নাচে গোরা প্রেমে ভোরা
ঘন ঘন বলে হরি।
খেণে বৃন্দাবন করয়ে স্মরণ
খেণে খেণে প্রাণেশ্বরী।।
যাবক বরণ কটির বসন
শোভা করে গোরা গায়।
কখন কখন যমুনা বলিয়া
সুরধুনীতীরে ধায়।।
তাতা থৈ থৈ মৃদঙ্গ বাজই
ঝন ঝন করতাল।
নয়ন অম্বুজে বহে সুরধুনী
গলে দোলে বনমাল।।
আনন্দকন্দ গৌরচন্দ্র
অকিঞ্চনে বড় দয়া।
গোবিন্দদাসিয়া করত আশ
ও পদপঙ্কজছায়া।।