• কস্ত্বং শ্যামল-ধামা
    কস্ত্বং শ্যামল-ধামা। হরি-কিঙ্কর হাম উদ্ধব-নামা।। অদ্য হরি স্তব কুত্র। মধু-পুরে বসই বরজ-জন-মিত্র।। কুরুতে কিং মধু-নগরে। কংসক পক্ষ দলন করি বিহরে।। পুন পুন পূছই গোরী। চন্দ্রশেখর কহে প্রেম-ভিখারী।। keyboard_arrow_right
  • কহ না উপায়ে সখি কহ না উপায়
    কহ না উপায়ে সখি কহ না উপায়। নিরবধি হৃদয়ে জাগয়ে গোরা রায়।। পসরা না যায় গোরাচাঁদের পিরীতি। কি করিব বিধি সে করিল কুলবতী।। কিবা সে মধুর বাণী অমিয়ার ধারা। কিবা সে মোহন রূপ সতী-মন-চোরা।। যদু কহে কি কহিব গোরা-গুণ যত। বিকাইলুঁ গোরা-প্রেমে এ জনমের মত।। keyboard_arrow_right
  • কহ সখি কি করি উপায়
    কহ সখি কি করি উপায়। ছাড়ি গেল গোরা নটরায়।। ভাবি ভাবি তনু ভেল ক্ষীণ। বিচ্ছেদে বাঁচিব কত দিন।। নিরমল গৌরাঙ্গ বদন। কোথা গেলে পাব দরশন।। কি বিধি লিখিল মোর ভালে। চিরি দেখি কি আছে কপালে।। হিয়া জরজর অনুরাগে। এ দুখ কহিব কার আগে।। কহে বাসু ঘোষ নিদান। গোরা বিনু না রহে পরাণ।। keyboard_arrow_right
  • কহিতে কহিতে এ সব কথা
    কহিতে কহিতে এ সব কথা। দ্বিগুণ ভৈগেল অন্তরে বেথা।। রূপের লাবনি অসীম গুণে। সোঙরি ধৈরজ না ধরে মনে।। পুন পুন গোঠগমন লীলা। কহিতে নয়ন নীরে ভরিলা।। সখীগণ কহে প্রবোধবাণী। হেরিয়া উদ্ধব আকুল প্রাণী।। keyboard_arrow_right
  • কহে সুবদনী শুন গো সজনি
    কহে সুবদনী শুন গো সজনি দুখ কি বলিব আর। কি করি এখন জুড়াই জীবন বদন দেখিব তার।। তাহার আরতি কিবা দিবারাতি ভুলিতে নাহিক পারি। মনে হলে মুখ ফেটে যায় বুক গুমরে গুমরে মরি।। সহে নাক আর করি অভিসার আজি হই বলরাম। যশোদা-মন্দিরে যাইব সত্বরে ভেটিব নাগর কান।। শুনিয়া ললিতা হাসি কহে কথা বলাই সাজিলে পরে। […] keyboard_arrow_right
  • কহে সুবদনী–শুন গো সজনি
    কহে সুবদনী— “শুন গো সজনি দুখ কি বলিব আর। কি করি এখন জুড়াই জীবন বদন দেখিব তার।। তাহার আরতি কিবা দিবারাতি ভুলিতে নাহিক পারি। মনে হলে মুখ ফেটে যায় বুক গুমরে গুমরে মরি।। সহে নাক আর করি অভিসার আজি হই বলরাম। যশোদা-মন্দিরে যাইব সত্বরে ভেটিব নাগর কান।।” শুনিয়া ললিতা হাসি কহে কথা বলাই সাজিলে পরে। […] keyboard_arrow_right
  • কানু অঙ্গপরশে শীতল হব কবে
    কানু অঙ্গপরশে শীতল হব কবে। মদন-দহন-জ্বালা কবে সে ঘুচিবে।। বয়ানে বয়ান হেরি কবে সে ধরিবে। বয়ানে বয়ান দিলে হিয়া জুড়াইবে।। করে ধরি পয়োধর কবে সে চাপিবে। দুখদশা ঘুচি তবে সুখ উপজিবে।। বাশুলী এমন দশা কবে সে করিবে। চণ্ডীদাসের মনোদুখ তবে সে ঘুচিবে।। keyboard_arrow_right
  • কানুঅঙ্গ-পরশে শীতল হব কবে
    কানুঅঙ্গ-পরশে শীতল হব কবে। মদন-দহন-জ্বালা কবে সে ঘুচিবে।। বয়ানে বয়ান দি কবে সে ধরিবে। বয়ানে বয়ান দিলে হিয়া জুড়াইবে।। কবে ধরি পয়োধরে কবে সে চাপিবে। ঘুচিবে মনের দুঃখ সুখ উপজিবে।। বাশুলী এমন দশা কবে কে করিবে। চণ্ডীদাসের মনোদুখ তবে সে ঘুচিবে।। keyboard_arrow_right
  • কানুক দশমদশা শুনি গোরী
    কানুক দশমদশা শুনি গোরী। রোই ফুকরি ধীরজপন ছোড়ি।। আপন ভাগ বিফল করি মানি। মুরছি পড়ল মহি গহি সখীপাণি।। কো ধরু ধিরজ ধনীক মুখ হেরি। দূতী উপায় বিরচিত উহ বেরি।। দুহুঁ গলে দুহুঁক মাল লই দেল। তবহি পরসপর চেতন ভেল।। দুহুঁ দুহুঁ পরশ পায়ল জনু তায়। ভেটল কুঞ্জে উলস ভরু গায়।। ভণ নরহরি কিয়ে প্রেমতরঙ্গ। সুন্দরী […] keyboard_arrow_right
  • কানুগুণ-চিন্তনে নিঁদ নাহি লোচনে
    কানুগুণ-চিন্তনে নিঁদ নাহি লোচনে উদবেগে তনু ভেল খীণ। কাঞ্চন-বরণ কালি সম ভৈ গেল বিলাপ করই নিশি-দিন।। সখি হে দারুণ বিরহ-বিয়াধি।। দিনে দিনে বাঢ়ল রাই-তনু জারল ভেদল অন্তর সাঁধি।।ধ্রু।। অতি উনমাদে পুন মোহ যায় ঘন ঘন না জানি কি হয়ে পরিণাম। জীবন-মহৌষধি একহি মন্তর শ্রবণ-বিবরে হরিনাম।। ঐছন করি করি কত দিন রাখব দশমি-দশা উপনীত। চন্দ্রশেখর কহে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ