পর পুরুষে যৌবন সঁপিলে আশা না পূরয়ে তায়। আপন রতন বিছুরিলে কতি দ্বিগুণ সুখ সে পায়।। সই, বিধি করিল এমত রীতি। কুলবতী হইয়া পতি তেয়াগিয়া পরপতি সনে প্রীতি।। পহিলে সহিল এবে সে জানিল দুকুল ভাসিল জলে। পীরিতি করাতিয়া শিরে চড়াইয়া কুল দুই ফার কৈলে।। দু দিকে ভাসিল উড়ু ডুবু দিতে কিনারা নহিল দেখি। মহাজনের ঘরে […]
keyboard_arrow_right