধায়।। তাতা থৈ থৈ মৃদঙ্গ বাজই ঝন ঝন করতাল। নয়ন অম্বুজে বহে সুরধুনী গলে দোলে বনমাল।। আনন্দকন্দ গৌরচন্দ্র অকিঞ্চনে বড় দয়া। গোবিন্দদাসিয়া করত আশ ও পদপঙ্কজছায়া।। keyboard_arrow_right
  • নিন্দিত-শশধর-নিরুপম-নখরং
    নিন্দিত-শশধর-নিরুপম-নখরং। হৃদ্‌গততিমির-বিনাশকশিখরং।। বন্দে রাধামাধবচরণং। ভক্ত জনানাং কেবলশরণং।। পরমানন্দকমতিশয় ললিতং। ব্রজযুবতীকুলনন্দিতচরিতং।। অহমতি পামরপাপবিশিষ্টঃ। রাধামোহন সংজ্ঞক দুষ্টঃ।। keyboard_arrow_right
  • পত্রাবলিমিহ মম হৃদি গৌরে
    পত্রাবলিমিহ মম হৃদি গৌরে। মৃগমদ-বিন্দুভিরর্পয় শৌরে।। শ্যামল সুন্দর বিবিধ-বিশেষৎ। বিরচয় বপুষি মমোজ্জ্বল-বেশং।।ধ্রু।। পিঞ্ছ-মুকুট মম পিঞ্ছ-নিকাশং। বরমবতংসয় কুন্তল-পাশং।। অত্র সনাতন শিল্প-লবঙ্গং। শ্রুতি-যুগলে মম লম্ভয় সঙ্গং।। keyboard_arrow_right
  • পেখলুঁ অপরূপ নন্দ-কুমার
    পেখলুঁ অপরূপ নন্দ-কুমার। কালিন্দি নীর-তীর-তরু হেলন যৈছন জলদ-সঞ্চার।।ধ্রু।। চূড়হি ঊড়য়ে মউর-শিখণ্ডক সো এক অপরূপ-ঠাম। যৈছন ইন্দ্র-ধনুক তহি ঊয়ল ঐছন মঝু মনে ভান।। মোতিম-হার উর পর লোলত হেরিয়ে তারক-পাঁতি। কটি পর পীত বসন তহি রাজিত জিনি সৌদামিনি-কাঁতি।। চরণ-অবধি বন-মাল বিরাজিত উনমত মধুকর-জাল। পদ-পঙ্কজ তলে মানস সোঁপলুঁ কাতরে কহত দয়াল।। keyboard_arrow_right
  • প্রাণের দোসরি নবীন কিশোরি
    প্রাণের দোসরি নবীন কিশোরি তোরে কি কহিব আর। মোর প্রতি তোর এত অনুরাগ কি দিয়া শোধিব ধার।। একে আঁধি ঘোরি বরিখত বারি কুলিশ পড়য়ে তায়। নিবারিতে জল দেখিয়ে কেবল সবে নীলাম্বর গায়।। শিরীষের ফুল হইতে কোমল রাতুল চরণ তোর। ইথে কি করিয়া আইলে চলিয়া অঙ্গ-সঙ্গ লাগি মোর।। ধনি ধনি ধনি রমণীর মণি তোমার নিছনি যাই। […] keyboard_arrow_right
  • বিপিনে মিলল গোপ-নারি
    বিপিনে মিলল গোপ-নারি হেরি হসত মুরলিধারি নিরখি বয়ন পুছত বাত প্রেম-সিন্ধু-গাহনি। পুছত সবক গমন-খেম কহত কীয়ে করব প্রেম ব্রজক সবহুঁ কুশল বাত কাহে কুটিল চাহনি।। হেরি ঐছন রজনি ঘোর তেজে তরুণি পতিক কোর কৈছে পাওলি কানন ওর কহত থোর কাহিনী। গলিত-ললিত কবরি-বন্ধ কাহে ধাওত যুবতিবৃন্দ মন্দিরে কিয়ে পড়ল দন্দ বেঢ়ল বিশিখবাহিনী।। কিয়ে শরদ চান্দনি রাতি […] keyboard_arrow_right
  • ভাবহিঁ গদ গদ কহত শচী-সুত
    ভাবহিঁ গদ গদ কহত শচী-সুত কো ইহ আনন্দ-ধাম। নিল-উতপল-দল নিন্দি কলেবর অপরূপ মোহন শ্যাম।। সজনি অদভুত প্রেম-উনমাদ। ঐছন নব ভাব দেখি ভকত-সব ভাবই করত বিষাদ।। খেনে খেনে রোয়ত খেনে খেনে খেনে হাসত বিপুল পুলক ভরু অঙ্গ। নয়নক নীর চরকত ঝর ঝর যৈছন গঙ্গ-তরঙ্গ।। অনিমিখ নয়নহি নিরখই দশ দিশ ছোড়ত দীঘনিশ্বাস। যাচে রাধামোহন সো পদ অনুখন […] keyboard_arrow_right
  • ভুলে ভুলে রে দোহাঁর রূপে নয়ন ভুলে
    ভুলে ভুলে রে দোহাঁর রূপে নয়ন ভুলে। কনক লতিকা রাই তমালের কোলে।। বিজন বনে বনে ভ্রমই দুহুঁ। দোহাঁর কান্ধে শোভে দোহাঁর বাহু।। দীপ সমীপে যেন ইন্দ্রনীলমণি। জলদে জড়ায়ল যেন সৌদামিনী।। কষিতে কষিল নহে কুন্দন হেম। তুলনা দিবারে নাহি দোহাঁকার প্রেম।। বদনে বদন দিতে মদন জাগে। আলিঙ্গন দিয়া শ্যাম কিবা ধন মাগে।। চান্দ উপরে চান্দ দিয়ে […] keyboard_arrow_right
  • ভ্রমই গহন বনে যুগল কিশোর
    ভ্রমই গহন বনে যুগল কিশোর। সঙ্গহি সখিগণ আনন্দে ভোর।। সখি এক কহে পুন হের দেখ সখি। দুহুঁ দোঁহা দরশনে অনিমিখ আঁখি।। তরু সব পুলকিত ভ্রমরের গণ। সৌরভে ধায়ল ছাড়ি ফুল-বন।। শ্রম-ভরে বৈঠলি মাধবি-কুঞ্জ। রাই-মুখ-কমলে পড়ল অলিপুঞ্জ।। লীলা-কমলহি কানু তাহে বারি। মদুসূদন গেও কহত উচারি।। এত শুনি রাই বিরহে ভেল ভোর। কহ রাধামোহন অনুরাগ-ওর।। keyboard_arrow_right
  • মুখরার সঙ্গে রাই সখীগণ সনে
    মুখরার সঙ্গে রাই সখীগণ সনে। যমুনা সাঁতার দেখি ভাবে মনে মনে।। ডাক দিয়া বলে নায়্যা নৌকা আন ঘাটে। আমরা হইব পার বেলা সব টুটে।। দেখিয়া নাগররাজ জীর্ণ তরি লৈয়া। হাসিয়া কহয়ে কথা কাণ্ডারী হইয়া।। কি দিবে আমারে কহ কতেক বেতন। একে একে পার করিব যত জন।। রাই কহে যাহা চাও তাহা আমরা দিব। কাণ্ডারী কহয়ে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ