কানুগুণ-চিন্তনে নিঁদ নাহি লোচনে উদবেগে তনু ভেল খীণ। কাঞ্চন-বরণ কালি সম ভৈ গেল বিলাপ করই নিশি-দিন।। সখি হে দারুণ বিরহ-বিয়াধি।। দিনে দিনে বাঢ়ল রাই-তনু জারল ভেদল অন্তর সাঁধি।।ধ্রু।। অতি উনমাদে পুন মোহ যায় ঘন ঘন না জানি কি হয়ে পরিণাম। জীবন-মহৌষধি একহি মন্তর শ্রবণ-বিবরে হরিনাম।। ঐছন করি করি কত দিন রাখব দশমি-দশা উপনীত। চন্দ্রশেখর কহে […]
keyboard_arrow_right