• ধিক্‌ ধিক্‌ ধিক্‌ নিঠুর কালিয়া
    “ধিক্‌ ধিক্‌ ধিক্‌ নিঠুর কালিয়া কে তোরে এ বুদ্ধি দিল। কেবা সেধেছিল পীরিতি করিতে মনে যদি এত ছিল।। ধিক্‌ ধিক্‌ ধিক্‌ নিঠুর কালিয়া লাজের নাহিক লেশ। এক দেশে এলি অনল জ্বালায়ে জ্বালাইতে আর দেশ।। জনম অবধি কালিয়া বদন না ধুলি লাজের ঘাটে হে। ব্রজ-গোপী হতে মথুরা-নাগরী কত রূপে গুণে বটে হে।। কিংবা কুবুজা নামে কুবুজিনী […] keyboard_arrow_right
  • ধিক্‌ ধিক্‌ ধিক্‌ তোরে রে কালিয়া
    ধিক্‌ ধিক্‌ ধিক্‌ তোরে রে কালিয়া কে তোরে কুবুদ্ধি দিল। কেবা সেধেছিল পীরিতি করিতে মনে যদি এত ছিল।। ধিক্‌ ধিক্‌ বন্ধু লাজ নাহি বাস না জান লেহের লেশ। এক দেশে এলি অনল জ্বালায়ে জ্বালাইতে আর দেশ।। অগাধ জলের মকর যেমন না জানে মিঠ কি তিত। সুরস পায়স চিনি পরিহবি চিটাতে আদর এত।। চণ্ডীদাস ভণে মনের […] keyboard_arrow_right
  • ধিক্‌ ধিক্‌ ধিক্‌ নিঠুর কালিয়া
    ধিক্‌ ধিক্‌ ধিক্‌ নিঠুর কালিয়া কে তোরে এ বুদ্ধি দিল। কেবা সেধেছিল পীরিতি করিতে মনে যদি এত ছিল।। ধিক্‌ ধিক্‌ ধিক্‌ নিঠুর কালিয়া লাজের নাহিক লেশ। এক দেশে এলি অনল জ্বালায়ে জ্বালাইতে আর দেশ।। জনম অবধি কালিয়া বদন না ধুলি লাজের ঘাটে হে। ব্রজ-গোপী হতে মথুরা নাগরী কত রূপে গুণে বটে হে।। কিংবা কুবুজা নামে […] keyboard_arrow_right
  • ধিক্‌ রহু কুলবতী কুল তেয়াগিয়া
    ধিক্‌ রহু কুলবতী কুল তেয়াগিয়া। মরয়ে খলের সনে লেহ বাড়াইয়া।। চিকণ চাঁচর কেশ বেশ খোয়াইয়া। ধূলায় ধূসর কাঁদে নিশি পোহাইয়া।। জাতি কুলশীল দোষে আর গুরুজন। কাহারে না কহে সেই মরম বেদন।। কে তার মরমে আছে মরমে পশিয়া। মরম-বেদনা তার লইবে বাঁটিয়া।। চণ্ডীদাস কহে সেই বেদনা জানিয়া। পীরিতি বেয়াধি রহে মরমে লাগিয়া।। keyboard_arrow_right
  • নব অনুরাগে মিলল দুহুঁ কুঞ্জে
    নব অনুরাগে মিলল দুহুঁ কুঞ্জে। আবেশে কহয়ে ধনি রস পরিপুঞ্জে।। বন্ধু কি আর বলিব তোরে। তোমা বিনে দেখি মুঞি সব অন্ধকারে।। পেয়েছি তোমারে বন্ধু না ছাড়িব আর। যে বলু সে বলু মোরে লোকে দুরাচার।। এক তিল না দেখিলে মরমেতে মরি। শেজ বিছাইয়া কান্দি জাগিয়ে সর্ব্বরী।। হিয়ার মাঝারে থুব বসন ঝাঁপিয়া। বলরাম কহে রাই দঢ় কর […] keyboard_arrow_right
  • নহ নিদারুণ নবল নাগর
    নহ নিদারুণ নবল নাগর ললিত ত্রিভঙ্গধারী। নব নব বেশ নট মনোহর লহু লহু মৃদু বোলি।। লালসে লালসে নবীন নাগরী লোটন -ঘোটন বেশে। নব অনুরাগ নব নব রসে নব রামা জিয়ে কিসে।। নলিনী নওয়া সেজ বিছাইয়ে লওল সুগন্ধি তাথে। লওল বিচিত্র চামর ঢালর নাইব সুখের যূথে।। লাগাইব অঙ্গে এ ছয় রসাল মিশান কুম্‌কুম তায়। নবীন কিশোরী […] keyboard_arrow_right
  • নহ নিদারুণ নবল নাগর
    নহ নিদারুণ নবল নাগর ললিত ত্রিভঙ্গধারী। নব নব বেশ নট মনোহর লহু লহু মৃদু বোলি।। লালসে লালসে নবীন নাগরী নোটন ঘোটন বেশে। নব অনুরাগ নব নব রসে নব রামা জিয়ে কিসে।। নলিনী নওয়া সেজ বিছাইয়ে লওল সুগন্ধি তাথে। লওল বিচিত্র চামর ঢালর নাইব সুখের যূথে।। লাগাইব অঙ্গে এ ছয় রসাল মিশান কুম্‌কুম্‌ তায়। নবীন কিশোরী […] keyboard_arrow_right
  • না যাইয় না যাইয় রাই বৈস তরুমূলে
    না যাইয় না যাইয় রাই বৈস তরুমূলে। আসিতে পাইয়াছ বেথা চরণযুগলে।। মণি মুকুতার দাম অঙ্গে ঝলমলি। ব্রজের বিষম চোর লইবে সকলি।। চাঁচর কেশের বেণী দুলিছে কোমরে। ফণীর ভরমে বেণী গিলিবে ময়ূরে।। নীল ওঢ়নীর মাঝে মুখ শোভা করে। সোণার কমল বলি দংশিবে ভ্রমরে।। করিকুম্ভদম্ভ জিনি উচ্চ কুচ-গিরি। গজের ভরমে পাছে পরশে কেশরী।। খঞ্জন-গঞ্জন আঁখি অঞ্জন ভাল […] keyboard_arrow_right
  • নাগর বলয়ে ডাকি এই সে করিব
    নাগর বলয়ে ডাকি এই সে করিব। রাই সঙ্গে একে একে ফাগুয়া খেলাব।। তোমরা সভাই থাক রাই দেহ রণ। কে হারে কে জিনে তবে দেখিব যেমন।। ললিতা বলেন শুন ওহে বনমালী। রণেতে হারিলে কাড়ি লইব মুরলী।। নাগর বলয়ে ভাল ওই বোল তবে। তোমরা হারিলে মোরে কোন ধন দিবে।। হাসিয়া বলেন শুন রাধা সুধামুখী। থাকুক বড়াই তোমার […] keyboard_arrow_right
  • নাগর বলয়ে ডাকি এই সে করিব
    নাগর বলয়ে ডাকি এই সে করিব। রাই সঙ্গে একে একে ফাগুয়া খেলিব।। তোমরা সভাই থাক রাই দেহ রণ। কে হারে কে জিনে তবে দেখিব কেমন।। ললিতা বলেন শুন ওহে বনমালী। রণেতে হারিলে কাড়ি লইব মুরলী।। নাগর বলয়ে ভাল ওই বোল তবে। তোমরা হারিলে মোরে কোন ধন দিবে।। হাসিয়া বলেন তবে রাধা সুধামুখী। থাকুক বড়াই তোমার […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ