• মন্দিরে অব তুহুঁ চল মেরে কান
    মন্দিরে অব তুহুঁ চল মেরে কান। নিশি অবশেষে হোত জনি প্রাতর দশ দিগ ভেল ঝনঝান।।ধ্রু।। কোই বরিহা শিরে তিলক সঙারত কোই মুরলি দেই হাত। মনমথ-কোটি প্রকট-রভসায়িত রাই বিরাজে তছু সাথ।। অধরহি রাগ লাগু তহিঁ কাজর সিন্দূরে ভৈ মুখ লালি। ঢুলু ঢুলু নয়ন-কমল বিধু আকুল আঁচরে মুছায়ই আলি।। দুহুঁ দুহুঁ কোর লোর নয়নে করি দুহুঁকর গদগদ […] keyboard_arrow_right
  • মাধব এ তোমার কেমন চরিত
    মাধব এ তোমার কেমন চরিত। জাতি কুলশীল দিয়া যে তোমায় সঁপিল হিয়া তাহে ছাড় এ নহে উচিত।। তোমার মুখ কলানিধি রাই কাঁদে নিরবধি লোরে কলেবর যায় ভাসি। ক্ষণে ক্ষণে অনুরাগে এমতি নিঃশ্বাস ছাড়ে নাসার বেশর পড়ে খসি।। যে ধনি তোমার লাগি দিবানিশি অনুরাগী ত্রিভুবনে নাহিক তুলনা। বুঝিলাম তোমা হেন পিতলে পেতেছে মন পরিহরি দশবাণ সোনা।। […] keyboard_arrow_right
  • যে কাহ্ন লাগিআঁ মো আন না চাহিলোঁ
    যে কাহ্ন লাগিআঁ মো আন না চাহিলোঁ বড়ায়ি না মানিলোঁ লঘু গুরু জনে। হেন মনে পড়িহাসে আহ্মা উপেখিআঁ রোষে আন লআঁ বঞ্চে বৃন্দাবনে।। বড়ায়ি গো।। কত দুখ কহিব কাঁহিণী। দহ বুলী ঝাঁপ দিলোঁ সে মোর সুখাইল ল মোঞঁ নারী বড় আভাগিনী।।ধ্রু।। নান্দের নন্দন কাহ্ন যশোদার পোআল তার সমে নেহা বাঢ়ায়িলোঁ। গুপতেঁ রাখিতেঁ কাজ তাক মোঞঁ […] keyboard_arrow_right
  • রজনিক শেষে জাগি শচি-নন্দন
    রজনিক শেষে জাগি শচি-নন্দন শুনইতে অলি-পিকু-রাব। সহজহি নিজ-ভাবে গরগর অন্তর তহিঁ উহ দ্বিতীয় বিভাব।। বেকত গৌর-অনুভাব। পুরব-রজনি-শেষে জাগি দুহুঁ যৈছন উপজল তৈছন ভাব।।ধ্রু।। নয়ন কমল-জল অমিয়-বচন খল পুলকে ভরল সব অঙ্গ। হরিষ বিষাদ শঙ্কাদি পুন ঊয়ত কো কহ ভাব-তরঙ্গ।। ঐছন অনুদিন বিহরে নদিয়া-পুরে পুরষ-ভাব পরকাশ। সো অনুভব কব মঝু মনে হোয়ব কহ রাধামোহন দাস।। keyboard_arrow_right
  • রাধামাধব দোঁহে অতি মনোহর
    রাধামাধব দোঁহে অতি মনোহর। উঠিয়া বসিলা পুষ্পশয্যার উপর।। রতির আলসে আঁখি মেলিতে না পারে। দুহুঁ ঢুলি ঢুলি পড়ে দোঁহার উপরে।। কপূর্র তাম্বুল চূয়া সুগন্ধি চন্দন। মঙ্গল আরতি সখী করয়ে সেবন।। শুনি চমকিত মন কোকিলের রায়। জ্ঞানদাস দুহুঁ রসালস গায়।। keyboard_arrow_right
  • শুন শুন ওগো পরাণ সজনি
    শুন শুন ওগো পরাণ সজনি বলিয়ে মরম বেথা। রাখিবে গোপনে না কহিবে আনে এ অতি লাজের কথা।। অলপ রজনী কি জানি কি খেণে শুতিলু অলস দে। কিবা অপরূপ স্বপনে দেখিলুঁ না জানি নাগর কে।। কিশোর বয়েস রসময় বপু জলদ জিনিয়া রূপ। চাঁদমুখে হাসি খসয়ে অমিয়া কি নব মদন ভূপ।। বরিষয়ে খর- তর শর অতি চঞ্চল […] keyboard_arrow_right
  • শেষ রজনি জনি হোত বিহান
    শেষ রজনি জনি হোত বিহান। দুহুঁ দোহাঁ মুখ হেরি ঝরয়ে নয়ান।। কাতর কমল বদনি ধনি গেহা। চলইতে চরণ অথির ভেল দেহা।। গলিত ভূষণ বেশ কেশ আউলাইয়া। সুকুঞ্চিত সপতিত মহী পরশিয়া।। সভয় গমন ধনি তনি সুকুমারী। গুরুজন অরুণ সঘন সুনেহারি।। যায় যায় ফিরি চায় নাগরের মুখ। বিচ্ছেদে বিষাদ মন বিদরয়ে বুক।। চলিতে না পারে কুচ নিতম্বের […] keyboard_arrow_right
  • শ্রীনন্দ নন্দন শচীর দুলাল
    শ্রীনন্দ নন্দন শচীর দুলাল চলে গোঠে পায় পায়। রোহিণীকোঙর নিত্যানন্দ রায় ভাইয়ার অগ্রেতে খায়।। শ্রীদাম সাঙ্গাইত অভিরাম স্বামী গাভী বৎস লৈয়া চলে। সুবল পণ্ডিত গৌরীদাস আসি তুরিত মিলল দলে।। নবদ্বীপ আজি গোকুল হৈলা যেন দ্বাপরের শেষ। পরিকর সবে লইল পাঁচনি ধরিয়া রাখাল বেশ।। আবা আবা রবে ছাইল গগন সুরগণ হেরি হাসে। তা সবার সহ গোঠেতে […] keyboard_arrow_right
  • শ্রীনিবাস হরিদাস যত ভক্তগণ
    শ্রীনিবাস হরিদাস যত ভক্তগণ। তা সভার লইয়া বাছা করো গিয়া কীর্ত্তন।। মুরারি মুকুন্দ রাম আর যত দাস। এ সব ছাড়িয়া কেনে হইল্যা সন্ন্যাস।। যে করিলা সে করিলা চলরে ফিরিয়া। পুণ্য জোগগ সূত্র দিব ব্রাহ্মণ লইয়া।। বলরাম দাস কহে হেন দিন হবো। শ্রীবাস মন্দিরে আর কীর্ত্তন করিবো।। keyboard_arrow_right
  • সো পুন নাহ গরব-ভরে গরগর
    সো পুন নাহ গরব-ভরে গরগর ইহ বেদন নহি জানি। সো মঝু সঙ্গি রঙ্গি সব সহচরি সমুঝি না বোলত বাণি।। সতি সতি কুলবতি-মতি অতি মন্দ। প্রেম-তরঙ্গে অঙ্গ মঝু জরজর কো কর অছু অনুবন্ধ।।ধ্রু।। মানে যতন করি প্রাণ খোয়ায়লুঁ জ্ঞান সকলি ভেল চূর। অদরশে তাক রহই নাহি পারই সো কপট শঠ নট ক্রূর।। নয়নক বারি ঢারি মহি […] keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ