নিতাই চৈতন্য দোহেঁ বড় অবতার।
এমন দয়াল দাতা না হইবে আর।
ম্লেচ্ছ চণ্ডাল নিন্দুক পাষণ্ডাদি যত।
করুণায় উদ্ধার করিলা কত কত।।
হেন অবতারে মোর কিছুই না হৈল।
হায়রে দারুণ প্রাণ কি সুখে রহিল।।
যত যত অবতার হইল ভুবনে।
হেন অবতার ভাই না হয় কখনে।।
হেন প্রভুর পদদ্বন্দ্ব না করি ভজন।
হাতে তুলি মুখে বিষ করিলুঁ ভক্ষণ।।
গৌরকীর্ত্তণে প্রেমে জগত ডুবিল।
হায়রে দারুণ প্রাণ কি সুখে রহিল।।
কান্দে কৃষ্ণদাস কেশ ছিঁড়ি নিজকরে।
ধিক্ ধিক্ অভাগিয়া কেনে নাহি মরে।।