• কি কহব নিঠুর মুরারি
    কি কহব নিঠুর মুরারি। অব কি জিবই বর-নারি।।ধ্রু।। তুহারি-নেহ-ভুজঙ্গে। দংশল কোমল অঙ্গে।। গদ ঔখদ নাহি মানে। তাগা তুহারি ধেয়ানে।। শ্যাম দু-আখর মন্ত। তে ধনি ধৈরজ অন্ত।। এক আছয়ে প্রতিকারে। তুহারি পাণি-পানীসারে।। তুয়া দিঠিসারক আশে। অবহি বহই মৃদু-শাসে।। শুনইতে মুরছিত কান। জানকীবল্লভ অগেয়ান।। keyboard_arrow_right
  • কি কহব বরজ-রাজকুল-মঙ্গল
    কি কহব বরজ- রাজকুল-মঙ্গল তুহুঁ জীবন দূরদেশ। ব্রজজন-মীন খীন-তনু জল বিনু মরণ শরণ অবশেষ।। মাধব যব তুহুঁ কয়লি পয়ান। তবধরি গোকুল বিরহ বেয়াকুল ছটফট ধরনি শয়ান।। ব্রজপুরে অবিরতি শমন গতাগতি যমুনা দেখি নিজ তীরে। আদরে সোদর- চরণ পাখালই ব্রজবধুলোচন-নীরে।। নাগরি-নাগর হেরি তুহুঁ বিছুরলি বনচারিণি বনকুঞ্জ। দীনবন্ধু কহে খেদ বিফল নহে নাগর তিরিবধপুঞ্জ।। keyboard_arrow_right
  • কি মোহিনী জান বঁধু কি মোহিনী জান
    কি মোহিনী জান বঁধু কি মোহিনী জান। অবলার প্রাণ নিতে নাহি তোমা হেন।। রাতি কৈনু দিবস, দিবস কৈনু রাতি। বুঝিতে নারিনু বঁধু তোমার পীরিতি ।। ঘর কৈনু বাহির, বাহির কৈনু ঘর। পরকে আপনা করি আপনি হনু পর। কোন বিধি সিরজিল সোতের সেঁওলি। এমন ব্যথিত নাই ডাকে রাধা বলি।। বঁধু যদি তুমি মোরে নিদারুণ হও। মরিব […] keyboard_arrow_right
  • কি মোহিনী জান বঁধু কি মোহিনী জান
    কি মোহিনী জান বঁধু কি মোহিনী জান। অবলার প্রাণ নিতে নাহি তোমা হেন।। ঘর কৈনু বাহির বাহির কৈনু ঘর। পর কৈনু দিবস দিবস কৈনু পর।। রাতি কৈনু দিবস দিবস কৈনু রাতি। বুঝিতে নারিনু বঁধু তোমার পিরীতি।। কোন্ বিধি সিরজিল সোতের শেওলি। এমন ব্যথিত নাই ডাকে রাধা বলি।। বন্ধু যদি তুমি মোরে নিদারুণ হও। মরিব তোমার […] keyboard_arrow_right
  • কি লয়ে আইলে তুমি
    কি লয়ে আইলে তুমি। এ ঘর করণ দূরে তেয়াগিয়া জলে প্রবেশিব আমি।। অন্ধনার নড়ি বাছারে কানায়া কোথা না রাখিয়ে এলে। কেমনে বাঁচিব তাহা না দেখিয়া বড় দুখ মেনে দিলে।। কোথা হতে এল রাজা কংস-দূত অক্রূর তাহার নাম। শমন সমান প্রবেশি গোকুলে লইল সবার প্রাণ।। যেমন সোনার পুথলি ধূসর অবনী উপরে দেখি। নয়নের জলে তিতিয়া বসন […] keyboard_arrow_right
  • কি লয়ে আইলে তুমি
    “কি লয়ে আইলে তুমি। এ ঘর-করণ দরে তেয়াগিয়া জলে প্রবেশিব আমি।। অন্ধনার নড়ি বাছারে কানায়া কোথা না রাখিয়ে এলে। কেমনে বাঁচিব তাহা না দেখিয়া বড় দুখ মেনে দিলে।। কোথা হতে এল রাজা কংস-দূত অক্রূর তাহার নাম। শমন সমান প্রবেশি গোকুলে লইল সবার প্রাণ।।” যেমন সোনার পুথলি ধূসর অবনী উপরে দেখি। নয়নের জলে তিতিয়া বসন যমুনা-তরঙ্গ […] keyboard_arrow_right
  • কি হেরিনু আগো সই বিদগধরাজ
    কি হেরিনু আগো সই বিদগধরাজ। ভকত কলপতরু নবদ্বীপ মাঝ।। পিরীতির শাখা সব অনুরাগ পাতে। কুসুম আরতি তাহে জগত মোহিতে।। নিরমল প্রেমফল ফলে সর্ব্বকাল। এক ফলে নব রস ঝরয়ে অপার।। ভকত চাতক পিক শুক অলি হংস। নিরবধি বিলসয়ে রস পরশংস।। স্থির চর সুরনর যার ছায়ায় পৈসে। বাসুদেব বঞ্চিত আপন কর্ম্মদোষে।। keyboard_arrow_right
  • কিয়ে শুভ দরশনে উলসিত লোচনে
    কিয়ে শুভ দরশনে উলসিত লোচনে দুহুঁ দোঁহা হেরি মুখ ছাঁদে। তৃষিত চাতক নব জলধরে মিলল ভুখিল চকোর চাঁদে।। আধ নয়ানে দুহুঁ রূপ নিহারই চাহনি আনহি ভাতি। রসের আবেশে দুহুঁ অঙ্গ হেলাহেলি বিছুরল প্রেম সাঙ্গাতি ।। শ্যাম সুখময় দেহ গোরী পরশে সেহ মিলল যেন কাঁচা ননী। রাই তনু ধরি নারে আলাইল আনন্দ ভরে শিরীশকুসুম-কমলিনী।। অতসী কুসুম […] keyboard_arrow_right
  • কিশোর বয়েস মণি কাঞ্চন আভরণ
    কিশোর বয়েস মণি- কাঞ্চন আভরণ ভালে চূড়া চিকণ বণান। হেরইতে রূপ- সায়রে মন ডুবল বহুভাগ্যে রহল পরাণ।। সখি হে পেখলুঁ পন্থক মাঝ। হাম নারি অবলা একলা যাইতে পথে বিছুরল সব নিজ কাজ।। নয়ানসন্ধান- বাণে তনু জর জর কাতর বিনি অবলম্বে। বসন খসয়ে ঘন পুলকে পুরল তনু পানি না পূরলুঁ কুম্ভে।। ঘর নহে ঘোর যেন জাগিতে […] keyboard_arrow_right
  • কী ফল পরিচয়-কথন অনেক
    কী ফল পরিচয়-কথন অনেক। জানবি তব যব হব পরতেখ।। যো দরশনে হোয় পরম আনন্দ। সো অবধারবি যদুকুল চন্দ।। শুন তভু কহি কছু নিরুপম রূপ। জগজন লোচন-অমিয়া-স্বরূপ।। লাবণি-লহরি-ললিত সব অঙ্গ। ভ্রূ ধনু-নটন মদন-ধনু-ভঙ্গ।। দাড়িম দশন হসন সুধা-কেলি। বদন তুলনা নহ চাঁদ শত মেলি।। কত মরকত জিতি বাহু সুদণ্ড। গোপী-বসন হরণ হঠ চণ্ড।। পরিসর উর কিয়ে মরকত-ঠাট। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ