• আগেতে রাখিল * * ম
    আগেতে রাখিল * * ম নামসুত্র ধরে বান্ধি। নাম রাখে মুনি হরস হইঞা করিঞা বহুত বিধি।। বলরাম নাম অ * * ম রাখিল আপন চিতে। সিরপানি পুন উঠিল রাস্যেতে কালিন্দিভেদন রিতে।। আর রাম *, * লা * দ্ধ, বলি, উঠিল একটি নাম। নিলাম্বর আর রৌহিনে * হ * তালাঙ্ক মুসলি রাম।। পুন বলরা(ম) * * […] keyboard_arrow_right
  • আজুক মিলন সময় নিরবন্ধ
    আজুক মিলন সময় নিরবন্ধ। সোই কয়ল করি কত পরবন্ধ।। করে কর পরশি আপন শিরে রাখি। শপতি করায়ল মনমথ সাথী।। বিছুরল মোহে তবহুঁ যব কান। জানলুঁ বিঘটন বিধিক বিধান।। উয়ল চাঁদ নহি আওল নাহ। কামিনী কৈছে সহই ইহ দাহ।। আরে অবলা পর মদন-দুরন্ত। বেকত জন হর ধনু নহ দন্ত।। থীর সন্ধানে ফিরই চহুঁ পাশ। ঝাঁপি পড়ল […] keyboard_arrow_right
  • আনন্দ ছাড়িয়া আনল জারল
    আনন্দ ছাড়িয়া আনল জারল আন কি পরাণে সয়ে। আনহ গরল হইয়া সরল আন কি পরাণে সয়ে।। আন আন ছলে আন কুতূহলে করিথু আনহি খেলা। আন জনা কত কহিথু বেকত আন দিথ অতি জ্বালা।। আনপানা সব থান কি দিয়াছে তোর। আন সত করি তোমার কারণে আন করি যাই ভোর।। আনল জ্বালিলে আনন্দের ঘরে আন কি জানিয়ে […] keyboard_arrow_right
  • আনন্দ ছাড়িয়া আনল জারল
    আনন্দ ছাড়িয়া আনল জারল আন কি পরাণে সয়ে। আনহ গরল হইয়া সরল আন কি পরাণে সয়ে।। আন আন ছলে আন কুতূহলে করিথু আনহি খেলা। আন জনা কত কহিথু বেকত আন দিথ অতি জ্বালা।। আন পাণা সব থান কি দিয়াছে তোর। আন সত করি তোমার কারণে থান করি যাহ ভোর।। আনল জ্বালিলে আনন্দের ঘরে আন কি […] keyboard_arrow_right
  • আপনা খাইলুঁ সোনা কিনি[তে] দিলুঁ
    আপনা খাইলুঁ সোনা কিনি[তে] দিলুঁ ভূষণে ভূষিব দেহ। সোনা সে নহিল পিতল হইল এমতি কানুর লেহ । সই, মদন-সোনার না চিনে সোনা। সোনা যে বলিয়া পিতল আনিয়া গড়ি দিল যে গহনা ।।ধ্রু।। পীরিতি ভাঙ্গিতে ঝলকে দেখিতে হাসয়ে সকল লোকে। ধন সব গেল কাজ না হইল শেল যে লাগিল বুকে।। যেমতি যে মতি তেমতি সে গতি […] keyboard_arrow_right
  • আপনা আপনি দিবস রজনী
    আপনা আপনি দিবস রজনী ভাবিয়ে কতেক দুখ। যদি পাখা পাই পাখী হয়ে যাই না দেখাই এ পাপ-মুখ।। সই, বিধি দিল মোরে শোকে। পীরিতি করিয়া আশা না পূরল কলঙ্ক ঘোষিল লোকে।। হাম অভাগিনী তাতে একাকিনী নহিল দোসর জনা। অভাগিয়া লোকে যত বলে মোকে তাহাও না যায় শোনা।। যদি বিধি শুনিত মরণ হইত ঘুচিত সকল দুখ। চণ্ডীদাসে […] keyboard_arrow_right
  • আপনা আপনি ভাবিছি রজনী
    আপনা আপনি ভাবিছি রজনী কতনা উঠিছে দুঃখ। যদি পাখা পাই পাখী হয়ে যাই না দেখাই এ পাপা মুখ।। সই, কানু দিল মোরে শোকে। পীরিতি করিয়া আশা না পূরিল কলঙ্ক ঘোষিল লোকে।। একে অভাগিনী হাম একাকিনী নহিল দোসর জনা। অভাগিয়া লোকে যত বলে মোকে তাহাত না যায় শোনা।। বিধি যদি শুনিত মরণ হইত ঘুচিত সকল দুখ। […] keyboard_arrow_right
  • আপনা খাইনু সোনা যে কিনিনু
    আপনা খাইনু সোনা যে কিনিনু ভূষণে ভুষিব দেহ। সোনা যে নহিল পিতল হইল এমতি কানুর লেহ।। সই,মদন সোনারে না চিনে সোনা। সোনা যে বলিয়া পিতল আনিয়া গড়ি দিল যে গহনা।। পরিতে অঙ্গেতে ঝলকে দেখিতে হাসয়ে সকল লোকে। ধন যে গেল কাজ না হইল শেল রহি গেল বুকে।। যেমত মতি তেমত গতি ভাবিয়া দেখিনু চিতে। খলের […] keyboard_arrow_right
  • আপনে নাচিতে যবে প্রভুর মন হৈল
    আপনে নাচিতে যবে প্রভুর মন হৈল। সাত সম্প্রদায় লয়ে একত্র করিল।। উদ্দণ্ড নৃত্যে প্রভু ছাড়িয়া হুঙ্কার। চক্রনেমি ভ্রমে যেন আলাত আকার।। নৃত্যে যাঁহা যাঁহা প্রভুর পড়ে পদতল। সসাগর শৈল মহী করে টলমল।। স্তম্ভ কম্প পুলকাশ্রু স্বেদ বৈবর্ণ্য। নানা ভাবে বিবশ গর্ব্ব হর্ষ দৈন্য।। দেখিয়া প্রভুর নৃত্য জগন্নাথ হাসে। সে আনন্দে ভাসি যায় যদুনাথদাসে।। keyboard_arrow_right
  • আবেশে অবশ অঙ্গ ধীরে ধীরে চলে
    আবেশে অবশ অঙ্গ ধীরে ধীরে চলে। ভাব-ভরে গর গর আঁখি নাহি মেলে।। নাচে পহুঁ রসিক সুজান। যার গুণে দরবয়ে দারু পাষাণ।। পূরুব-চরিত যত পিরিতি-কাহিনী। শুনি পহুঁ মুরছিত লোটায় ধরণী।। পতিত হেরিয়া কান্দে নাহি বান্ধে থীর। কত শত ধারা বহে নয়নের নীর।। পুলকে মণ্ডিত কিবা ভুজযুগ তুলি। লুলিয়া লুলিয়া পড়ে হরি হরি বলি।। কুলবতীর ঝুরে মন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ