• আর সুন, রাজা, ইহার উপায়
    “আর সুন, রাজা, ইহার উপায় কহিএ একটি বানি। রিপু-ভাবে মনে বিস মাখি স্তনে আইল এ কথা জানি ।। জদি রিপু-ভাব পাইল স্বভাব তার তরতম আছে। মাতৃভাব করি দুগ্ধ পিল হরি বসিঞা তাহার কাছে।। আর কহি সুন তাহা দেহ মন রাম অবতার কালে। রাবণের বংস সব করি ধংস বধিলা এ রঘুবিরে।। শ্রীরাম ধনুকি সঙ্গেতে জানকী দোসর […] keyboard_arrow_right
  • আসাঢ় মাসে নব মেঘ গরজএ
    আসাঢ় মাসে নব মেঘ গরজএ। মদন কদনে মোর নয়ন ঝুরএ।। পাখী জাতী নহোঁ বড়ায়ি ঊড়ী জাওঁ তথা। মোর প্রাণনাথ কাহাঞিঁ বসে যথা।। কেমনে বঞ্চিবোঁ রে বারিষা চারি মাস। এ ভর যৌবনে কাহ্ন করিলে নিরাস।।ধ্রু।। শ্রাবণ মাসে ঘন ঘন বরিষে। সেজাত সুতিঁআ একসরী নিন্দ না আইসে।। কত না সহিব রে কুসুমশর জালা। হেন কালে বড়ায়ি কাহ্ন […] keyboard_arrow_right
  • আসি সহচরী কহে ধীরি ধীরি
    আসি সহচরী কহে ধীরি ধীরি “শুনহ নাগর রায়। অনেক যতনে ঘুচাইলাম মানে ধরিয়া রাইএর পায়।। তবে যদি আর মান থাকে তার মানবি আপন দোষ। তোমার বদন মলিন দেখিলে ঘুচিবে এখনি রোষ।। তুরিত গমনে এস আমা সনে গলেতে ধরিয়ে বাস।” সো হেন নাগর হইয়া কাতর দাঁড়াইল রাইএর পাশ।। রাই কমলিনী হেরি গুণমণি বঁধুয়া লইল কোলে। দুহুঁক […] keyboard_arrow_right
  • আসি সহচরী কহে ধীরি ধীরি
    আসি সহচরী কহে ধীরি ধীরি “শুনহ নাগর রায়। অনেক যতনে ঘুচাইলাম মানে ধরিয়া রাইএর পায়।। তবে যদি আর মান থাকে তার মানবি আপন দোষ। তোমার বদন মলিন দেখিলে ঘুচিবে এখনি রোষ।। তুরিত গমনে এস আমা সনে গলেতে ধরিয়ে বাস।” সোহেন নাগর হইয়া কাতর দাঁড়াইল রাইয়ের পাশ।। রাই কমলিনী হেরি গুণমণি বঁধুয়া লইল কোলে। দুহুঁক হৃদয়ে […] keyboard_arrow_right
  • আসিতে অক্রূর দেখি অদভুত
    আসিতে অক্রূর দেখি অদভুত পথের মাঝারে চিহ্ন। শঙ্খ চক্র গদা পদ্ম সে পতাকা রহিছেন অন্য অন্য।। দেখি সে চরণ পড়িয়া সঘন লোটাইয়া পড়ে অঙ্গ। প্রেমে গদগদ সুখের আমোদ উঠিল আনন্দ রঙ্গ।। প্রদক্ষিণ করি অষ্টাঙ্গ প্রণাম সহস্র সহস্র করে। নয়নের জলে অঙ্গ বাহি যায় যেমন যমুনা-নীরে।। অচেতন পেয়ে পড়ে মূরছিয়ে চেতন নাহিক হয়। বহুক্ষণে তবে চেতন […] keyboard_arrow_right
  • আসিতে অক্রূর দেখি অদভুত
    আসিতে অক্রূর দেখি অদভুত পথের মাঝারে চিহ্ন। শঙ্খ চক্র গদা পদ্ম সে পতাকা রহিছেন অন্য অন্য।। দেখি সে চরণ পড়িয়া সঘন লোটাইয়া পড়ে অঙ্গ। প্রেমে গদ্‌গদ সুখর আমোদ উঠিল আনন্দ-রঙ্গ।। প্রদক্ষিণ করি অষ্টাঙ্গ প্রণাম সহস্র সহস্র করে। নয়নের জলে অঙ্গ বহি যায় যেমন যমুনা-নীরে।। অচেতন পেয়ে পড়ে মুরছিয়ে চেতন নাহিক হয়। বহুক্ষণে তবে চেতন পাইয়ে […] keyboard_arrow_right
  • আসিয়া বলাই বলে কানাই ওরে ভাইয়া
    আসিয়া বলাই বলে কানাই ওরে ভাইয়া। আমারে ডাকিয়া ছিলা কিসের লাগিয়া।। হাসিয়া কানাই বলে বলাই দাদা ভাই। ধেনুক মারিয়া সভে ভাল ফল খাই।। শুনিয়া বলাই মন হরষিত হৈয়া। সামাইলা তাল-বনে কৌতুক লাগিয়া।। রুষিয়া আইল ধেনুক বলাই দেখিয়া। লীলায় মারিল তার পুচ্ছ ঘুরাইয়া।। তাল ফল লৈয়া সভে করিলা ভোজন। ঘনরাম দাস হেরি আনন্দিত মন।। keyboard_arrow_right
  • আহা মরি মরি সই আহা মরি মরি
    আহা মরি মরি সই আহা মরি মরি। কি ক্ষণে দেখিলুঁ গোরা পাশরিতে নারি।। গৃহকাজ করিতে তাহে থির নহে মন। চল দেখি গিয়া গোরার ও চাঁদ বদন।। কুলে দিলুঁ তিলাঞ্জলি ছাড়ি সব আশ। তেজিলুঁ সকল সুখ ভোজন বিলাস।। রজনী দিবস মোর মন ছন ছন। বাসু কহে গোরা বিনু না রহে জীবন।। keyboard_arrow_right
  • উঠ উঠ প্রাণ-নাথ মুঞি বড় অভাগী
    উঠ উঠ প্রাণ-নাথ মুঞি বড় অভাগী। চরণে রাখহ নাথ এই বর মাগি।। তোমা বিনে অনাথিনীর আর কেহ নাই। অবশেষে পদ-তলে মোরে দিও ঠাঁই।। তোমার চরণে থাকি হইয়া নূপুর। চরণ তুলিতে বাদ্য কর সুমধুর।। যোগী মুনি আদি যত চরণ ধেয়ায়। ব্রহ্মাদি দেবতা যার অস্ত নাহি পায়।। হেন চরণারবিন্দে রাখ প্রাণনাথ। কোন কালে না ছাড়িহ অনাথিনীর সাথ।। […] keyboard_arrow_right
  • উলসল উরথল অব ভেল রে
    উলসল উরথল অব ভেল রে আয়ত হোয়ত নয়ান রে। গতি অতি তুরিত সমাপল রে শৈশব কয়ল পয়ান রে।। তোরে নিবেদলোঁ শুন সখি অব রে চির দিন হৃদয়ক দন্দা রে। বালা বাঢ়ল দারিদ টূটব রে মিলাওব শ্যামরচন্দা রে।। হাস অধরপাশ মিলিত রে রতিপতি অনুবন্ধা রে। উনমিত নিতম্ব সুললিত রে ভাষা অতি ভেল মন্দা রে।। কেশপাশদিগ কালিম […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ